সরকারি কর্মীদের জন্য দারুন খবর। জারি হল অর্থ দপ্তরের তরফে নতুন বিজ্ঞপ্তি (Finance Department Order). পুজোর আগে খুশির খবর পেলেন সরকারি কর্মীরা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দুর্গাপুজোর আগে সরকারি কর্মীরা বোনাস পেয়ে থাকেন। কখনো তাঁদের বেতন বৃদ্ধি হয়ে থাকে। বাংলায় যখন উৎসবের আবহ, তখন রাজ্য সরকার (WB Government) নিল বিশেষ সিদ্ধান্ত। অর্থ দপ্তর নতুন বিজ্ঞপ্তি জারি করল। কি বলা হয়েছে সে বিজ্ঞপ্তিতে? আসুন দেখে নেওয়া যাক।
Finance Department Order Before Puja
পুজোর আগেই খুশির খবর পেলেন সরকারি কর্মীরা (Government Employees). আর তার মূলে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি (Finance Department Order). বর্তমানে এলটিসি (লিভ ট্র্যাভেল কনসেশন)-এর মেয়াদ ২০২৫ সালের ৩১ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। সেই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত।
শুধু তাই নয়, একই ভাবে নির্ধারিত এইচটিসি বা (হোম ট্র্যাভেল কনসেশন) এরও মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়েছে। ২০২৬ সালের ৩১ অক্টোবর সেই এইচটিসির মেয়াদ শেষ হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের অর্থ দফতর একটি বিজ্ঞপ্তি (Finance Department Order) জারি করে তারও মেয়াদ বৃদ্ধির কথা জানিয়ে দিয়েছে।
সরকারি কর্মীদের কী সুবিধা হচ্ছে?
এই নয়া বিজ্ঞপ্তির ফলে সুবিধা পাচ্ছেন সরকারি কর্মীরা। যে সকল কর্মীরা গত তিন বছরে এই সুবিধা নিতে পারেননি, তাঁরা আগামী এক বছরের মধ্যে তা নিতে পারবেন। সাধারণত প্রত্যেক তিন বছর অন্তর একবার করে এই সুবিধা পেয়ে থাকেন কর্মীরা। আর এবার সেই এক বছরের বাড়তি সময় একবারের জন্যই দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে। সামনে এলো বড় তথ্য
তবে এর জন্য সরকারি কর্মীদের ভবিষ্যতের ছুটির ক্ষেত্রে এর কোনও প্রভাব পড়বে না বলেই খবর। পুরনো ছুটির মেয়াদ বাড়লেও কর্মীরা নিয়ম মেনে চলতি বছরের ১ নভেম্বর থেকে নতুন করে ছুটির জন্য আবেদন করতে পারবেন। নবান্নের তরফে এও জানানো হয়েছে যে, বহু রাজ্য সরকারি কর্মী আছেন যারা ব্যক্তিগত কারণে নির্ধারিত সময়ে ছুটি নিতে পারেন না। তবে তাঁরা আগামী এক বছরের মধ্যে বেড়াতে যাওয়ার জন্য সেই ছুটি এবার নিতে পারবেন।
আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোম গার্ডদের পুলিশ কনস্টেবল পদে পার্মানেন্ট চাকরির সুযোগ
উপসংহার
খুব স্বাভাবিকভাবেই বলা যায় অর্থ দপ্তরের বিজ্ঞপ্তির দ্বারা লক্ষ লক্ষ সরকারি কর্মী উপকৃত হতে চলেছেন। তাঁরা এই ঘোষণা দারুন ভাবে খুশি হয়েছেন। শুধু তাই নয়, খুব সম্ভবত পুজোর আগে তাঁদের জন্য বোনাসের ঘোষণা করা হবে। রাজ্য সরকারের আগামী সিদ্ধান্তের জন্য তাই অপেক্ষা করে আছেন কর্মীরা।