Primary TET Exam – প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে বড় আপডেট, সকল পরীক্ষার্থীরা আজই জানুন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ বা Primary TET Exam নিয়ে একরাশ অভিযোগ, দুর্নীতির মধ্যেই আরেকবার টেট পরীক্ষা হতে চলেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) কথা অনুযায়ী টেট পরীক্ষা প্রত্যেক বছরেই হবে কিন্তু তার সাথে নিয়োগের কোনো সম্পর্ক নেই। এদিকে রাজ্যের চাকরির বেহাল অবস্থাতে পরীক্ষার কথা শুনলে অনেক আশা নিয়ে বেকার যুবক যুবতীরা পরীক্ষা দিতে চায়। তেমনি এবছর টেট হবার কথা ছিলো ১০ই ডিসেম্বর।

Advertisement

Primary TET Exam 2023.

অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কথাও বলা হয়েছিল পর্ষদ থেকে। প্রত্যেক পরীক্ষার্থীদের প্রস্তুতি ছিলো একদম তুঙ্গে। কিন্তু হঠাৎ পর্ষদ থেকে পরীক্ষার নির্ধারিত দিন পরিবর্তন করা হলো। ১০ ই ডিসেম্বর ২০২৩ এর পরিবর্তে ২৪ ডিসেম্বর ২০২৩ পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে। এছাড়া এইবার পরীক্ষার হলে আগেরবারের চেয়ে অনেক বেশি নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে এই টেট (Primary TET Exam) নিয়ে কোনো রকম দুর্নীতির অভিযোগ না উঠতে পারে।

Advertisement

আগেরবারের পরীক্ষার হলের বাইরে পরীক্ষার্থীদের বায়োমেট্রিক (Primary TET Exam) নিয়ে নেওয়া হয়েছিল। কিন্ত এইবার তার ভিন্ন ব্যাবস্থা দেখা যাবে। এইবার পরীক্ষার হলের মধ্যে পরীক্ষার্থীদের বায়োমেট্রিক নেওয়া হবে। সেই সাথে হলের মধ্যেই থাকবে সিসিটিভি ক্যামেরা (CCTV) ও মেটাল ডিটেক্টর এর ব্যাবস্থা থাকবে। সর্বমোট এইবার পরীক্ষা (Primary TET Exam) হতে চলেছে একদম স্পষ্ট নজরদারির মধ্য দিয়ে।

আর পর্ষদের (West Bengal Board Of Primary Education) করা বক্তব্য অনুযায়ী এই সমস্ত নজরদারি ব্যবস্থা নিতে গিয়েই ১০ই ডিসেম্বর পরীক্ষা বাতিল করতে হয়েছে। তার পরিবর্তে ২৪ ডিসেম্বর পরীক্ষা হবে। সেই সাথে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড (Primary TET Exam Admit Card) করে নেওয়ার কথা জানিয়েছেন পর্ষদ। তারা ফোন বা ল্যাপটপ থেকে খুব সহজেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

প্রসঙ্গত, এইবার আগের বারের তুলনায় অনেক কম পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তার কারণ সম্ভবত আগের বার ডি এল এড ও বি এড প্রশিক্ষণ প্রাপ্তরাও পরীক্ষা দিয়েছিলেন। কিন্ত এইবার পর্ষদের নিয়ম অনুযায়ী কোনো বি এল এড প্রশিক্ষণ প্রাপ্ত পরীক্ষার্থী টেট পরীক্ষায় (Primary TET Exam) বসতে পারবেন না জানিয়ে দিয়েছিলেন। শুধুমাত্র B.Ed, D.El.Ed এড ও প্রাইমারি টিচিং সংক্রান্ত কোর্স করা থাকলে পরীক্ষায় বসতে পারা যাবে।

DA Hike (বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি)

তাই আগের বছরের পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ৬ লাখের কাছাকাছি আর সেটা এইবার হয়ে দাড়িয়েছে ৩ লাখের কাছাকাছি। জেনে নেওয়া যাক অ্যাডমিট কার্ড ডাউনলোডের পদ্ধতি প্রাইমারী টেট পরীক্ষার (Primary TET Exam) অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর Teacher Eligibility Test 2023 এর ওপর প্রেস করুন।

Google এর মাধ্যমে লক্ষাধিক টাকা রোজগার করুন। এই কায়দা জানলেই হবে।

এরপর Download Primary TET Exam Admit Card অপশনে যান। তারপর আবেদনকারী পরীক্ষার্থীর জন্ম তারিখ ও রেজিস্ট্রেশন নম্বর লিখে Download এ ক্লিক করুন। তাহলেই ডাউনলোড প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর ২ কপি প্রিন্ট আউট বের করে নিন। পরীক্ষার দিন অবশ্যই এই অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে যেতে যেন ভুলবেন না। এছাড়া পরীক্ষা দিতে যাবার আগে ভালো করে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নিয়ম গুলো জেনে নিয়ে যান। আরও এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে আপডেট পেতে নিয়মিত চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.

জনগনের সুবিধার্থে MyScheme Portal চালু করলো সরকার। কোন সরকারী প্রকল্পটি আপনার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button