DA News – শিক্ষকদের বকেয়া DA পাওয়ায় আশঙ্কা পঞ্চম পে কমিশনের, জানুন বিস্তারিত।
রাজ্য সরকারি কর্মচারীদের DA বৃদ্ধির দাবি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। গত জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীরা (DA News) একেরপর এক অবস্থান বিক্ষোভ, মিছিল করে চলেছেন রাজ্য সরকারের বিরুদ্ধে।
তাদের দাবি তাদেরকে কেন্দ্রের হারে DA প্রদান করতে হবে। কিন্ত রাজ্য সরকারি কর্মচারীদের এহেন দাবিতে ও একাধিক বিক্ষোভ দেখেও রাজ্য সরকারের কোনো মতের পরিবর্তন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই কথা এখন সরকারের কাছে পর্যাপ্ত টাকা নেই । কিন্ত রাজ্য সরকারি কর্মচারীদের এই অনড় দাবি তারা কিছুতেই তুলে নেবেনা যতক্ষণ না সরকার তাদের পাশে দাঁড়ায়।
পূজোর আগেই তাদের ডিএ (DA News) বাড়াতে হবে এটাই এখন দাবি ছিল। কিন্তু এই মামলা নভেম্বর মাসে সুপ্রিমকোর্টে উঠবে। নভেম্বরে শুনানি হবে। তারপর রায় ঘোষনা হবে। তাই নিরুপায় হয়ে তাদের বসে থাকা ছাড়া উপায় নেই। এদিকে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যেখানে ৪২ শতাংশ করে DA দেয় সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের অনেকটাই কম দেওয়া হয়। তাই কেন্দ্রের হারে তাদের প্রাপ্য DA বৃদ্ধির দাবিতে তাদের বিক্ষোভ চালিয়ে যাবে তারা।
SBI, PNB সহ আরও 2টি জনপ্রিয় ব্যাংকে চালু হল নতুন নিয়ম, না মানলে বাতিল হবে অ্যাকাউন্ট।
মামলা বিক্ষোভের মাঝেই মন্তব্য করলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যমলকুমার মিত্র। তাঁর বক্তব্য শুনে রাজ্য সরকারি কর্মচারীদের মাথায় আকাশ ভেঙে পরে। তার মতে শিক্ষক সংগঠনও যদি সুপ্রিম কোর্টে ডিএ মামলায় যুক্ত হয়ে যায় তাহলে তা একপ্রকার নিজের বিপদ নিজেই ডেকে আনা হচ্ছে। এই কথা বলে শিক্ষক সংগঠনকে একপ্রকার হুশিয়ারি দেন। যাতে তারা এই DA মামলায় যুক্ত না রাখে নিজেদের।
এমনকি তিনি আরও বলেছেন শিক্ষক সংগঠনের DA বন্ধ করে দেওয়া হতে পারে যদি তারা সংগ্রামী যৌথ মঞ্চের সাথে নিজেদের যুক্ত করেন ও তাদের সাথে সামিল হয়। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি জানাচ্ছেন, শিক্ষক সংগঠন যদি হঠাৎ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তাহলে রাজ্য সরকার সামান্যতম সুযোগ পেলেও চেষ্টা করবে যাতে মামলাটি দীর্ঘায়িত করা যায় বা কিভাবে মামলাকে আরও জটিল করা যায়।
কারণ যে কোনো মামলা (DA News) আগে হাইকোর্টে আপিল করতে হয় তারপর সুপ্রিমকোর্টে। শিক্ষক সংগঠন যদি হঠাৎ করে হাইকোর্ট ডিঙিয়ে সুপ্রিমকোর্টে আসে সেক্ষেত্রে শিক্ষক সংগঠনের আদৌ DA বৃদ্ধি হবে কিনা সেটা সন্দেহের তালিকায়। এহেন বক্তব্যে রাজ্য সরকারি শিক্ষক সংগঠনের মনে কিছুটা ভীতির সঞ্চার ঘটেছে। এখন দেখা যাক তারা কোন পথে এগোয়।
Written by Shampa Debnath
সোশ্যাল মিডিয়ায় আর্টিকেল, ভিডিও বা রিল বানাতে পারলে সরকারি চাকরি দিচ্ছে কেন্দ্র।