আর কিছু দিনের অপেক্ষা মাত্র সরস্বতী পূজা (Saraswati Puja 2025). এক এক করে সমস্ত পূজা কাটিয়ে আসতে চলেছে সরস্বতী পুজো। এই বছরের সরস্বতীর পূজো নির্ঘণ্ট এমন ভাবে পড়েছে, যার ফলে দুইদিন সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে। এদিকে রাজ্য সরকারি কর্মীদের সরস্বতী পুজোর ছুটি কবে থাকবে? একদিন না দুইদিন সরস্বতী পূজা ছুটি দেওয়া হবে সেই ব্যাপারে বিস্তারিত তথ্য থাকছে এই প্রতিবেদনে।
পশ্চিমবঙ্গে সরস্বতী পূজার ছুটি কবে?
এই বছরের বেশ কয়েকটি পুজো পার্বণ রবিবার পড়ায় অনেকগুলো ছুটি মার গিয়েছে। এই বছর সরস্বতী পুজো পড়েছে ২ ফেব্রুয়ারি রবিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও যে সমস্ত পুজো পার্বণের ছুটি রবিবার পড়েছে, সেই সময়ে এক্সট্রা ছুটি বরাদ্দ করেছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য।
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর এই যে, এইবছর সরস্বতী পুজো রবিবার পড়লেও তার পরেরদিন অর্থাৎ সোমবারও ছুটি দেওয়া হচ্ছে রাজ্য সরকার তরফে। যেহেতু স্বরসতী পূজার নির্ঘণ্ট রবিবার ও সোমবার দুইদিন ধরে পড়েছে।
আরও পড়ুন, আধার কার্ড গ্রাহকদের ২ লাখ টাকা পর্যন্ত দিচ্ছে। কিভাবে আবেদন করবেন?
প্রচুর ছুটি রবি বার পড়েছে
প্রসঙ্গত, ২০২৫ সালে ৮টি ছুটি রবিবার পড়েছে। দেখে নেওয়া যাক, কোন কোন ছুটি এবছর রবিবার পড়েছে:- ২০২৫ এর স্বামী বিবেকানন্দর জন্মদিন, প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি), সরস্বতী পুজো (২ ফেব্রুয়ারি) পড়েছে রবিবার পড়েছে। এছাড়াও রামনবমী পড়েছে (৬ এপ্রিল) রবিবার। মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ অগস্ট), ভানুভক্তের জন্মদিন, মহালয়া এবং দুর্গাপুজোর মহা ষষ্ঠী সবই রবিবার পড়েছে। অন্য ছুটিগুলো রবিবার পড়ায় অতিরিক্ত ছুটি বরাদ্দ না হলেও, সরস্বতী পূজায় সোমবার ছুটি থাকতে চলেছে।
এইবছর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সোমবার ছুটি থাকায় বাড়তি ছুটি পাওয়ায় রাজ্য সরকারি কর্মচারীদের অনেকটাই খুশির খবর বলাই যায়।অনেকেই বাড়িতে সরস্বতী পূজা করেন, সেক্ষেত্রে অফিস ছুটি থাকলে বাড়তি সুবিধা পাওয়া যায়। এক্ষেত্রে সোমবার ছুটি থাকায় অনেকটাই সুবিধা পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা।