Dearness Allowance – সরকারি কর্মীদের জন্য সুখবর! অবশেষে DA নিয়ে স্বস্তির খবর শোনালো আদালত।

সরকারি কর্মীদের DA তথা Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে আন্দোলন প্রায় একবছরের বেশি সময় ধরে অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় হারে DA বৃদ্ধির দাবি নিয়ে এই আন্দোলন। রাজ্য সরকার কোনোভাবেই কেন্দ্রীয় হারে DA দিতে রাজি নয়। অন্যদিকে কেন্দ্রীয় সরকার একের পর এক DA বাড়িয়ে চলেছেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে DA পেয়ে থাকে। ৪ শতাংশ DA কিছুদিন আগেই বাড়ানো হয়েছে তাই ৪৬ শতাংশ থেকে ৫০ শতাংশে পৌঁছে গিয়েছে।

Govt Employees Got Relif Deu Dearness Allowance

এদিকে রাজ্যের সরকারি কর্মীরা অনেকদিন ধরেই Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে আন্দোলন করছিলেন। এমনকি মামলা দায়ের করেছিলেন। সেই মামলার রায় দিলো হাইকোর্ট। হাইকোর্টের রায়ের পরেই কর্মীদের মুখে হাসি ফুটেছে। সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর দাবি নিয়ে একটি মামলা চলছিল বোম্বে হাইকোর্টে।

মামলার শেষে বোম্বে হাইকোর্ট সরকারি কর্মচারীদের সেই পক্ষেই রায় দেয়। রায়ের নির্দেশ অনুযায়ী বলা হয় সপ্তম বেতন কমিশন অনুযায়ী 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত অর্থাৎ এই দীর্ঘ 6 বছরের বকেয়া DA মিটিয়ে দিতে হবে সরকারের। শুধু তাই নয়, সরকারি কর্মীদের বাকি যে সুযোগ সুবিধা গুলো দেওয়া হয়ে থাকে, সেগুলিও কর্মীদের অবশ্যই দিতে হবে।

অন্যদিকে গোয়ার সরকারি কর্মীদের বকেয়া Dearness Allowance বা মহার্ঘ ভাতা মেটানোর দাবী করা হয়েছিল গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (GIDC) নামক এক সরকারি সংস্থার বিরুদ্ধে। বোম্বে হাইকোর্টের এই রায় সমস্ত সরকারি কর্মীদের আশা পূরণ করেছে। এইখবরে এবার আবার আন্দোলনের প্রভাব দেখা দেবে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারীদের।

তারাও প্রায় একবছরের বেশি সময় ধরে কেন্দ্রীয় হারে Dearness Allowance বা মহার্ঘ ভাতা পাওয়ার দাবিতে আন্দোলন থেকে শুরু করে মামলা পর্যন্ত করেন। তবে হাইকোর্ট তাদের দিকে রায় দিলেও সরকার সুপ্রিম কোর্ট এ ফের মামলা দায়ের করেন। আর সেই মামলার শুনানি বারংবার পিছিয়ে যাচ্ছে। এতে একপ্রকার হতাশ সরকারি কর্মীরা।

একসঙ্গে 9 টি ভাতার বৃদ্ধি! DA, TA, HRA ছাড়াও কর্মচারীদের আর কোন কোন ভাতা বৃদ্ধি পেলো?

মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী Dearness Allowance বা মহার্ঘ ভাতা অত্যাবশ্যক নয়, এটা ঐচ্ছিক বিষয়। তাও অনেক আন্দোলনের পর নতুন বাজেট পেশ করার সময় মাত্র ৪ শতাংশ DA বৃদ্ধি করেন। এতে সরকারি কর্মীরা কোনো খুশি হননি কারণ তাদের দাবিতে তারা অনড়। কেন্দ্রীয় হারে DA না মেটানো পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে।

Employee Benefits - কর্মচারীদের সুবিধা

যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে Dearness Allowance বা মহার্ঘ ভাতা পেয়ে থাকেন সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা মাত্র ১৪ শতাংশ DA পান। বোম্বে হাইকোর্টের রায় যেন আরও উসকে দিল এই রাজ্যের সরকারি কর্মীদের। সামনেই লোকসভা নির্বাচন।

অবশেষে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বেতনবৃদ্ধি ও প্রমোশন নিয়ে বিরাট সুখবর। বেতন ও সম্মান দুই বাড়বে।

আর এই রায়ের প্রভাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বকেয়া DA মেটানোর দাবিতে নতুন করে আন্দোলনে নেমেছেন। বোম্বে হাইকোর্টের ওই ঐতিহাসিক রায়ের পর পশ্চিমবঙ্গের DA আন্দোলনকারীদের বক্তব্য বোম্বে হাইকোর্ট Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে যে রায় দিয়েছে,

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেই রায়কে অনুকরণ করে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিক। এদিকে লোকসভা নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী এখন বেজায় ব্যাস্ত। তাই রাজ্য সরকারি কর্মীরা এমন আন্দোলন করলে তার প্রভাব নির্বাচনে এসে পড়ার একটা আশঙ্কা থেকেই যায়।
Written by Shampa Debnath.

Leave a Comment