Madhyamik Pariksha – 100% সাফল্য পেতে মাধ্যমিকের এই পাঠ্যপুস্তক ও সহায়িকা বই গুলোর নাম একঝলকে দেখে নিন।

স্কুলজীবনের গণ্ডির মধ্যে সবচেয়ে বড়ো পরীক্ষা হলো Madhyamik Pariksha. প্রত্যেকটা ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের মনেও আশা থাকে এই পরীক্ষা নিয়ে। মাধ্যমিক পরবর্তী কোনো পড়াশুনার ক্ষেত্রে কিংবা চাকরির পরীক্ষায় মাধ্যমিকের প্রাপ্ত নম্বর খুবই প্রয়োজনীয়। এই নাম্বারই সুনির্দিষ্ট করে সেই ছাত্র ছাত্রীর বেসিক মাপকাঠি। তাই মাধ্যমিকে ভালো নম্বর পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সেক্ষেত্রে মাধ্যমিকের নাম্বার ভালো কিভাবে হবে? কোনো বইগুলো পড়লে বেশি নাম্বার উঠবে? কিংবা কোন বইতে বিষয়বস্তু ভালো করে বুঝিয়ে দেওয়া থাকে?

WBBSE Madhyamik Pariksha Book List 2024

সেটা একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ায় ছাত্র ছাত্রীদের কাছে। জীবনের বড়ো পরীক্ষাগুলো ছাত্রী নবম শ্রেণী উত্তীর্ণ হয়ে দশম শ্রেণীতে ভর্তি হতে চলেছে অর্থাৎ মাধ্যমিক দেবে সেই সকল ছাত্র-ছাত্রী কোন বই পড়লে বেশি লাভবান হবেন অর্থাৎ কোন বই পড়লে মাধ্যমিকে খুব ভালো নাম্বার পাবে এবং কোন বই ছাত্রছাত্রীদের পড়তে সুবিধা হবে। বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

Madhyamik Pariksha যেহেতু অনেকগুলো বিষয় থাকে। আর এই বোর্ডের পরীক্ষায় কোন প্রশ্ন কিভাবে দেবে সেটা সম্পূর্ণ অজানা। যেহেতু স্কুল টিচার সাজেশন দিলেও সেভাবে বলা মুশকিল হয় কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট। বইটি সম্পূর্ণ ভালো করে খুঁটিয়ে পড়াটাই বেশি দরকার।

এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে একটি পাঠ্য বইয়ের মধ্যে কোনো একটি অধ্যায় সবদিক দিয়ে বিষয়বস্তু আলোচ্য নাও থাকতে পারে তাই একটি বইয়ের তুলনায় একের বেশি পড়লে বইয়ের কোন টপিক সমন্ধে আরও বেশি জ্ঞান অর্জন হবে। এছাড়াও ছাত্র-ছাত্রীরা যদি পাঠ্য বইয়ের পাশাপাশি সহায়িকা বই ফলো করে তাহলে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হবে।

এছাড়া আরেকটি দিকেও খেয়াল রাখা উচিত একই লেখকের পাঠ্য ও সহায়িকা বই না কিনে দুটি ভিন্ন লেখকের বই কেনা উচিত। তাহলে লেখার মান, স্টাইল , বিষয় বস্তু সম্পর্কিত তথ্য কিছুটা আলাদা হবে। সেরা কিছু পাঠ্য বই ও সহায়িকা বইএর নাম তুলে ধরা হলো

  • বাংলা
  • ইংরেজি
  • গনিত
  • ইতিহাস
  • ভূগোল
  • জীববিজ্ঞান
  • ভৌতবিজ্ঞান

বাংলা

মাধ্যমিক পরীক্ষা তথা Madhyamik Pariksha এর বাংলা বিষয়ের পাঠ্য বই বিদ্যালয় থেকে দেওয়া হয়। তাই বাংলা বিষয়ের সবচেয়ে জনপ্রিয় সহায়িকা বইগুলি হল-

  • মাধ্যমিক বাংলা সহায়িকা (সাঁতরা পাবলিকেশন)।
  • সরল বাংলা সহায়িকা (মৌলিক লাইব্রেরী)।

এই সমস্ত বাংলা বই ছাড়াও বাংলা ব্যাকরনের জন্য সবচেয়ে সেরা বই হল-

  • সিরাজুল ইসলাম (আশা বুক এজেন্সি)
  • পি আচার্য – রায় ও মার্টিন (বিচিত্রা প্রকাশনী)
  • কালিপদ চৌধুরী (বানী সংসদ)

ইংরেজি

মাধ্যমিকের ইংরেজি বইটিও বিদ্যালয় থেকে দেওয়া হয়। মাধ্যমিক পরীক্ষা তথা Madhyamik Pariksha প্রস্তুতির জন্য সেরা ইংরেজি সহায়িকা বই হল-

