Departmental Promotion – পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বিভাগীয় পদোন্নতির ঘোষণা। প্রমোশনের সাথে বেতন ও বাড়বে।
WB Health Departmental Promotion.
বর্তমানে চাকরির অবস্থা খুবই বেহাল। আর তারপরেও যদি কোনো চাকরির পরীক্ষা বা নিয়োগ (Departmental Promotion) হওয়ার কথা ওঠে তবুও কোনো না কোনো কারণে সেটিও পিছিয়ে যায়। এরফলে বর্তমানে বেকার যুবক যুবতীদের সংখ্যা নিত্যদিন বেড়েই চলেছে। শুধু তাই নয় অনেকে আশা করে যদিও কোনো পরীক্ষা দেবে বলে ভাবছে কিন্ত পরীক্ষার দিন বা ইন্টারভিউয়ের দিন ঠিক হয়েও স্তগিদ হয়ে যাচ্ছে।
আবার কিছু ক্ষেত্রে নিয়োগ নিয়ে দুর্নীতির জন্য মামলার শুনানি আটকে আছে। তাই নিয়োগ নিয়ে একরকম ধোঁয়াশা সৃষ্টি হয়েছে বেকার যুবক যুবতীদের মধ্যে। তবুও এই চাকরির আকালের যুগে সবাই একটুকু আশা খোজে যদি কোনোভাবে পরীক্ষায় পাশ করে চাকরি পাওয়া যায়। তাই এখনো সবাই প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের বেকার ট্যাগ মোছার জন্য।
অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ছিল বিভাগীয় পদোন্নতির (Departmental Promotion) ইন্টারভিউ। অবশেষে সেটির দিনক্ষণ ঘোষণা করল স্বাস্থ্য দফতর। গত ৩১ জুলাই স্বাস্থ্য দফতর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেখানে মোট ১১২৭টি শূন্যপদ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে বলে জানিয়েছিল। এর মধ্যে প্রফেসরের ২৮০টি, অ্যাসোসিয়েট প্রফেসরের ৪২৮টি এবং সহকারী (অ্যাসিস্ট্যান্ট) প্রফেসরের ৪১৯টি পদ ফাঁকা রয়েছে। এই বিজ্ঞপ্তি দেখে অনেক বেকার যুবক যুবতীরা আবেদন করেন।
তাঁদের ইন্টারভিউ (Departmental Promotion) হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের শেষের দিকে। কিন্তু গত ১৯ সেপ্টেম্বর স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য ইন্টারভিউয়ের ডেট পিছিয়ে দেওয়ার আর্জি জানান। এরপর কেটে গেছে ৩ মাস। তবুও স্বাস্থ্য ভবন থেকে কোনো নতুন বিজ্ঞপ্তি আর প্রকাশ করা হয়নি। এমতবস্থায় আবেদনকারীরা প্রতিবাদ করলে তারা কিছুটা নড়েচড়ে বসেন। এবং সংবাদমাধ্যমেও এই নিয়ে কথা ওঠে।
সূত্রের খবর, তার পরেই ১৭ নভেম্বর স্বাস্থ্য দফতর বিভাগীয় পদোন্নতির বিষয়ে পুনরায় ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি করেছে। জানানো হয়েছে, আগামী ১১ থেকে ১৯ ডিসেম্বর প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দু’টি পর্বে চলবে ইন্টারভিউ। ৫৪টি বিষয়ের কোনটির ইন্টারভিউ কোন দিন, কোন পর্বে নেওয়া হবে— তা-ও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যদিও অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্সের সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, ‘‘বছরে দু’বারের বদলে এখন দুই বছরে এক বার ইন্টারভিউ (Departmental Promotion) হচ্ছে। তাতেও এত দীর্ঘসূত্রতার প্রতিবাদ করার পরে শেষমেশ পুনরায় বিজ্ঞপ্তি জারি করায় আমরা খুশি। তবে অনেকের মনে অন্য প্রশ্ন ঘোরাফেরা করছে যদিও এত কিছুর পর ইন্টারভিউ নেওয়া হচ্ছে তবে পদোন্নতির বিষয়টিও কি একই ভাবে দ্রুত সম্পন্ন করা হবে? নাকি সেটার ক্ষেত্রেও আবার স্থগিতাদেশ দিয়ে দেওয়া হবে। সেই নিয়েই চিন্তায় আছেন অনেকে। ইন্টারভিউয়ের পরে পদোন্নতির নিয়োগ সময়মতো হবে তো?
এই মুহুর্তে শিক্ষকদের বেতন বৃদ্ধি সম্ভব নয়, সাফ জানিয়ে দিলো রাজ্য সরকার।
ডক্টরস ফোরামের অনেকের মত অনুযায়ী চারিদিকে যেভাবে অস্বচ্ছতার নমুনা মিলছে সেক্ষেত্রে এই পদোন্নতি বা ইন্টারভিউ কতটা স্বচ্ছতার দিকে যাবে সেই নিয়ে প্রশ্নের মুখে। তবুও দীর্ঘ প্রতিবাদের পর ইন্টারভিউ এর ডেট পাওয়া গেছে বলে অনেকটাই আশাবাদী ডক্টরস অ্যাসোসিয়েশন।
Written by Shampa Debnath.