Weather Report – প্রচণ্ড তাপদাহের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর। কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির শুরু?
চৈত্র মাস সবে চলছে, এরই মধ্যে সূর্যের (Weather Report) প্রখর তাপদাহ অতীষ্ট মানুষজন। বাইরে বেড়ানো যেন বিভীষিকা মতন। বাচ্চাদের স্কুল যেতেও কষ্ট হচ্ছে তাই স্কুলগুলো এখন থেকেই মর্নিং স্কুল করে দিয়েছে। এখনই যদি এতটা তাপদাহ হয় গ্রীষ্মকালে গরমের তীব্রতা কতটা হতে পারে সেটাই ভাবার বিষয়। যদিও কিছুদিন আগেই নিম্নচাপের দরুন বৃষ্টি হয়েছিল। কিন্ত এখন কোনো বৃষ্টির দেখা নেই। মাঝেমধ্যে অপরাহ্নে ঝড় বৃষ্টি দেখা যায় কিন্ত তাতে গরমের তীব্রতা কোনো কমেনা।
Weather Report has Predicted Rain in South Bengal
জানা যাচ্ছে, শুক্রবার তাপপ্রবাহের (Weather Report) মাত্রা আরও বাড়তে পারে। ৩৮-৩৯ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার পারদ। এরপরে সেটা ৪১ থেকে ৪২ ডিগ্রি অবধি যেতে পারে। সবার মধ্যে এখনই একটা আতঙ্ক চলে এসেছে। দিনের বেলায় বাইরে বেড়ানো থেকে অব্যাহতি দিয়েছে মানুষজন। কোনো সরকারি কাজ ছাড়া কেউ বাড়ি থেকে বার হচ্ছেন না।
এই কাজ না করলে রান্নার গ্যাসের ভর্তুকি পাবেন না। বেশি দামে কিনতে হবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেই ভাসবে উত্তরবঙ্গ। আগামী বৃহস্পতিবার থেকে তিন দিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বেশি বৃষ্টি হতে (Weather Report) পারে। বাকি এলাকাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
বৃষ্টিপাতের সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ারও দেখা মিলতে পারে। প্রসঙ্গত, কয়েকদিন আগে জলপাইগুড়ির ময়নাগুড়িতে টর্নেডো দাপটে মৃত্যু হয় কমপক্ষে ৫ জনের। আহত একাধিক। তেমন ঝড় না হলেও বৃষ্টিপাতের (Weather Report) সম্ভাবনা রয়েছে বলে জানালেন হাওয়া অফিস।
তাপপ্রবাহ নিয়ে চরম সতর্কতা রাজ্যে। অস্বস্তিকর আবহাওয়া থেকে কিভাবে বাঁচবেন?
অন্যদিকে দক্ষিণবঙ্গের মানুষজন বৃষ্টির অপেক্ষায় (Weather Report) হাঁসফাঁস করছেন। এরমধ্যে তেমন টানা বৃষ্টি না হলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হবে দক্ষিণবঙ্গে। দেখা যাক স্বস্তির খবর কবে পাওয়া যায় হাওয়া অফিস থেকে। বৃষ্টি না হলে মানুষজন যেমন গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে তেমন ফসলের ক্ষতি হবে অনেক। তাই আগামী কয়েকদিন মধ্যে বৃষ্টিপাত হওয়া খুবই দরকার।
Written by Shampa Debnath.