গরমের তীব্রতা বাড়ছে। আর তার মাঝেই চলছে গরমের ছুটি। শিক্ষার্থীদের কথা চিন্তা করে দীর্ঘ গরমের ছুটির (Summer Vacation) ঘোষণা করেছে দরকার। এই ছুটি চলবে আগামী ২ জুন পর্যন্ত। তারপর আবার খুলে যাবে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। এরই মাঝে প্রকাশ্যে এলো শিক্ষা দপ্তরের নতুন বিজ্ঞপ্তি। জেনে নিন তাহলে গরমের ছুটি কতদিন থাকছে।
Summer Vacation Notice For WB
মার্চ থেকে গরমের রেশ চলছিল। যে হারে গরম বেড়েছে তাতে ছুটি দেওয়ার প্রয়োজনীয়তা ছিল সরকারের (WB Government). ছাত্র-ছাত্রীরা ও অভিভাবকেরা দ্রুত গরমের ছুটি পড়ুক এটাই চাইছিলেন। তবে স্কুলে স্কুলে পরীক্ষা চলায় ছুটি মাসের শেষেই পড়ে। এই পরিস্থিতিতে ছুটি বর্ধিত হবে এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু আসলে ছুটি নিয়ে নতুন করে এক বিজ্ঞপ্তি জারি করল সরকার। গরমের ছুটি নিয়ে নতুন খবর জেনে নিন।
গরমের ছুটি কতদিন পর্যন্ত থাকছে?
রাজ্যের সরকার ছাত্র-ছাত্রীদের ছুটি নিয়ে আগেই জানিয়েছিল। গরমের পরিস্থিতি বিবেচনা করে সে ছুটি বাড়ানো হবে বলে খবর মেলে। কিন্তু প্রধান কথা হল, বাইরে গরমের তেজ থাকলেও জুনের শুরুর দিকে স্কুল খুলে যাচ্ছে বলে খবর মিলল। সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুল গুলিতে ঠিক কত দিন পর্যন্ত গরমের ছুটি থাকবে, শেষ পর্যন্ত সেটা ঘোষণা করেই দিল স্কুলশিক্ষা দফতর। যা জানানো হয়েছে, আগামী ৩১ মে পর্যন্ত গরমের ছুটি থাকবে স্কুল গুলিতে। আবার ২ জুন থেকে স্কুলে যাবে পড়ুয়ারা।
গরমের ছুটি নিয়ে নতুন সরকারি সিদ্ধান্ত
রাজ্যের গরমের ছুটি প্রসঙ্গে এপ্রিল মাসের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন, ৩০ এপ্রিল থেকে বাংলার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে পড়ে যাচ্ছে গরমের ছুটি। যেহেতু গরম অত্যাধিক বেড়েছিল তাই পড়ুয়া ও শিক্ষক দের কথা ভেবে এই সিদ্ধান্তটি নেওয়া হয়। তবে তখন জানানো হয়নি ঠিক কত দিন পর্যন্ত স্কুল গুলিতে গরমের ছুটি চলবে। মুখ্যমন্ত্রী বা স্কুলশিক্ষা দফতর সে বিষয়ে জানাননি। তবে এখন ২ জুন থেকে স্কুল খোলার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। আর এরপর এখনো পর্যন্ত নতুন করে ছুটি বর্ধিত করার কোনো নির্দেশ নেই। তাই ২ জুন স্কুল খুলছে সেটাই ধরে নিতে হবে।
আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠানে ৫১ দিনের সবচেয়ে দীর্ঘ গরমের ছুটি ঘোষণা। তবে বাড়ি বসে প্রজেক্ট করতে হবে
গরমের ছুটি বাড়লে পড়াশোনার ক্ষতি!
গরমের ছুটি বর্ধিত করার প্রসঙ্গে শিক্ষকদের একাংশের উদ্বেগ ছিল, যদি অনির্দিষ্ট কাল স্কুল বন্ধ থাকে, তাহলে পড়ুয়াদের পঠনপাঠনের ক্ষতি হতে পারে। বিশেষ করে পরের বছর অর্থাৎ, ২০২৬ সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে তাঁদের সিলেবাস দ্রুত শেষ করার প্রয়োজন আছে।
আগামী বছর উচ্চ মাধ্যমিকে নতুন নিয়মে ছাত্রছাত্রীদের মূল্যায়ন হবে। তৃতীয় সিমেস্টার পরীক্ষাটি হওয়ার কথা সেপ্টেম্বর মাসে। সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন শিক্ষকেরা। যদিও এর পর স্কুলশিক্ষা দফতর জানাল, আগামী ২ জুন থেকে রাজ্যের সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে ক্লাস শুরু হচ্ছে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে গরমের ছুটি বাড়ল। কতদিন বাড়তি ছুটি ঘোষণা হলো?
উপসংহার
পশ্চিমবঙ্গ সরকারের সরকারি স্কুলের ক্যালেন্ডার বলছে, আসলে স্কুলগুলিতে গরমের ছুটি পড়ার কথা ছিল ১২ মে থেকে। ছুটি শেষ হয়ে স্কুল খোলার কথা ছিল ২৩ মে নাগাদ। যদিও সেই নিয়ে লিখিত ভাবে তখন কিছু ঘোষণা করা হয়নি। এখন সরকার বলছে ২ জুন স্কুল খুলে পঠনপাঠন শুরু হবে।