DA – পূজোর আগেই কি ডিএ মামলার শুনানি সম্পূর্ণ হচ্ছে? কি বলছে সুপ্রিমকোর্ট।
দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের সাথে DA আন্দোলনকারীদের ঠান্ডাযুদ্ধের পরিবেশ চলে আসছে। ডিএ আন্দোলনকারীরা কেন্দ্রীয় সরকারের কর্মীদের মতন DA পায়না তাই তাদের বিক্ষোভ সরকারের প্রতি। এই নিয়ে মিছিল, পথ অবরোধ চলেই আসছে। কিন্ত তাতে সরকারের দৃষ্টিআকর্ষণ করেনি। শেষে এই নিয়ে মামলা হাইকোর্টে পৌঁছায়। হাইকোর্ট থেকে রায় দেওয়া হয় যে রাজ্য সরকারি কর্মচরীদের DA বাড়ানোর দাবি ন্যার্য। তাই তাদের ডিএ বৃদ্ধি করা হোক। কিন্ত রাজ্য সরকার এই নিয়ে সুপ্রিমকোর্টে যায়। এখনো মামলা সুপ্রিমকোর্টে বিচারাধীন।
রাজ্য সরকারি কর্মীরা চেয়েছিলেন পূজার আগেই এই মামলার শুনানি হোক। কিন্তু এখন জানা যাচ্ছে এই শুনানির দিন ঠিক হয়েছে ৩রা নভেম্বর। অর্থাৎ পূজার পর। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের আশায় জল পড়ে গেলো। তাদের আরও অপেক্ষা করতে হবে বোঝাই যাচ্ছে। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে এই মামলার শুনানি এত দ্রুত করা সম্ভব নয়। নভেম্বরেই যে ফাইনাল শুনানি এটাও বলা যাচ্ছেনা এখনি। দরকারে আরও কয়েকটা দিন বাড়তে পারে।
LIC Policy গ্রাহকদের জন্য বিরাট সুখবর। 30% লাভ পাবেন, ঘোষণা করলো কোম্পানি।
এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের আওতায় আগেই ৪২ শতাংশ করে ডিএ পেতেন। কিছুদিন আগেই কেন্দ্র থেকে তাদের DA বাড়িয়ে ৪৫ শতাংশ করা হলো। পরের বছর সেটা ৫০ বছর হয়ে যাবে আশা করা যায়। সেইদিক দিয়ে বিচার করলে রাজ্য সরকারি কর্মীদের মাত্র সষ্ঠ পে কমিশনের আওতায় ৬ শতাংশ DA পেয়ে থাকেন। যার আগে পরিমাণ ছিল ৩ শতাংশ।
অন্য AICPI সূচক অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ পরিমাণ ৪২ শতাংশ সেখানে রাজ্য সরকারি কর্মচারীরা ৬ শতাংশ । তাই ক্রমাগত রাজ্য সরকারের ওপর রাজ্য সরকারি কর্মচারীরা DA বৃদ্ধির জন্য চাপ সৃষ্টি করে চলেছে। কিন্ত কত পার্সেন্ট বকেয়া ডিএ তারা পাবেন অর্থাৎ কত সাল থেকে কত সাল অবধি DA তারা পাবেন সে ব্যাপারে একটু দেখা যাক।
এই প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানান, ‘অনেকেই এমন আছেন যারা জানতে চাইছেন যে রোপা-৯ অনুযায়ী বকেয়া ডিএ কবে থেকে কখন পর্যন্ত পাওয়া যাবে। সেই সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের জানানো হচ্ছে ২০০৯ সালের জুলাই থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত বকেয়া ডিএ পাওয়া যাবে।
রাজ্য সরকারি কর্মীরা অনেক আশা করেছিলেন পূজার আগে শুনানি হলে খুশির খবর তারা পূজার আগেই পেয়ে যেতেন। কিন্ত সুপ্রিম কোর্ট নভেম্বর অবধি সময় দেওয়ায় তাদের হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। আর নভেম্বরে ওই একটা দিনের মধ্যে এত বড়ো মামলার শুনানি একদিনেই পরিসমাপ্তি ঘটবে সেটাও ঠিক করে সুপ্রিম কোর্ট জানায়নি।
বরং তারা বলছে আরও কিছু ডেট বাড়তে পারে। তাই রাজ্য সরকারি কর্মচারীদের ও পেনশনভোগীদের অদূর ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। এখন দেখার পালা নভেম্বরে সুপ্রিমকোর্ট কি রায় ঘোষণা করে। সেই দিকেই লক্ষ্য এখন রাজ্য সরকারি কর্মচারীদের।
Written by Shampa Debnath
পুজোর মাসে পাবেন ডবল রেশন। কোন রেশন কার্ডে কত পরিমান রেশন পাবেন জেনে নিন।