Pay Commission – সরকারি কর্মীদের বেসিক পে বৃদ্ধি। DA ও মূল বেতন দুটোই বারলো। লাখ লাখ কর্মীর মুখে হাসি।

সামনেই লোকসভা নির্বাচন আর এদিকে একের পর এক খুশির খবর (Pay Commission) দিয়ে চলেছেন কেন্দ্রীয় সরকার। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা আরও ৪ শতাংশ বৃদ্ধি করা হলো। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪৬ শতাংশ হারে DA পাচ্ছিলেন। ৪ শতাংশ বৃদ্ধি পাবার পরে DA হয়ে দাঁড়ায় ৫০ শতাংশ। যেটি ১ লা জানুয়ারি ২০২৪ থেকে কার্যকর করা হয়েছে। গত ৩ মাসের বকেয়া DA যোগ করা হবে পরবর্তীতে।

Advertisement

WB Govt Employees Basic Pay Commission was Hike

কেন্দ্রীয় সরকারি কর্মীরা অনেকদিন ধরেই এই ৫০ শতাংশ হারে DA বৃদ্ধির জন্য অপেক্ষা করছিলেন শেষমেশ সেই আশা পূরণ হওয়ায় স্বভাবতই খুব খুশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এদিকে আরেকটি সুখবর ঘোষনা করলেন কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার এবার বেসিক পে (Pay Commission) বৃদ্ধির সিদ্ধান্ত নিলেন।

Advertisement

একের পর এক DA থেকে বেতন বৃদ্ধির ফলে সরকারি কর্মীরা বেশ উচ্ছসিত। মোদির ঘোষনা অনুযায়ী এবার থেকে LIC কর্মীদের ১৭ শতাংশ বেসিক পে (Pay Commission) বৃদ্ধি পেল। এই বর্ধিত বেতন কার্যকর হবে আগস্ট মাস থেকে। এই ঘোষণার ফলে LIC তে নিযুক্ত ১ লাখ কর্মী ও ৩০ হাজার অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন।

এই অতিরিক্ত বেতন বৃদ্ধির ফলে সরকারের বার্ষিক ৪ হাজার কোটি (Pay Commission) টাকা খরচ হবে। জানা যাচ্ছে বেসিক পে সাথে আরও অন্যান্য ভাতা বৃদ্ধি পাবে। সেইসাথে কেন্দ্রীয় সরকারি কর্মীদের গ্রাচুইটির পরিমাণও ৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

এতদিন অবসরের পর কেন্দ্রীয় সরকারি কর্মীরা সর্বোচ্চ ২০ লক্ষ টাকা গ্রাচুইটি পেতেন। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার তা বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করে দিয়েছে। এছাড়াও কর্মীদের ক্যান্টিন অ্যালাওয়েন্স, ট্রাভেল অ্যালাওয়েন্স ও ডেপুটেশন অ্যালাওয়েন্স (Pay Commission) ভাতাও বাড়ানো হয়েছে। সরকার এইসব ক্ষেত্রে ২৫ শতাংশ ভাতা বৃদ্ধি করেছে।

রাজ্য সরকারি কর্মচারীদের আবারও DA বৃদ্ধির ঘোষণা করলো নবান্ন। কোন পদে কত বাড়লো?

সেইসাথে বাড়ি ভাড়া ভাতা বা হাউস রেন্ট অ্যালাওয়েন্স বাড়ানোর (Pay Commission) দাবি ছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কেন্দ্রীয় সরকার সেটাও কার্যকর করা হয়েছে। আগে X ক্যাটাগরির কর্মীরা বাড়ি ভাড়া বাবদ ২৭ শতাংশ HRA পেতেন এখন সেটা ৩০ শতাংশ হয়েছে।

Employee Benefits - কর্মচারীদের সুবিধা

আর Y ক্যাটাগরির কর্মীরা ১৮ শতাংশ HRA পেতেন তারা এখন থেকে ২০ শতাংশ করে পাবেন। আর ‘Z’ ক্যাটাগরির কর্মীদের HRA-এর পরিমাণ ছিল ৯ শতাংশ, তারা এখন থেকে ১০ শতাংশ পাবেন। বলতে গেলে এই বছরটা যেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সোনায় সোহাগা। একের পর এক DA, বেতন থেকে বিভিন্ন ভাতা বেড়েই চলেছে।

DA এর ফাঁড়া কাটছে সরকারি কর্মীদের। ভোট কর্মীদের মান ভাঙ্গাতে নতুন করে DA ভাবনা।

বলতে গেলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবছরের ব্যাংক একাউন্ট ফুলে ফেঁপে ওঠার জোগাড়। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর DA বৃদ্ধির ঠিক পরপরই বেসিক পে (Pay Commission) বৃদ্ধির ঘোষনা যেন আচমকা খুশি বয়ে এনেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের উদ্দেশ্যে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button