Ayush Dispensary – গরীব মানুষের কথা ভেবে রাজ্যের প্রত্যেক জেলায় আয়ুষ ডিসপেনসারি খুলছে সরকার, ফ্রীতে মিলবে সব ঔষুধ।
Ayush Dispensary – রাজ্য সরকারের তরফে প্রত্যেক জেলায় খোলা হবে আয়ুষ ডিসপেনসারি, কবে থেকে চালু হচ্ছে জানুন।
রাজ্য সরকারের একটি বড়ো পদক্ষেপ (Ayush Dispensary) এবার যেটি সারা গ্রাম বাংলার মানুষকে অনেকটাই উপকৃত করবে। প্রত্যেক জেলায় আয়ুষ ডিসপেনসারি খোলার অভিনব পদক্ষেপ নিতে চলেছে। যার ফলে গ্রাম বাংলার মানুষদের কাছে চিকিৎসা ব্যাবস্থা অনেকটাই সহজ হয়ে উঠবে। এখনো প্রত্যন্ত গ্রামগুলোতে যেখানে মানুষদের সামান্য অসুখ হলেও শহরের হাসপাতালের জন্য অপেক্ষা করতে হতো।
আর সেখানে গেলেও মানুষের লাইনে দাড়িয়ে ডাক্তারের নিকট পৌঁছানো অনেকটাই সময়সাপেক্ষ। তাই প্রত্যেক জেলায় যদি এই ডিসপেনসারি (Ayush Dispensary) খোলা যায় এবং সেই সাথে সেখানে কিছু ফার্স্টটেড এর ব্যাবস্থা রাখা এছাড়া প্রেসার মাপানো এগুলো রাখা যায় অনেক মানুষ উপকৃত হবেন। এছাড়া এই মাধ্যমে রাজ্যে কর্মসংস্থান এর একটি সূত্রপাত ঘটবে।
গ্রাহক বাড়াতে অ্যান্ড্রয়েড ফোনের দামেই মিলবে iPhone, দিওয়ালীর আগে অবশ্যই কিনুন।
গ্রামে যদিও ওষুধের দোকান থাকে তাতে সব ওষুধ পাওয়া যায়না সেক্ষেত্রে এই ডিসপেনসারি থাকলে সবরকম ওষুধ পাওয়া যাবে। এছাড়া ন্যায্য মূল্যের চেয়ে আরও সস্তায় ওষুধ কিনতে পারবে। তাই আর প্রত্যেকটি জেলার সিএমওএইচ–কে বলা হয়েছে, আয়ুষ ডিসপেনসারি আছে এমন জায়গা খুঁজে বের করতে। ছোট স্বাস্থ্য ক্লিনিক থাকলে সেগুলোকে একটু উন্নত মানের করে সেটাকেও ডিসপেনসারি খোলা যায় সেই ব্যাবস্থা করতে। এই জন্যই রাজ্যজুড়ে ১২০টি আয়ুষ ডিসপেনসারি খোলার অভিনব পদক্ষেপ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে এই বিষয়েঃ
পরিকল্পনা অনুযায়ী, গোটা রাজ্যে ৭০টি হোমিওপ্যাথি, ৪০টি আয়ুর্বেদিক এবং ১০টি ইউনানি ডিসপেনসারি খোলা হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের মধ্যে কোন জায়গা ফাঁকা পড়ে আছে। সেই জায়গাকে ডিসপেনসারি (Ayush Dispensary) খোলার উপযুক্ত করে তুলতে হবে।
উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে রাজ্য সরকার বিশেষ ভাবনা দিয়েছেন।
সেক্ষেত্রে ১৭ ইউনিট এখানে খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মধ্যে ৯টি হোমিওপ্যাথিক, ৭টি আয়ুর্বেদিক এবং একটি ইউনানি ডিসপেনসারি (Ayush Dispensary) খোলার তালিকা তৈরি করা হয়েছে। তাছাড়া কলকাতায় ১৫টি ইউনিট খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। যার মধ্যে ১০টি হোমিওপ্যাথিক এবং ৫টি আয়ুর্বেদিক ডিসপেনসারি।
এর ফলে গ্রামের অতদূর থেকে এসে এতটা পথ অতিক্রম করে শহরে না এসে গ্রামের মধ্যে এই ডিসপেনসারি থেকে অনেক সস্তায় ঔষধ পেতে পারবেন। একটা ভরসা স্থল হিসাবে এই ডিসপেনসারি গ্রামের মানুষদের কাছে এক অভাবনীয় উপহার স্বরূপ কাজ করবে। । এমনই ভাবনা ভেবেছেন গ্রামের মানুষদের জন্য। দেখা যাক কবে থেকে এই কর্মসূচি শুরু হয়।
Written by Shampa Debnath.
বাড়ি বসে অনলাইনে সরকারি প্রজেক্টে কাজ করে প্রতিদিন 1500 টাকা রোজগারের সুযোগ দিচ্ছে ভারত সরকার।