DA Hike News – রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বড় খবর।

মহার্ঘ্য ভাতা বৃদ্ধির বা DA Hike News এর দাবিতে রাজ্য সরকারি কর্মীর সংগঠন ও রাজ্য সরকারের মধ্যে যে অসন্তোষমূলক পরিস্তিতি সৃষ্টি হয়েছে তার এখনো কোনো মীমাংসা হয়নি। বরং এর তীব্রতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।কিন্তু এবার হয়তো ভাগ্যের শিখা খুলতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের (State Government Employees) তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে, জানুয়ারিতে রাজ্য কর্মচারী সংগঠন অফ ফেডারেশনের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়েছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে।

DA Hike News For WB Government Employees.

আর সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে DA নিয়ে মন্তব্য রাখবেন বলে মনে করা হচ্ছে। তবে কি কিছু খুশির খবর পেতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা। প্রসঙ্গত, এই DA Hike News কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মীদের এক লাগাতার অবস্থান বিক্ষোভ, মিছিল ও সর্বশেষ সুপ্রিমকোর্টে (Supreme Court Of India) মামলা চলছে। যদিও শুনানির রায় বারবার পিছিয়ে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসে ফের শুনানির ডেট পড়েছে।

কেন্দ্রীয় হারে DA বাড়ানোর জন্য তাদের এই দাবিতে কিছুতেই মত দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। এই নিয়ে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী কড়া ভাষায় সরকারি কর্মীদের DA (Dearness Allowance) নিয়ে কিছু মন্তব্য রাখেন। আর তার মূল কথা ছিল DA একটা ঐচ্ছিক বিষয়, এটা বাড়ানো কোনো বাধ্যতামূলক নয়। এছাড়া কেন্দ্রীয় হারে DA Hike News কেন্দ্র করে তিনি জানান রাজ্য সরকার যে হারে ছুটি দেন তার এক শতাংশও কেন্দ্র দেয় না।

তবে রাজ্য সরকারি কর্মীদের DA Hike News মন্তব্যের পাল্টা জবাব ও খুব একটা সোজা ছিল না। সেই দিনই রাজ্য সরকারি কর্মচারি পরিষদ নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল BJP কে। এমনকি এটাও তারা বুঝিয়ে দিয়েছেন তারা আগামীতে এই সরকারকে আর চায়না। এই সংগঠনের চেয়ারম্যান মানস ভ্যুঁইয়া জানুয়ারির সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উপস্থিতি প্রসঙ্গে বলেন।

Teacher Recruitment (প্রাথমিক শিক্ষক নিয়োগ)

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী। তিনি আমাদের আদর্শ, আমাদের রক্ষাকর্তাও। আমরা চাইব তিনি এসে বার্তা দেবেন। সামনেই লোকসভা ভোট আর সেই সাথে রাজ্য সরকারি কর্মীদের আগের কথা অনুযায়ী তারা তাদের আন্দোলন আরও জোরদার করবে বলে হুশিয়ারি দিয়েছিলেন। এদিকে রাজ্য সরকারি কর্মীদের সভায় যখন মুখ্যমন্ত্রী আসছেন তখন DA Hike News নিয়েও কিছু বক্তব্য রাখবেন এমনটাই আশা করছেন সংগঠন মহল।

রেশন কার্ড বাতিল হবে গ্রাহকদের এই ছোট্ট ভুলের জন্য। সময় থাকতে সতর্ক হন।

তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এদিনই কি DA নিয়ে খুশির কোনো মন্তব্য আসতে চলেছে মুখ্যমন্ত্রীর কাছ থেকে? দেখা যাক কি হতে চলেছে? রাজ্য সরকারি কর্মী সংগঠনও একই ভাবে তাকিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে। কিন্তু DA Hike News নিয়ে এখনি কিছু মন্তব্য করা হবে না বলেই মনে করছেন অনেকে। কারন বর্তমানে এই মামলা কোর্টে বিচারাধীন রয়েছে।
Written by Shampa Debnath.

রোজগার মেলায় আরও 51000 জনকে সরকারী চাকরি দেবে। পশ্চিমবঙ্গের

Leave a Comment