Madhyamik Exam 2024 – এইবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে পর্ষদের বড় সিদ্ধান্ত। পড়ুয়া ও শিক্ষকেরা জানুন।
দেখতে দেখতে এসেই গেলো মাধ্যমিক পরীক্ষা বা Madhyamik Exam. আর স্কুল জীবনের প্রথম সবচেয়ে বড়ো পরীক্ষা হলো এই মাধ্যমিক পরীক্ষা। অনেক আশা ও স্বপ্ন সেই সাথে একটু ভয় কাজ করে এই পরীক্ষাকে ঘিরে। মাধ্যমিক পরীক্ষা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) প্রতি বছর কিছু না কিছু নতুন নিয়ম নিয়ে আসেন। এবারও কিছু নিয়ম আনলেন। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২রা ফেব্রুয়ারি ২০২৪ আর পরীক্ষা শেষ হবে ১২ই ফেব্রুয়ারি ২০২৪।
Madhyamik Exam 2024 Latest Update.
ইতিমধ্যেই পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন মাধ্যমিক পড়ুয়ারা। টেস্ট পেপার (Madhyamik Test Paper) সলভ থেকে রিভিশন একবারে তোড়জোড় চলছে পড়াশুনায়। এই পরীক্ষাই তো জীবনের সিড়ি তৈরি করার প্রথম ধাপ। তবে দেখে নেওয়া যাক মধ্যশিক্ষা পর্ষদ নতুন কি আপডেট আনল? আগের বছর মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam) কিছুটা সমস্যার মধ্যে পড়েছিল পরীক্ষার্থীরা।
অঙ্ক পরীক্ষার গ্রাফ পেপার ও ভূগোল পরীক্ষার ম্যাপ সময়ের মধ্যে পরীক্ষার হলে এসে পৌঁছায়নি। ফলে পরীক্ষার্থীদের মধ্যে একটা চাপা টেনশন কাজ করতে থাকে। এই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদকে (West Bengal Board Of Secondary Education) অনেক কথার মধ্যে পড়তে হয়। এইবার আগের থেকেই তাই আগাম নজরদারি ও ব্যবস্থা নিয়ে রাখছেন মধ্যশিক্ষা পর্ষদ।
এইবার Madhyamik Exam এর অঙ্ক প্রশ্ন পত্রের সাথেই গ্রাফ পেপার যুক্ত থাকবে এবং ভূগোল প্রশ্ন পত্রের সাথেই ম্যাপ পেপার যুক্ত থাকবে। পরীক্ষার্থীদের হলের মধ্যেই প্রশ্নপত্র থেকে সেই গ্রাফ পেপার ও ম্যাপ পেপার ছিঁড়ে নিয়ে উত্তর দিতে হবে। যাতে আর কোনো বিষয়ে কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় ছাত্রছাত্রীদের। তার জন্য এইবার আর আলাদা ভাবে প্রশ্ন আর আলাদা গ্রাফ ও ম্যাপ পেপার থাকবেনা। এক সাথেই যুক্ত থাকবে প্রশ্ন পত্রের।
পরীক্ষার্থীদের প্রশ্ন নিয়ে কোনো রকম উদ্বেগ যাতে না হয় সেই জন্য এইবার Madhyamik Exam 2024 এমনই পদক্ষেপ নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। আর এই সিদ্ধান্ত শোনার পরে সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা হাফ ছেড়ে বাছল বলেই মনে করছেন অনেকে। কারন অনেক সময় দেখা যেত যে এই Madhyamik Exam গ্রাফ পেপার ছিঁড়ে যেত বা কোন না কোন কারনের জন্য হারিয় যেত।
আর এই কারণের জন্য অনেক সময় পরীক্ষার্থীরা নিজেদের থেকে পাওয়া ন্যায্য নম্বর পেতেন না!! আর এই জন্য কিছু সামান্য নম্বরের জন্য সকলের ভবিষ্যতে নতুন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় অথবা কোন চাকরির ক্ষেত্রে অনেক ধরনের সমস্যায় পড়তে হত। কন্তু এই নতুন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। Madhyamik Exam বা মাধ্যমিক পরীক্ষা এই বছরে কারা কারা দিচ্ছেন নিচে কমেন্ট করে অবসসই জানাবেন।
Written by Shampa Debnath.
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা! কি কি পরীক্ষায় আসবে?