WBP Recruitment – রাজ্যে জরুরী ভিত্তিতে বিপুল সংখ্যক সিভিক ভলেন্টিয়ারদের পাকাপাকি ভাবে কনস্টেবল পদে নিয়োগ।

WBP Recruitment – কবে থেকে শুরু হবে নিয়োগের কাজ জানুন বিস্তারিত।

কিছুদিন আগেই দূর্গাপূজা উপলক্ষ্যে কিছু অস্থায়ী পুলিশ কনস্টেবল (WBP Recruitment) নিয়োগ করা হয়েছে। এরই মধ্যে আবার সিভিক ভলান্টিয়ারদের পাকাপাকি ভাবে পুলিশের চাকরির নিয়োগের প্রস্তাব দিল রাজ্য। সেইসাথে নিয়োগের বয়স বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যে দেড় লাখ সিভিক ভলান্টিয়ার রয়েছে। তারা যে সংরক্ষণের সুবিধা পান তার মেয়াদ বাড়তে পারে তার সাথে নিয়োগের বয়সসীমাও। পূজোর আগেই তাদের জন্য স্বস্তির খবর।

Advertisement

নবান্নে মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি মিটিং হয় সেখানে সিভিক ভলান্টিয়ারদের পাকাপাকি পুলিশের (WBP Recruitment) চাকরিতে নিযুক্ত করার কথা বলা হয়। আপাতত সিভিক ভলান্টিয়ারদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা পান তারা। এখন আরও ৫ শতাংশ বৃদ্ধি করা হবে বলে জানা যাচ্ছে।

Advertisement

পুজো দেখুন লাইন ছাড়াই, বিরাট সুবিধা দিচ্ছে সরকার। আগে এলে আগে পাবেন।

অর্থাৎ এখন থেকে ১৫ শতাংশ সুবিধা পাবে সংরক্ষণের ক্ষেত্রে। এছাড়াও সিভিক ভলান্টিয়ারদের পাকাপাকি ভাবে পুলিশে নিযুক্ত (WBP Recruitment) হওয়ার বয়সসীমা বাড়ানো হলো। এখন ৩০ বছর পর্যন্ত তারা এই সুবিধাটা পান। কিন্ত সেটাই আরও ৫ বছর বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়েছে।

কিছুদিন আগেই ১২০০০ কনস্টেবল নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই কথা জানান। ১২০০০ এর মধ্যে ৮৪০০ জন পুরুষ ও ৩৬০০ জন মহিলা কনস্টেবল রয়েছেন। খুব দ্রুত তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

কনস্টেবল নিয়োগের সাথে সাথেই সিভিক ভলান্টিয়ারদের পাকাপাকি পুলিশের চাকরিতে নিয়োগের বয়সসীমা বাড়ানোর প্রস্তাবও অনুমোদিত হয়ে যাবে আশা করা যাচ্ছে। সব মিলিয়ে পূজোর আগে সিভিক ভলান্টিয়ারদের মনে একরাশ খুশির উচ্ছাস দেখা যাচ্ছে।
Written by Shampa Debnath

পুজোর আগেই পশ্চিমবঙ্গের কর্মীদের বেতন ভাতা বাড়লো। ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর। কমপক্ষে 500 টাকা বাড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button