কিছু দিন আগেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এরপর শুরু হচ্ছে WBJEE Counselling. এবছর ২০২৪ এর নির্বাচন এবং নির্বাচনের ফল প্রকাশের জন্য বিভিন্ন পরীক্ষা থেকে শুরু করে স্কুল, কলেজে ভর্তি হওয়া অনেকটাই পিছিয়ে গিয়েছে। সম্প্রতি গত ৬ জুন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল। তবে এখনো পর্যন্ত কাউন্সিলিংয়ের কোনো খবর পাওয়া যায়নি।
WBJEE Counselling Registration 2024
শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি রাজ্য জয়েন্টের কাউন্সিলিং বা WBJEE Counselling শুরু হবে। আর এই বিষয়ে ই গত শনিবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ড সে বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এদিন বোর্ডের সভাপতি সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করে দিলেন। কবে থেকে হবে দেখেনিন নিচে দেওয়া তথ্যে।
কবে থেকে জয়েন্ট এন্ট্রান্স কাউন্সেলিং শুরু হচ্ছে
তিনি জানিয়েছেন, আগামী ১০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে কাউন্সেলিং। তবে সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে অনলাইনের মাধ্যমে। আরে অনলাইন কাউন্সিলিংয়ের (WBJEE Counselling) যুক্ত হওয়ার জন্য কি করতে হবে পড়ুয়াদের, অনলাইন কাউন্সেলিং এ যুক্ত হওয়ার জন্য পড়ুয়াদের ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য যা চাওয়া হবে সেইগুলো পূরণ করতে হবে। সেইসাথে পড়ুয়াদের ৫০০ টাকা রেজিস্ট্রেশন মূল্য জমা দিতে হবে।
এই রেজিস্ট্রেশন পর্ব মেটার পর ছাত্র ছাত্রীরা র্যাঙ্ক অনুযায়ী কলেজ এবং কোর্স বেছে নিতে পারবে। প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়। এরপর ৬ জুন প্রকাশিত হয় রেজাল্ট। চলতি বছরে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ লক্ষ ১২ হাজার ৯৬৩ জন। কাউন্সেলিংয়ের পর রাজ্যের সরকার পোষিত বিশ্ববিদ্যালয়, রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ সহ মোট ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা ভর্তির সুযোগ পাবেন।
কীভাবে কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করতে হবে
১) প্রথমেই পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট তে প্রবেশ করতে হবে।
২) এরপর কাউন্সেলিং রেজিস্ট্রেশনে অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর সমস্ত বিবরণ দিয়ে ফিলাপ করতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
৪) সবশেষে আবেদন ফি জমা দিতে হবে।
কাউন্সেলিংয়ের বা WBJEE Counselling আবেদনপত্র জমা দেওয়ার পর হার্ডকপি মনে করে নিজের কাছে রেখে দেবেন না হলে পরে সমস্যা হতে পারে। প্রসঙ্গত, অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশন্স (অ্যাপাই)-এর তরফে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘প্রি-কাউন্সেলিং ফেয়ার’-এর আয়োজন শনিবার অনুষ্ঠিত করা হয়েছিল।
সেখানেই জয়েন্ট পরীক্ষার কাউন্সেলিংয়ের বা WBJEE Counselling দিন ঘোষণা করা হয়। আপনারা যারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা কাউন্সিলিং শুরু হওয়ার আগেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের এই পেজে যাতে কোনরকম দরকারি বা গুরুত্ব পূর্ণ খবর সবার আগে আপনার কাছে যায়।
Written by Shampa Debnath.