WBBPE Primary TET Scam – 2017 সাল থেকে চাকরি পাওয়া সমস্ত শিক্ষক বিপদে। 10 দিনের মধ্যে লিস্ট জমা করার নির্দেশ।
প্রাথমিক শিক্ষক নিয়োগ তথা WBBPE Primary TET Scam নিয়ে চাকরি প্রার্থীদের দীর্ঘদিনের লড়াই। নিয়োগের দাবি নিয়ে তার এখনো অবধি কোনো সমাধান হয়নি। একের পর এক শুনানির ডেট পড়লেও পর্ষদ নিয়োগ প্যানেল সামনে আনতে পারেননি বিচারপতির কাছে। অন্যদিকে চাকরি প্রার্থীদের মধ্যে নিয়োগ নিয়ে ধোঁয়াশা বেড়েই চলেছে। 2014 সালের টেটে উত্তীর্ণদের প্যানেল প্রকাশের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দাখের করেন চাকরি প্রার্থীদের কয়েকজন।
WBBPE Primary TET Scam Panel Submitted within 10 Days
এতবছর ধরে চলে আসা WBBPE Primary TET Scam মামলার কোনো নির্দিষ্ট ফলাফল হয়নি কারণ পর্ষদ নিয়োগ প্যানেল প্রকাশ করতে সময়ের পর সময় নিয়েছেন কিন্তু এবার সেই মামলাতেই নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মাত্র 10 দিনের মধ্যে নিয়োগ প্যানেল কোর্টে হাজির করতে হবে।
বুধবার কলকাতা হাইকোর্টে 2014 সালের প্রাথমিকের 42,949 প্রার্থীর প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আগামী 15th জানুয়ারি পরবর্তী শুনানি রয়েছে। সেইদিনই প্রকাশ করতে হবে প্যানেল। প্রসঙ্গত, 2014 সালে প্রায় 1 লক্ষ 25 হাজার প্রার্থী টেট পাশ করেছিলেন। 2016 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ 42,949 জনকে নিয়োগ করেন। কিন্ত ওই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অসংগতি রয়েছে বলে অভিযোগ করেন কিছু চাকরি প্রার্থী। সেই অনুযায়ী 2022 সালে হাই কোর্টে মামলা করেন প্রিয়াঙ্কা নস্কর সহ 140 জন চাকরিপ্রার্থী (WBBPE Primary TET Scam).
তারা হাইকোর্টে এই অভিযোগ জানায় যে নিয়োগ পাওয়া চাকরি প্রার্থীদের 42,949 জনের মধ্যে 32,000 জন প্রার্থী প্রশিক্ষণ নেয়নি। প্রশিক্ষণ না নিয়েই তারা নিয়োগ পেয়েছেন। তাছাড়া নিয়োগ সংক্রান্ত অনেক অনিয়ম রয়েছে। কারণ সঠিকভাবে ইন্টারভিউ নেওয়া হয়নি। সবমিলিয়ে একটা নিয়োগ সংক্রান্ত অসংগতি দেখা দেওয়ায় মামলার সুবিধার্তে বিচারপতি গঙ্গোপাধ্যায় কয়েক জন পরীক্ষার্থী এবং পরীক্ষক যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদের বয়ান রেকর্ড করেন।
এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই অভিযোগের (WBBPE Primary TET Scam) সত্যতা বিচার করেই গত 12th মে রায় দেন তার ফলে রাজ্যের 32,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায়। এছাড়া আরও জানান তিনি পরবর্তী চার মাস ওই 32,000 শিক্ষক পার্শ্বশিক্ষকের বেতন পাবেন। আর তারা শিক্ষকের বেতন পাবেন না। এছাড়াও তিন মাসের মধ্যে পর্ষদকে নতুন করে নিয়োগ নিতে হবে।
টেট পরীক্ষার নিয়মাবলী প্রকাশ। জলের বোতল, শাখা পলা নিয়ে প্রবেশ নিষেধ। সম্পূর্ণ নিয়ম জেনে নিন।
এই WBBPE Primary TET Scam এর নিয়োগ প্রক্রিয়ায় ওই 32,000 চাকরিহারা প্রার্থী আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। তবে রায় দেওয়ার ফলে 32,000 শিক্ষকের সাথে 2014 সালের টেট উত্তীর্ণরা এই নিয়োগ প্রক্রিয়া অংশ নেওয়ার একটি পথ খুলে যায়। বিচারপতির রায় অনুযায়ী প্রায় এক লক্ষের বেশি প্রার্থীকে নিয়ে পর্ষদ আবার নিয়োগ প্রক্রিয়া চালানোর জন্য তৎপর হন।
তবে এখানেই থেমে থাকেনি পর্ষদ। তারা বিচারপতির রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ এবং চাকরিহারাদের একাংশ। সেই ডিভিশন বেঞ্চ গত 19th মে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যে 32,000 জন চাকরি প্রাথীদের চাকরি বাতিলের (WBBPE Primary TET Scam) উপর স্থগিতাদেশ দিয়ে দেন। সেই সময়ের মতন চাকরি বাতিল আটকে যায়।
ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। তবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশ নিতে পারবেন। তাতে সফল হলে চাকরি বাতিল হবেনা। এরই মধ্যে টেট উত্তীর্ণদের প্যানেল প্রকাশের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে আলাদা একটি মামলা করেন মৌটুসি রায় সহ কয়েক জন চাকরীপ্রার্থী। মৌটুসিদের দাবি ছিল নিয়োগ লিস্ট স্পষ্ট না থাকায় তাদের নিয়োগ হয়নি।
কিন্ত তারাও যোগ্য এই দাবি তুলে মামলা করেন। এছাড়া নতুন মেধা তালিকা প্রকাশ করার আর্জি জানান। এই পরিস্থিতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্ষদকে নির্দেশ দিয়েছেন আগামী 10 দিনের মধ্যে 42,949 চাকরি প্রাপকের প্যানেল প্রকাশ করতে হবে। তবে পর্ষদ বারবার জানায় আদালতের নির্দেশ অনুযায়ী আগেই প্যানেল প্রকাশ হয়েছে। তবে বিচারপতি পর্ষদের বক্তব্যে সিলমোহর দেয়নি বরং পর্ষদের ওই বক্তব্য অনুযায়ী তিনি আদেশ দেন আগামী 10 দিনের মধ্যে প্রকাশিত প্যানেলের ‘হার্ড এবং সফ্ট কপি’ আদালতে জমা দিতে হবে।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধরা পড়লো বড় নাম। তোলপাড় রাজ্য রাজনীতি।
সেইসাথে প্যানেলে স্থান পাওয়া টেট উত্তীর্ণদের নাম, জেলা, স্পষ্ট ভাবে বিষয়ভিত্তিক নম্বর যেন প্রকাশ করা হয়। বিচারপতির নির্দেশ পর্ষদ কিছুটা নড়ে চড়ে বসে। আগামী 15th জানুয়ারি পরিবর্তী শুনানির ডেট। দেখার বিষয় পর্ষদ প্যানেল প্রকাশের পর কোনদিকে মোড় নেয় টেট পাশ চাকরি প্রার্থীদের ভবিষ্যত।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য আপাদের সাথে থাকুন, এবং আমাদের পেজটি ফলো করুন।
Written by Shampa Debnath.