Dearness Allowance: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের ৫% ডিএ বাড়ছে? তবে কি অবশেষে জয়ী হলেন রাজ্য সরকারি কর্মীরা?

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা (Dearness Allowance) বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে একজোট। তাঁরা বকেয়া ডিএ (DA Arrear) ও ডিএ বৃদ্ধির (DA Hike) দাবি করছিলেন। তবে রাজ্য সরকার সেভাবে সাড়া দেয়নি। বলা হয়েছে, সরকারি কর্মীদের ডিএ আদৌ কি ন্যায্য অধিকার? আদালতে চলছে মামলা। তবে এবার সামনে এল ডিএ সম্পর্কে বিরাট খবর।

West Bengal Dearness Allowance Case

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ সম্পর্কে বলতে হলে, সুপ্রিম কোর্টে চলা ডিএ মামলা (DA Case) দিকে নজর দেওয়া জরুরী। যা জানা যাচ্ছে, অবশেষে দীর্ঘ টালবাহানার পর সোমবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) মহার্ঘ ভাতা (Dearness Allowance) সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। কিন্তু এই মামলার রায়দান আপাতত স্থগিত রেখেছে সর্বোচ্চ আদালত। ধারণা করা হচ্ছে, অক্টোবর মাসের শুরুর দিকেই হয়তো আদালত রায়দান করবে।

পুজোর আগেই ডিএ বাড়ছে সরকারি কর্মীদের?

ডিএ মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) কী রায় দেবে এখন সেদিকেই নজর রয়েছে সকলের। তবে উৎসবের মরশুমে রাজ্য সরকারি কর্মীদের জন্য সম্প্রতি বড় খবর সামনে এসেছে। একাধিক মিডিয়া রিপোর্টে এটাই দাবি করা হচ্ছে, হয়তো পুজোর আগে এই রাজ্যের সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি পেতে পারে।

৫% ডিএ বাড়বে রাজ্য সরকারি কর্মীদের?

বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ধারণা করা হচ্ছে, উৎসবের আবহেই পাঁচ শতাংশ ডিএ বাড়তে পারে সরকারি কর্মীদের। সম্ভাবনা দেখা গেলেও, এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোন প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তাই একপক্ষ ডিএ বৃদ্ধির সম্ভাবনার দিকে আঙ্গুল তুললেও, একপক্ষ বলছেন, এখনই ডিএ বৃদ্ধি হবে না।

আরও পড়ুন: দারুন খবর! পুজোর আগেই সরকারি কর্মী ও পেনশনারদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা অঙ্কের টাকা।

আবার অনেক রিপোর্টে দাবি করা হচ্ছে, ৫% ডিএ না বাড়লেও তিন কিংবা চার শতাংশ ডিএ বাড়তে পারে। তবে সবটাই এখন নির্ভর করছে সরকারের ঘোষণার উপরে। উৎসবের আগে সরকারি কর্মী দের বোনাসের ঘোষণা করে সরকার। সকলেই এখন অপেক্ষা করে আছেন কবে সেই ঘোষণা কানে আসবে। এখন দেখা যাক মমতা ব্যানার্জির সরকার কি সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: DA মামলা আবহে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের পুজোর উপহার দিলো নবান্ন। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ

উপসংহার

ফেব্রুয়ারির বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই সময় ৪% ডিএ বৃদ্ধি করা হয়। তার আগে ১৪% ডিএ পেতেন সরকারি কর্মীরা। এরপর আরো ৪% ডিএ বৃদ্ধির ফলে বর্তমানে তাঁরা ১৮% হারে ডিএ পাচ্ছেন। এপ্রিল থেকে কার্যকর হয়েছে বর্ধিত হারে ডিএ। তবে সকলের আশা, আবারও ডিএ বাড়াবে সরকার। কিন্তু কবে বাড়বে তাই নিয়ে কোন নতুন আপডেট নেই।