Teacher Recruitment – ইন্টারভিউ দিয়ে স্কুলে শিক্ষক নিয়োগ। কিভাবে আবেদন করবেন জেনে নিন?
বর্তমানে একটি সরকারি চাকরি পাওয়া যেন দুষ্কর ব্যাপার। এরমধ্যেই Teacher Recruitment এর বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলো একলব্য মডেল আবাসিক স্কুল। এটি দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত। এখানে চুক্তিভিত্তিক অথিতি শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার আগে জেলা ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন। ওয়েবসাইট হলো – www. Recruitmentdd.in অথবা www.ddinajpur.nic.in এই দুটো ওয়েবসাইট ভিজিট করতে হবে। আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে।
WB Model School Teacher Recruitment
- বেতন ও শূন্যপদ
- আবেদনের বয়সসীমা
- শিক্ষাগত যোগ্যতা
- প্রয়োজনীয় ডকুমেন্টস
- আবেদন পদ্ধতি
- আবেদনের সময়সীমা
বেতন ও শূন্যপদ
একলব্য মডেল আবাসিক স্কুলের শিক্ষক নিয়োগ তথা Teacher Recruitment এর শূন্যপদের সংখ্যা মোট 4 টি। এবং মাসিক বেতন 12000 টাকা। একবছরের জন্য চুক্তিভিত্তিক কাজ শিক্ষক নেওয়া হবে যে যে বিষয়ের জন্য সেগুলো হলো – ভূগোল, রসায়ন, পদার্থবিদ্যা, জীবন বিজ্ঞান (বোটানি) ইত্যাদি।
আবেদনের বয়সসীমা
একলব্য মডেল আবাসিক স্কুলের শিক্ষক নিয়োগ তথা Teacher Recruitment এ ইন্টারভিউ প্রার্থীকে দক্ষিণ দিনাজপুরের স্থায়ী বাসিন্দা হতে হবে। জেনারেল বিভাগের সবাই আবেদন করতে পারবেন। বয়স হতে হবে অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে 65 বছরের নিচে। এছাড়া অবসর প্রাপ্ত ছাড়া যারা আছেন তাদের 40 এর নিচে বয়স হলে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
একলব্য মডেল আবাসিক স্কুলের শিক্ষক নিয়োগ তথা Teacher Recruitment আবেদন করার জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স নিয়ে স্নাতোকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া জীবন বিজ্ঞান পড়ানোর ক্ষেত্রে বোটানি বিষয় নিয়ে অনার্স নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস করতে হবে।
ভারতীয় রেলে মাধ্যমিক পাশে 3015 কর্মী নিয়োগ। আবেদন প্রক্রিয়া জেনে নিন।
প্রয়োজনীয় ডকুমেন্টস
এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্ট চেয়েছে সেগুলো আপডেট করতে হবে। যেমন – ভোটার কার্ড, আধার কার্ড, আবাসিক প্রমাণপত্র, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় এর মার্কশিট ও সার্টিফিকেট, মাধ্যমিক এডমিটকার্ড বয়সের প্রমাণের জন্য, কোনো পূর্ব কাজের অভিজ্ঞতার প্রমাণ।
আবেদন পদ্ধতি
- আবেদন করতে হবে ওপর দেওয়া দুটো ওয়েবসাইটের মাধ্যমে উক্ত দিনের মধ্যে।
- আবেদন করার পর একটি রেজিস্ট্রেশন নাম্বার সহ একটি ফ্রম আসবে।
- সেটি প্রিন্ট আউট বের করে রাখতে হবে। ফ্রমটি সঠিকভাবে পূরণ করতে হবে।
- যে রেজিষ্টেশন নম্বর দেওয়া হবে সেটা যত্ন করে রাখতে হবে পরিবর্তী রেফারেন্সের জন্য কাজে লাগবে। যেমন অ্যাডমিট কার্ডের জন্য।
- ফ্রম জমা দেওয়ার পরেও একটি কপি দেওয়া হবে আবেদনকারীকে।
- প্রার্থীর ফ্রম ফিলাপ করার সময় যদি অসম্পূর্ণ থাকে জেলা আধিকারিক সেটা বাতিল করতে পারে।
- প্রত্যেক পরীক্ষার্থী যে কোনো একটি বিষয়ের ওপর আবেদন করতে পারবে।
- পরীক্ষার আগেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে রাখতে হবে।
- পরীক্ষার দিন ওই অ্যাডমিট কার্ডের কপি, দুটি পাসপোর্ট সাইজের ফটো, আইডেন্টটিটি প্রুফ আনতে হবে। এগুলো ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবেনা।
- পরীক্ষার্থী নিজের সাথে কোনো ফোন, ল্যাপটপ, রাখতে পারবেনা।
ঘোষিত হল মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার সময়সূচি ও অ্যাডমিড কার্ড সংক্রান্ত তথ্য।
আবেদনের সময়সীমা
এই একলব্য মডেল আবাসিক স্কুলের শিক্ষক নিয়োগ তথা Teacher Recruitment এর আবেদনের সময়সীমা 13/01/2024 থেকে 29/01/22024 পর্যন্ত। অর্থাৎ আবেদন করার শেষদিন 29 তারিখ। তাই যারা আবেদন করতে ইচ্ছুক নির্দিষ্ট দিনের আগেই আবেদন প্রক্রিয়া সেরে ফেলুন। এমন আরও গুরত্বপূর্ণ চাকরির আপডেট পেতে নিয়মিত চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.