Primary TET – প্রাইমারী টেট নিয়ে নতুন রায়। শুধু BEd ই নয় বাদ পড়বেন DEd ও DElEd প্রার্থীরাও। সঠিক নিয়ম জেনে নিন।

DEled ডিগ্রী থাকলেও Primary TET নিয়োগ প্রক্রিয়ায় বাদ পড়তে পারেন।

যত কান্ড Primary TET এর শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে ঘিরেই। ২০২২ সালের প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সমস্ত পদক্ষেপ চূড়ান্ত হয়ে যাওয়ার পরও সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের জন্য কাজ বন্ধ রয়েছে। আদালতের Stay Order-এর ফলে Primary TET শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি।

এই মামলা প্রসঙ্গে ইতিমধ্যেই WBBPE প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, যতদিন পর্যন্ত BEd VS DEled প্রার্থীদের এই মামলার চূড়ান্ত ফয়সালা না হবে, ততদিন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব নয়। সুতরাং এই মামলা কবে শেষ হবে তার যেমন কোনও নিশ্চয়তা নেই, আবার এই মামলার রায় যে কোন দিকে যাবে সেটাও ধারনা করা যাচ্ছে না। কারন বিষয়টি খুবই জটিল।

Primary TET নিয়ে আদালতের রায়

আর এখানেই উঠে এসেছে নতুন সমস্যা। সম্প্রতি সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিএড ডিগ্রিধারীরা (Supreme Court Verdict Primary TET BEd Degree Not Eligible for Primary Recruitment Process) আবেদন করতে পারবেন না। শুধুমাত্র ডিএড এবং ডিএল এড ডিগ্রিধারীরাই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন।

DEd ও DElEd প্রার্থীরা বাদ পড়বেন কেন?

আর এরপরেই মনে করা হচ্ছে, বহু ডি এল এড ডিগ্রিধারী প্রার্থীরাও নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ যেতে পারেন। তার কারণ, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই বহু চাকরিপ্রার্থী এমন রয়েছেন যারা একই সঙ্গে বি.এড এবং ডি এল এড ডিগ্রি নিয়েছেন, তারা অনলাইনে আবেদন পত্র পূরণ করার সময় বিএড এর নম্বর দিয়ে সম্পূর্ণ ডিটেইলস জমা দিয়েছেন।

PSC (পিএসসি)

এর পিছনে আবার কারণ রয়েছে। সেটি হল, এই সমস্ত চাকরিপ্রার্থীরা ডি এল এডের তুলনায় বিএড পরীক্ষায় নম্বর বেশি পেয়েছিলেন। আর সেই কারণেই তারা আবেদন জমা দেওয়ার সময় BEd- এর নম্বর দাখিল করেছেন। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিএড প্রশিক্ষিতরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন না। ফলে এই সমস্ত চাকরিপ্রার্থীরা যারা একইসঙ্গে ডি এল এড এবং বি.এড করেছেন অথচ বিএড এর নম্বর দিয়ে ডিটেলস জমা দিয়েছেন, তারা বাদ পড়তে পারেন।

আরও পড়তে ক্লিক করুন, BEd প্রার্থীদের ও সুযোগ দেওয়া হবে? কি বললো সরকার?

WBBPE পর্ষদের সিদ্ধান্ত

তবে এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ফলে এক্ষুনি কোনো সিদ্ধান্ত নেয়নি পর্ষদ। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিএড প্রশিক্ষিতরা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। এবার ডিএলএড এবং বি এড একই সঙ্গে নেওয়া ডিগ্রীধারীদের জন্য পর্ষদের তরফে কি সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক অঙ্গনওয়াড়ী কর্মী নিয়োগ, বিজ্ঞপ্তি পেতে ক্লিক করুন।

WBBPE Primary TET নিয়ে খুব শীঘ্রই আপডেট দেওয়া হবে, বাংলার চোখ ফলো করুন। আর এই বিষয়ে আপনার মন্তব্য নিচে কমেন্ট করে জানাতে পারেন। আপনার কি মনে হয় DEd ও DElEd প্রার্থীরাই শুধু প্রাইমারী টেট এ বসবেন? নাকি BEd দের ও সুযোগ দেওয়া উচিত? নিচে মন্তব্য জানাবেন।

Related Articles

4 Comments

  1. আগে BED দের কে সুযোগ দিয়া দরকার কেন আগে BED রা অনেক দিন ধরে অপেক্ষা করছে তাই আমার হিসাবে বলে এই ছেলে মেয়েদের কে একটু তাকিয়ে দেখুন ওনাদের কতো আসা তাই আর না ভেবে তারা তারি চাকরি ছাড়ুন

  2. প্রাথমিকে কেবল মাত্র DEd ও DElEd দের ই নিয়োগ করা উচিৎ।

    1. প্রাথমিকে কেবলমাত্র DEd ও DElEd প্রশিক্ষণপ্রাপ্তদের সুযোগ দেওয়া উচিত।

  3. Primary student der boka kore rakhar jonnyoi supreme court ei order deyeche. Supreme court chaiche wb te beshi kre chele meye goru r chagol hok.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button