WBBSE – স্কুল এর শিক্ষক দের জন্য মানবিক পদক্ষেপ নিল রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ, আগে কখনও এমনটা হয়নি।
WBBSE ঠিক কি পদক্ষেপ নিল, জানুন বিস্তারিত।
এতদিন স্কুল এর ছাত্র-ছাত্রীদের জন্য (WBBSE) নানা পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু এবার স্কুল এর শিক্ষক দের জন্য মানবিক উদ্দোগ নিল রাজ্য সরকার। দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে আগামী প্রজন্ম কে তৈরি করার কাজ করে যাচ্চে। এবার রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের মনের অবস্থার খোঁজ নিতে রাজ্যের সরকারি স্কুল গুলিতে সমীক্ষা চালাবে মধ্যশিক্ষা পর্ষদ। এবার মেপে দেখা হবে শিক্ষক–শিক্ষিকাদের মানসিক স্বাস্থ্য (Mental Health) কেমন আছে সেই বিষয়।
‘মেন্টাল ওয়েলবিয়িং অফ টিচার্স সার্ভে’–এর অধীনে এই সমীক্ষা চলবে। যা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ‘মনোদর্পণ’–এর অধীনে। জানা গিয়েছে, 2022 সালের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক (WBBSE) তরফে প্রতিটি রাজ্যের কাছে এই সমীক্ষার নির্দেশিকা পাঠানো হয়। সেই নির্দেশকে মান্যতা দিয়ে সমীক্ষা শুরু করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।
সপ্তমীর দিন থেকেই বৃষ্টির ভ্রুকুটি, অষ্টমীতে ভাসবে কলকাতা। জানুন কি বলছে আবহাওয়া দপ্তর।
সূত্র থেকে খবর পাওয়া গেছে, দুর্গাপুজোর ছুটির পরই এই সমীক্ষা শুরু হয়ে যাবে। রাজ্যের সরকারি স্কুল গুলিতে। ইতিমধ্যেই এই বিষয়ে প্রতিটি সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশিকা পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। জানা যাচ্ছে লিঙ্কের দ্বারা গুগল শিটের মাধ্যমে এই সমীক্ষা চলবে। সেই গুগল ফর্মে শিক্ষক-শিক্ষিকাদের যাবতীয় তথ্য আপলোড করতে হবে।
একবার তথ্য আপলোড করার কাজ সমাপ্ত হলে তারপর শুরু হবে সেই নিয়ে সমীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ তরফে আগামী 15ই অক্টোবরের মধ্যে স্কুলগুলিকে শিক্ষকদের যাবতীয় তথ্য আপলোড করতে নির্দেশ দেওয়া হয়েছে। তারপর সেই তথ্যের ভিত্তিতে সমীক্ষা চলবে। তারপর এই সমীক্ষা রিপোর্ট রেকর্ড করা হবে। এই সমীক্ষার মাধ্যমে একদিকে যেমন শিক্ষকদের মনের অবস্থা বোঝা যাবে তেমনই তাদের কোনও অভিযোগ, অভাব বা পরামর্শ থাকলে সেটাও তারা জানাতে পারবেন।
বহু প্রতীক্ষার পর রাজ্যে শিক্ষক নিয়োগ শুরু হয়ে গেল। মুখ্যমন্ত্রীর ছাড়পত্র।