  • রায় & মার্টিন ইংরেজি সহায়িকা
  • ছায়া প্রকাশনীর ইংলিশ টিউটর
  • সরল মাধ্যমিক ডাইজেস্ট (মৌলিক লাইব্রেরী)

এছাড়াও ইংরেজি গ্রামার প্রস্তুতির জন্য সেরা বইগুলি হল-

  • হাইলাইটস অফ ইংলিশ (দে বুক কনসার্ট)।
  • ডি পি ভট্টাচার্য (নিউ লাইট)

গনিত

মাধ্যমিকের বা Madhyamik Pariksha এর গণিত বইটি রাজ্য সরকারের তরফ থেকে ছাত্রছাত্রীদের বিনামূল্যে দেওয়া হয়। গণিতের জন্য কোনো সহায়িকা বই না কিনে গণিত ভালো করে প্র্যাকটিস করাটাই ভালো। অঙ্ক প্র্যাকটিসের ওপরেই ভালো নম্বর নির্ভর করে।

মাধ্যমিক পরীক্ষায় পাস ফেলের নম্বর কত? পরীক্ষার আগে জেনে নিন।

ইতিহাস

মাধ্যমিকের (Madhyamik Pariksha) জন্য সেরা ইতিহাসের পাঠ্য বই এবং সেরা সহায়িকা বইগুলি হল। পাঠ্য বই সহায়িকা বই-

  • এ কে এম শারিফুজামান, (প্রান্তিক প্রকাশনী)
  • সরল ইতিহাস সহায়িকা (মৌলিক লাইব্রেরী)
  • শচীন্দ্রনাথ মন্ডল (দীপ প্রকাশন)
  • মানস ভট্টাচার্য (বাণী সংসদ)
  • জীবন মুখোপাধ্যায় (নবভারতী প্রকাশনী)
  • সমর কুমার মল্লিক ও প্রশান্ত দত্ত (আই পি)

ভূগোল

মাধ্যমিকের ভূগোল বিষয়ের সেরা পাঠ্যবই এবং সেরা সহায়িকা বইগুলো হলো। পাঠ্য বই সহায়িকা বই-

  • কানাইলাল মন্ডল (বাণী সংসদ)
  • অধ্যাপিকা দিপালী কুন্ডু – (বুক ইন্ডিয়া)
  • রনজিত গরাং (প্রান্তিক)
  • মাধ্যমিক ভূগোল অল্টারনেটিভ (শুভঙ্কর পাল)
  • সমরেন্দ্রনাথ মোদক (বিবি কুন্ডু)
  • অনুজবরণ সরকার (ওরিয়েন্টাল)
  • হাজরা ও হাজরা (বুক ইন্ডিয়া)
Madhyamik Suggestion 2024 (মাধ্যমিক সাজেশন ২০২৪)

জীববিজ্ঞান

দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের সেরা পাঠ্যবই এবং সেরা সহায়িকা বইগুলি হলো। পাঠ্য বই সহায়িকা বই-

  • দুলাল চন্দ্র সাঁতরা (সাঁতরা পাবলিকেশন)
  • শুভ্রনীল চক্রবর্তী (ছায়া প্রকাশনী)
  • সাঁতরা ও বসু (প্রান্তিক)

ভৌতবিজ্ঞান

মাধ্যমিকের ভৌত বিজ্ঞানের পাঠ্য বই ও সহায়িকা বইগুলো হলো। পাঠ্য বই সহায়িকা বই-

  • ছায়া প্রকাশনী
  • সাঁতারা সাঁতারা
  • ভূইয়া ও সাহা (প্রান্তিক)
  • রায় ও মার্টিন
  • ধনঞ্জয় সরকার ও ঘোষ (ভট্টাচার্য ব্রাদার্স)
  • অভিনব পাবলিকেশন

মাধ্যমিক পরীক্ষার নয়া সিদ্ধান্ত জারি! কী নির্দেশ দিলেন মধ্যশিক্ষা পর্ষদ?

এখানে অনেকগুলো বইএর নাম দেওয়া হয়েছে। আপনাদের ইচ্ছেমতন বই দেখে বুঝে কিনতে পারেন। তবে যে সমস্ত পাঠ্য ও সহায়িকা বই গুলোর নাম দেওয়া হলো সেগুলো পড়লেই ভালো ফল হবে আর না পড়লে ভালো ফল হবেনা এমনটাও কিন্তু নয়। ভালো ফলের জন্য সবচেয়ে আগে দরকার মন দিয়ে ভালো করে সম্পূর্ণ বইটি খুঁটিয়ে পড়া।

আর বারবার রিভিশন দেওয়া। অঙ্কের ক্ষেত্রে ভালো করে প্র্যাকটিস করা। অন্যদিকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা বা গৃহ শিক্ষিকরা যেভাবে পড়ান বা বোঝান সেটাও মন দিয়ে ফলো করা। আর সবচেয়ে বড়ো হলো সঠিক অনুশীলন ও অধ্যাবসায়। তবেই যে বই পড়া হোক ভালো ফল আসবেই।
Written by Shampa Debnath.