Dearness Allowance নিয়ে মিলল বড় খবর, মুখ্যমন্ত্রীর এক ঘোষণায় পাল্টে গেলো সবকিছু।

Dearness Allowance – হাসি ফোটবে সরকারি কর্মচারীদের মুখে! কয়েকদিনের মধ্যেই DA বৃদ্ধির সুখবর দেবে সরকার।

সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা (Dearness Allowance) পেয়ে থাকেন। মূলত দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সরকারি কর্মচারীদের‌ যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণে মাইনের সাথে এই ভাতা দেওয়া হয়ে থাকে। কিন্তু দীর্ঘ বেশ কিছু সময় ধরে রাজ্য সরকারি কর্মচারীরা এই ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। আর অপরদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অনেকদিন ধরে মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য অপেক্ষা করছেন। এর আগে যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল।

Advertisement

তবে সেটি হয়েছিল বছরের হিসেবে। তারপর মহার্ঘভাতা (Dearness Allowance) বাড়ানোর কথা ছিল জুলাই মাসের প্রথম দিকে। কিন্তু সেই সম্বন্ধে কোনও আপডেট না আসায়, চিন্তিত ছিলেন কেন্দ্র সরকারি কর্মচারীরা। কিন্তু এবার সেই চিন্তা দূর হতে চলেছে। মহার্ঘ ভাতা সংশোধন কবে হবে? কত শতাংশ মহার্ঘভাতা বাড়বে? এই সব প্রশ্নের উত্তর পেতে আজকের প্রতিবেদনটি অবশ্যই পড়বেন।

Advertisement

ভারতীয় রেলে 2 লক্ষের ও বেশি শূন্যপদে বিরাট নিয়োগ, এই মাত্র প্রকাশিত হল বিজ্ঞপ্তি।

মহার্ঘ ভাতা নিয়ে বেশ কিছু সংশয় ছিল কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মনে। কিন্তু জানা যাচ্ছে এবার সেই সংশয় দূর হয়ে যাবে। আর কয়েক দিনের মধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধি করা হবে সরকারি কর্মচারীদের। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফ থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স। এই ইনডেক্স সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির হার নির্ধারণ করে।

প্রসঙ্গত উল্লেখ্য, জুন মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স -এর সূচক হয়েছে ১৩৬.৪ পয়েন্ট। যা মে মাসে ছিল ১৩৪.৭ পয়েন্ট। অর্থাৎ ১ মাসে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স -এর সূচক বৃদ্ধি পেয়েছে ১.৭ পয়েন্ট। সূত্র থেকে জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘ ভাতা এবার প্রায় ৩ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে। বর্তমানে কেন্দ্র সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। তাহলে সেই হিসেবে এবার তাদের মহার্ঘ ভাতা প্রায় ৪৫ শতাংশ হতে পারে।

এই খুশির খবর দুর্গা পুজোর আগেই কেন্দ্র সরকারি কর্মচারীরা পেয়ে যাবেন বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি, বর্তমানে দেশে প্রায় ৪৭ লক্ষ ৫৮ হাজার সরকারি কর্মচারী রয়েছেন। আর প্রায় ৬৯ লক্ষ ৭৬ হাজার পেনশনভোগী রয়েছেন। মহার্ঘ ভাতা বাড়লে প্রায় ১ কোটি ১৭ লক্ষ ৩৪ হাজার মানুষের মুখের হাসি চওড়া হয়ে ফুটে উঠবে।

কত টাকায় রফা হয়েছে? ঘুষ দেওয়া সব শিক্ষকের তালিকা ও টাকার অংক, দেখলেই মাথা ঘুরে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button