Duare Sharee – চালু হল রাজ্য সরকারের নতুন প্রকল্প, পুজোর আগে বাংলার প্রত্যেকটি নারীকে শাড়ি দেবে সরকার।

Duare Sharee – রাজ্য সরকারের নতুন উদ্যোগ, দুয়ারে শাড়ি প্রকল্পে পুজোর আগে মিলবে শাড়ি।

বাঙালিদের বহুপ্রতিক্ষিত উৎসব দুর্গাপূজা। 2023 এর পুজোর এর বেশিদিন বাকি নেই। এইসময় সমস্ত বাঙালি পরিবার গুলি নতুন জামাকাপড় শাড়ি (Duare Sharee) কিনতে পছন্দ করে। কিন্তু আর্থিকভাবে দুর্বল কিছু পরিবাররা এইটুকু সুখ থেকেও বঞ্চিত হন। তাদের কথা মাথায় রেখেই এবার রাজ্যে চালু হলো দুয়ারে শাড়ি প্রকল্প।

Advertisement

দুয়ারে শাড়ি (Duare Sharee) এর কর্মসূচি
এই প্রকল্পটি এখনও অবধি সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়নি। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সম্প্রতি এই কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত জানিয়েছেন। আর্থিকভাবে দুর্বল পরিবারগুলি খুবই স্বল্পব্যয়ে এই প্রকল্পের মাধ্যমে শাড়ি কিনতে পারবেন। তবে শুধু শাড়ি নয়, এই কর্মসূচির মাধ্যমে গামছা, লুঙ্গি এবং আরও কিছু প্রকার বস্ত্র পৌঁছে দেওয়া হবে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলির কাছে।

Advertisement

SBI গ্রাহকদের জন্য মস্তবড় খুশির খবর, FD সহ যে কোন বিনিয়োগে সুদের হার বেড়ে হল 10%, জানুন বিনিয়োগে শেষ তারিখ কবে?

বিস্তারিতভাবে জানা যাচ্ছে, উদ্যোগমহলের তরফ থেকে একটি গাড়ি ঘুরবে পাড়ায় পাড়ায় , যেখান থেকে নিজের বস্ত্র গ্রহণ করতে পারবে ওই অঞ্চলের পরিবারগুলি। বস্ত্রগুলির দাম মাত্র ৭০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত থাকবে। যার ফলে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলির কাছে খুবই স্বল্প দামে এই বস্ত্র এবং শাড়ি পৌঁছে দেওয়া যাবে। হাসি ফুটবে দুস্থ মানুষগুলির মুখে।

পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধাসভা এলাকায় এই বস্ত্রবিতরণকারী গাড়িগুলি চলবে। আগামী ১৫ দিনের জন্য ওই এলাকায় এই কর্মসূচি পালিত হবে। গাড়িগুলি বিশেষ বিশেষ আর্থিকভাবে পিছিয়ে থাকা অঞ্চলগুলোতে ঘুরবে বলা জানানো হয়েছে।

বাধ্যতামূলক হলো ডিজিটাল বার্থ সার্টিফিকেট, সবাইকে আপডেট করতে হবে, নতুন আইন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button