WB Govt Employees DA Hike News.
দীর্ঘ অপেক্ষার পর চাকুরিজীবীদের জন্য সুখবর। মহার্ঘ্য ভাতা ও বোনাস (DA Hike News) নিয়ে বিরাট গুরুত্বপূর্ণ খবর এইমাত্র উঠে এলো। হাসি ফুটলো সরকারি কর্মীদের মুখে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য DA বৃদ্ধি করেছে মোদি সরকার। এবার একে একে বিভিন্ন অঙ্গরাজ্য গুলিও সেই একই পথে হেঁটে মহার্ঘ্য ভাতা বাড়ানোর পথে পা মিলিয়েছে।
দীর্ঘ বিক্ষোভ, মিছিলের পর অবশেষে মহার্ঘ ভাতা (DA Hike News) বাড়ছে বিহারের রাজ্য সরকারি কর্মচারীদের। বুধবার সেই সিদ্ধান্তেই অনুমোদন দিল মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। ডিসেম্বর থেকেই এই বর্ধিত মহার্ঘ্য ভাতা রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন তাদের বেতনের সহিত। বুধবার সেই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা।
দিওয়ালি বা ছটপুজোর আগেই বিহার সরকারের তরফে DA বৃদ্ধি পাবে (DA Hike News) এমন কানাঘুষো শোনা যাচ্ছিল। স্বভাবতই একটা চাপা খুশি কাজ করছিল বিহারের রাজ্য সরকারি কর্মচারীদের মনে। ছট পূজা পেরোতেই সেই স্বপ্নই কেন সত্যি হলো। ছটপুজোর পরেই DA বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দিল নীতীশ কুমারের নেতৃত্বাধীন মন্ত্রিসভা।
সপ্তম বেতন কমিশনের আওতায় ৪২ শতাংশ হারে DA পেতেন বিহারের রাজ্য সরকারি কর্মচারীরা। ৪ শতাংশ বাড়ানো হয়েছে। অর্থাৎ এবার থেকে ৪৬ শতাংশ হারে DA পাবেন বিহারের রাজ্য সরকারি কর্মচারীরা। যা ২০২৩ সালের জুলাই থেকে কার্যকর হবে। তাই ডিসেম্বরে জুলাই থেকে পাওয়া বকেয়া টাকা দেওয়া হবে।সেই সাথে ডিসেম্বরের বেতন ও পাবেন। বর্ধিত হারে DA এর পাশাপাশি ‘এরিয়ার’ পাবেন বিহারের রাজ্য সরকারি কর্মচারীরা।
14 ডিসেম্বরের মধ্যে এই কাজটি না করলে বন্ধ হয়ে যাবে আধার কার্ড! ভোগান্তি এড়াতে জেনে নিন বিস্তারিত।
কতজন লাভবান হবেনঃ
এই ৪ শতাংশ DA বৃদ্ধির (DA Hike News) ফলে ৪.৫ লাখ রাজ্য সরকারি কর্মচারী লাভবান হবেন। সেইসাথে ৬ লাখের মত পেনশনভোগীরা লাভবান হতে চলেছেন। স্বভাবতই ছট পূজার আবহে আরও মন খুশি করার মতন খবর পেয়ে আনন্দের বাতাবরণ সৃষ্টি হয়েছে বিহারের রাজ্য সরকারি কর্মীদের বাড়িতে। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য যখন মহার্ঘ্য ভাতা একের পর এক বাড়িয়ে চলছিল তখন রাজ্যের কর্মীদের মধ্যে একটা চাপা অসন্তোষ কাজ করছিল রাজ্য সরকারের ওপরে।
কিন্ত একে একে বিভিন্ন অঙ্গরাজ্যের সরকার তাদের কর্মীদের জন্য মহার্ঘ্য ভাতা বৃদ্ধি (DA Hike News) করায় তাদের মনেও খুশি দেখা দিয়েছে। তবে এখনো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। দেখা যাক সামনেই শুনানিতে কি খবর উঠে আসে সেইদিকে তাকিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা।
Written by Shampa Debnath.