Civic Volunteer Salary – সিভিক পুলিশদের বেতন বৃদ্ধিসহ আরও একাধিক সুযোগ সুবিধা চালু করলো রাজ্য সরকার।
আসন্ন লোকসভা নির্বাচনের আগেই একেকটা মাস্টার্স স্ট্রোক (Civic Volunteer Salary) দিয়ে চলেছে রাজ্য সরকার। বিভিন্ন জনমুখী প্রকল্প থেকে শুরু করে কিছু পেশার কর্মীদের বেতন বৃদ্ধি করছে এই আবহে। তেমনই মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই কয়েক হাজার সিভিক পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিলেন। এরই মধ্যে আবার ঘোষনা করলেন সিভিক পুলিশদের বেতন বৃদ্ধি।
West Bengal Civic Volunteer Salary Hike in 2024
জানা গেছে, পুলিশ ওয়েলফেয়ার কমিটির তত্বাবধানে ৩০ হাজার ভলেন্টিয়ারদের নিয়ে টেলিফোনিক সম্মেলনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রথম সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে রাজ্য সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সেখানে সিভিক পুলিশদের (Civic Volunteer Salary) সুবিধা অসুবিধার কথা শোনেন মুখ্যমন্ত্রী।
এরপর মুখ্যমন্ত্রী পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নোডাল অফিসার শান্তনু সিনহাকে কিছু বক্তব্য রাখেন টেলিফোন মাধ্যমেই। সেদিন টেলিফোনে যে সম্মলেন হয় তার মূল বিষয় ছিল বর্তমানে রাজ্যজুড়ে প্রায় ২ লক্ষের বেশী সিভিক ভলেন্টিয়ার কাজ করছে। তাদের ৬০ বছরে অবসর নেওয়ার পরবর্তীতে তারা মাসিক ৫৩০০ টাকা মাসিক ভাতা হিসেবে পাবেন।
বাংলায় কেন্দ্রীয় হারে DA প্রাপ্তি! ভোটের আগেই বিরাট প্রতিশ্রুতি।
তাদের মাথা পিছু বোনাস বাড়িয়ে ২৩০০ টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী এটাও জানান পরবর্তীতে মন্ত্রিসভার হোম গার্ডের চাকরিও দেওয়া হতে পারে (Civic Volunteer Salary) সিভিক পুলিশদের। পাশাপাশি চাকরিরত অবস্থায় কোন ভলেন্টিয়রের মৃত্যু হলে তার পরিবারের কোন সদস্যকে কাজ দেওয়া হবে।
এছাড়া সিভিক পুলিশদের অন্যান্য দাবি দাওয়া শুনে সেগুলো পূরণ করেছেন মুখ্যমন্ত্রী। ভবিষ্যতে আরও দাবি পূরণের জন্য তিনি আশা দেখিয়েছেন। এহেন ঘোষণায় খুবই খুশি সিভিক পুলিশরা। তাদের দাবি দাওয়া শুনে সেটা পূরণ করার জন্য মুখ্যমন্ত্রীর এই টেলিফোনিক সম্মেলন অনেকটাই আশা জাগিয়েছে সিভিক পুলিশদের।
আগামী মাস থেকেই পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি, ছুটি, নিয়োগ সহ প্রচুর সুবিধা চালু হচ্ছে।
লোকসভা ভোটের আগে রাজ্য জুড়ে Civic Volunteer Salary বা সিভিক পুলিশদের বেতন বৃদ্ধির, নিয়োগ খবরে সিভিক পুলিশরা একপ্রকার খুবই আনন্দিত। যদিও অনেক বিরোধী দল এটাকে লোকসভা ভোটের জেতার হাতিয়ার হিসেবে ব্যাখ্যা করেছেন। এমন আরও সরকারি প্রকল্প ও চাকরি সংক্রান্ত খবরের জন্য এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.