Constable Recruitment – সিভিক পুলিশদের প্রশিক্ষণ দিয়ে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিলো নবান্ন।

সামনেই লোকসভা ভোট। আর ভোটের আগেই চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন। সম্প্রতি প্রকাশ পেল রাজ্যের সিভিক ভলেন্টিয়াদের Junior Constable Recruitment বা জুনিয়র কন্সটাবেল পদে নিয়োগ করা হবে। ভোট এলেই সবচেয়ে আগে প্রয়োজন পুলিশদের। কারণ ভোট এ অনেক সময় ঝামেলা ঝঞ্ঝাট চলতেই থাকে। পুলিশ সেইসুত্রে দেওয়া হয় শান্তিপূর্ণ ভাবে যাতে ভোট পর্ব চলতে পারে। আর সেই উদ্দেশ্যেই একাধিক কনষ্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি বের করলো নবান্ন। জানা যাচ্ছে সিভিক পুলিশদের এই কনস্টেবল পদে নিয়োগ করা হবে।

Advertisement

WB Junior Constable Recruitment of Civik Volunteers

তাই সিভিক ভলান্টিয়ারদের জন্য খুশির খবরতো বটেই তারসাথে বাংলার আরও কিছু যুবকের চাকরি হওয়াতে খুবই খুশি তারা। জানা যাচ্ছে সিভিক ভলান্টিয়ার অনেকে আছে যাদের বয়স ৩০ পেরিয়ে গেছে। তবে তারা সেইমত প্রশিক্ষণ নেয়নি এদিকে তাদের জুনিয়র কনস্টেবল পদে কিভাবে নিয়োগ করা হবে সে ব্যাপারে সিভিক ভলান্টিয়াররা অনেকটাই চিন্তিত।

Advertisement

সূত্র মারফত জানা যাচ্ছে এই মুহূর্তে থানা গুলোতে পুলিশ কনস্টেবল খুবই কম রয়েছে। একেকটি থানায় রয়েছে মাত্র ১৫ থেকে ২০ জন। তাই ভোটের আগেই সেই খালি জায়গা পূরণ করতেই দ্রুত সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণ দিয়ে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে। তাই প্রশিক্ষণ দিয়ে একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে এই Constable Recruitment প্রক্রিয়া শুরু করা হবে।

রাজ্য পুলিশের কনস্টেবলের সংখ্যা এই মুহূর্তে অনেকটাই কম। এদিকে দোরগোড়ায় লোকসভা নির্বাচন। বর্তমানে চাকরির আকাল অবস্থায় গ্রাজুয়েট থেকে আরও উচ্চ শিক্ষিতরা এই সিভিক ভলান্টিয়ার পদে যুক্ত হয়েছে যেখানে এই পদের জন্য মাত্র মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই এই পদে নিয়োগ করা হতো। এই মুহূর্তে রাজ্যে সিভিক ভলান্টিয়ারের সংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজার।

রাজ্যে শুরু হলো 35 হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ।

সংখ্যায় অনেক হলেও সেই অনুযায়ী বেতন পায়না তারা। যদিও পূজার পরে ১ হাজার টাকা বাড়ান হয়েছে তবুও তারা খুশি ছিলেন না কিন্ত এই বিজ্ঞপ্তি ঘোষণার পর তাদের মুখে হাসি ফুটেছে। এছাড়া সিভিক ভলান্টিয়ারদের চাকরি স্থায়ীকরণ নেই। তাই এই পদোন্নতি অনেকটাই আর্থিক সচ্ছলতা এনে দেবে। পুলিশদের যেমন প্রশিক্ষণ নিয়ে নিয়োগ করা হয়।

Civik Volunteer - সিভিক ভলেন্টিয়ার

তেমন সিভিক ভলান্টিয়ার দের মধ্যে কোনো প্রশিক্ষণ নেওয়া হয়না। সিভিক ভলান্টিয়ারদের নিয়োগের সময় আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়নি তাঁদের। ফলে নতুন করে তাঁদের জুনিয়র কনস্টেবল হিসেবে নিয়োগ করতে হলে দিতে হবে প্রশিক্ষণ। তবে এখনো কবে থেকে প্রশিক্ষণ দেওয়া হবে? কিভাবে দেওয়া হবে? নবান্ন এই ব্যাপারে আপডেট করলেই আমরা আপনাকে জানিয়ে দেব।

পশ্চিমবঙ্গে 1 লক্ষ সিভিক ভলান্টিয়ার নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন করুন।

তবে নবান্নের এই Constable Recruitment উদ্যোগের ফলে ভোটের আগে একদিকে যেমন নীচুতলার পুলিশ কর্মীর যে সমস্যা আছে তা যেমন মিটবে তেমনই সিভিক ভলান্টিয়ারদের কাছেও পদোন্নতির একটা সুযোগ থাকবে। তাই সব মিলিয়ে অনেক জুনিয়র কনস্টেবল নিয়োগ বা Constable Recruitment হলে তাদের অনেক দিনের দাবিও মিটতে চলেছে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button