পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে মাধ্যমিক একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা (Madhyamik Exam) হিসেবে বিবেচিত। প্রতিবছর প্রচুর ছাত্র-ছাত্রী মাধ্যমিকের জন্য তৈরি হন। জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে চাপা টেনশন থাকেই। এরই মধ্যে, নিত্যনতুন নিয়ম জারি করে পর্ষদ। গত বছর থেকে সেমিস্টার সিস্টেমে হয়ে গিয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। তবে কি এবার মাধ্যমিকের পালা? আগামী বছরের মাধ্যমিক নিয়ে নয়া নির্দেশ জারি করল পর্ষদ (WBBSC).
Madhyamik Exam 2026
প্রতিবছরের মতো আগামী বছরেও লাখ লাখ ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam) বসবেন। যারা আগামী বছরের পরীক্ষায় বসতে চলেছেন, তাঁদের জন্য জারি হয়েছে নতুন নিয়ম। আগামী বছর অর্থাত্ ২০২৬ এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। যা জানা যাচ্ছে, এবার রেজিস্ট্রেশনের সময়ে জমা দেওয়া তথ্য যাচাই করার সুযোগ পাবেন পড়ুয়ারা।
মধ্যশিক্ষা পর্ষদ (WBBSC) মাধ্যমিক পরীক্ষার্থীদের (Madhyamik Exam) জন্য চালু করেছে নতুন পোর্টাল। আর পোর্টালটি (https://students.wbbsedata.com). ১৮ই সেপ্টেম্বর ২০২৫ থেকে ২৫শে সেপ্টেম্বর ২০২৫ খোলা থাকবে পোর্টালটি। এই পোর্টালে বিশেষ সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীরা। এমনই জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSC).
রেজিস্ট্রেশনে ভুল হলে সংশোধনের সুযোগ!
অনেক সময়ই দেখা যায় পরীক্ষার রেজিস্ট্রেশন করার সময় ভুল ভ্রান্তি ধরা পড়ে। তখন সেগুলি ঠিক করার অবকাশ পাওয়া যায় না। কিন্তু এবছর অর্থাত্ ২০২৫ সালে রেজিস্টেশনে ভুল সংশোধন করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আর তার জন্য স্কুলগুলিকে পাঁচবার সুযোগ দেওয়া হয়েছে। যা খবর মিলেছে, আগামী বছর অর্থাত্ ২০২৬ সালে মাধ্যমিকের আগে আর কোনও ঝুঁকি নিতে নারাজ পর্ষদ।
আরও পড়ুন: ছাত্রছাত্রীরা পাবেন কড়কড়ে 48,000 টাকা। ওবিসি স্কলারশিপে আবেদন পদ্ধতি জেনে নিন
নতুন পোর্টালে কী সুবিধা পাবেন?
মাধ্যমিক পরীক্ষা 2026 এর পরীক্ষার্থীদের জন্য চালু হচ্ছে পোর্টাল। যদি মাধ্যমিকের রেজিস্ট্রেশনে ভুল বা অসঙ্গতি ধরা পড়ে, সেক্ষেত্রে পোর্টালের মাধ্যমে অনলাইনে পড়ুয়ারা আবেদন করতে পারবেন। এই পোর্টালে যখন কোনও আবেদন জমা পড়বে, তখন সেটি স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট স্কুলের ড্যাশবোর্ডে পৌঁছে যাবে। এরপর প্রমাণ সংগ্রহ করে স্কুল পর্ষদে (WBBSC) জমা দেবে। আর সঙ্গে নির্দিষ্ট ফিও জমা দিতে হবে। আর এই পদ্ধতির দ্বারা ছাত্রছাত্রীদের সুবিধা হবে বলেই ধারণা করা হচ্ছে।
উপসংহার
পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষা হল মাধ্যমিক। আর মাধ্যমিক পরীক্ষার আগে রেজিস্ট্রেশন করার নিয়ম আছে। কিন্তু গত বছর মাধ্যমিক শুরু হওয়ার মাত্র দুইদিন আগেও আদালতের নির্দেশে জরিমানা দিয়ে বহু পড়ুয়ার রেজিস্ট্রেশনের ভুল ত্রুটি সংশোধন করতে হয়েছে স্কুলগুলিকে। তবে এবার অনলাইন মাধ্যমে এই প্রক্রিয়ার জটিলতাকে অনেকটাই কমানো হয়েছে। এখনও পর্যন্ত মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম চালু হবে নাকি সেই বিষয়ে কোনো খবর নেই। এখন দেখা যাক আগামী দিনে কি সিদ্ধান্ত নেয় পর্ষদ।