Holiday List – পশ্চিমবঙ্গে আবার টানা ছুটি 3 দিনের জন্য, তারিখ জানালো সরকার।

অক্টোবর, নভেম্বর পেরিয়ে বছরের শেষ মাস ডিসেম্বর মাসে Holiday List বা নতুন ছুটি পাওয়া যাবে। অক্টোবর, নভেম্বরের ছুটি গুলো ছিলো পুজো কেন্দ্রিক। দুটো মাস জুড়ে পূজা আর উৎসবকে কেন্দ্র করেই কেটে গেলো। তবে ডিসেম্বর আসা মানেই শীতের আমেজ, আর শীত মানেই পিকনিক, বিভিন্ন মেলা আর সাথে বড়দিন, সেই সাথে পুরোনোকে বিদায় দিয়ে নতুনকে স্বাগতম করার দিন।

Holiday List In December 2023.

তাই রাজ্য সরকারি কর্মীরা (State Government Employees) এবছর ছুটি (Holiday List) পেয়েছে অনেক। কারণ এবছরই আরও কিছু ছুটি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আবারও ডিসেম্বরে পেতে চলেছে একঝাঁক ছুটি। রাজ্য সরকারি কর্মীদের খুশির শেষ নেই, শুধু ছুটি আর ছুটি। এই বছর ২৫ ডিসেম্বর বড়ো দিন পড়েছে সোমবার, তাই সেই দিন ছুটি সমস্ত স্কুল, কলেজ, সরকারি অফিস। আর তার আগের শনি আর রবিবার ২৩ ও ২৪ তারিখ সাপ্তাহিক ছুটির কারণে ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা।

Job Vacancy (পশ্চিমবঙ্গে চাকরির খবর)

তাই সেদিক থেকে ধরতে গেলে পরপর টানা ৩ দিন ছুটি পাচ্ছেন কর্মীরা। এই ছুটিতে (Holiday List) শীতের শুরুতে ঘুরে আসতেই পারেন কাছাকাছি সুন্দরবন থেকে। বছরের শেষটা একটা সুন্দর মুহূর্ত দিয়ে শেষ করলে কার না ভালো লাগে। আবারও একটা ছুটি পাচ্ছেন ৩১ ডিসেম্বর আর ১ লা জানুয়ারি ২০২৪। কারণ নতুন বছরের শুরুর সূচনা তাই ছুটি থাকছে রাজ্য সরকারি কর্মচারীদের।

আধার কার্ড নিয়ে ফের নয়া আপডেট, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলুন।

এই বছরের ছুটির লিস্ট (Holiday List) বেশ ভালই ছিল। সরকারি কর্মীরা এক্সট্রা অনেক ছুটিই পেয়েছেন অনেক। এছাড়া কোনো ছুটি রোববার পড়ে গেলেও সেটার জন্য তারপরের দিন ছুটি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই এই বছরের ছুটি যেন আর ফুরোচ্ছেই না। এই শীতের শেষটা ঘুরে আসুন আর বড়োদিন উদযাপন করুন পরিবার বন্ধুদের সাথে। তাহলে আপনারা এই টানা ছুটিতে কি করবেন তার প্ল্যান এখন থেকেই শুরু করে দিন, নইলে দেরি হয়ে যাবে।
Written by Shampa Debnath.

প্রতিদিন মাত্র 4 ঘন্টা কাজ করলে LIC দেবে মাসে 20 হাজার টাকা। আজই

Leave a Comment