TET Scam – নিয়োগ দূর্নীতি কান্ডে নয়া মোড়! 50 জন প্রাথমিক শিক্ষককে তলব করলো CBI.

TET Scam – ডাকা হবে 344 জনকে, জানুন বিস্তারিত।

নতুন করে ৫০ জন শিক্ষককে (TET Scam) তলব করল সিবিআই! জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রাক্তন চেয়ারম্যান মানিক বন্দ্যোপাধ্যায়-কেও! এবার কি তাহলে চাকরি যেতে চলেছে এই শিক্ষকদের? ২৩ দিনের মধ্যে কীভাবে জেলায় শূন্য পদ তৈরি হয়ে গেল? এই সম্পর্কে জেনে নিন বিস্তারিত।

Advertisement

দীর্ঘদিন ধরে চলে আসছে শিক্ষক নিয়োগ (TET Scam) দুর্নীতি মামলা। এই সময়কালে বেশ কিছু ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার পোস্টিং দুর্নীতি মামলায় এসেছে নতুন দিক। সিবিআই -এর তরফ থেকে তলব করা হয়েছে ৫০ জন শিক্ষককে। সূত্র থেকে জানা যাচ্ছে, ২০২০ সালে ১৬ হাজার ৫০০ জন শিক্ষকের নিয়োগে পোস্টিং দুর্নীতি হয়েছিল। তাঁদের মধ্যে থেকেই ৫০ জনকে ডেকে পাঠানো হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। হুগলি জেলার মোট ৩০ জন আর অন্যান্য জেলা থেকে ২০ জনকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক বন্দ্যোপাধ্যায় -কেও।

Advertisement

চালু হল কেন্দ্র সরকারের নতুন এক প্রকল্প, আবেদন করলেই পাবেন নগদ 50000 টাকা।

আসলে ২০২০ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পোস্টিং এর সময় কিছু দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার কারণে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই -কে নির্দেশ দিয়েছিলেন জেলে গিয়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদ করার। এই নির্দেশ মেনেই সিবিআই আর ইডি মানিক বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদ করে। এই জিজ্ঞাসাবাদ এর পরেই ৫০ জন শিক্ষককে তলব করা হয়েছে নিজাম প্যালেসে।

প্রসঙ্গত বলে রাখি, ২০২০ সালে মোট ১৬ হাজার ৫০০ জন শিক্ষকের নিয়োগের (TET Scam) সময় পোস্টিং সংক্রান্ত দুর্নীতি হয়েছে বলে জানা যাচ্ছে। সন্দেহ করা হচ্ছে ৩৪৪ জন প্রাথমিক শিক্ষক নিজেদের জেলায় পোস্টিং নেওয়ার জন্য ঘুষ দিয়েছিলেন। আপাতত এই ৩৪৪ জন প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন মামলাকারীরা। মামলার তদন্তের সময় আরও ১৬ হাজার ৫০০ জন শিক্ষকের ওপর সন্দেহ জেগেছে। আপনাদের জানিয়ে রাখি, হুগলি, মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় শূন্য পদ না থাকার কারণে দূরবর্তী জেলায় ৩৪৪ জন শিক্ষককে পোস্টিং দেওয়া হয়েছিল।

কিন্তু হঠাৎই ২৩ দিনের মাথায় ওই ৩৪৪ জন শিক্ষক নিজের জেলায় পোস্টিং পেয়ে যান। এই নিয়েই সন্দেহ জাগছে সিবিআই আর ইডি -র মনে। মাত্র ২৩ দিনের মাথায় কিভাবে ওই সব জেলায় শূন্য পদ তৈরি হয়ে গেল? এই নিয়ে মামলা শুনানির দিন প্রশ্ন করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই দুর্নীতিকে ‘ডিজাইন করাপশন’ বলে উল্লেখ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Primary TET 2022 উত্তীর্ণদের সুখবর দিলেন WBBPE পর্ষদ সভাপতি। নিয়োগ শুরু হচ্ছে!

প্রথমদিকে ৩৪৪ জন শিক্ষকের (TET Scam) থেকে মাত্র ৫০ জন -কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও, ধাপে ধাপে বাকিদের ডাকা হবে বলে জানা যাচ্ছে। এই শিক্ষকদের শুক্রবারের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হবে। জানা হবে পোস্টিং এর সময় কিছু অনিয়ম হয়েছিল কিনা সেই সম্পর্কে। সমস্ত তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর রিপোর্ট তৈরি করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে পেশ করবে সিবিআই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button