পশ্চিমবঙ্গে গরমের ছুটি বেড়ে গেল। কতদিন পর্যন্ত ছুটি থাকছে? নতুন ছুটির তালিকা দেখে নিন

পশ্চিমবঙ্গে গরমের ছুটি (Summer vacation) নিয়ে নয়া সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর তথা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ (WBBSE). এই বছর অর্থাৎ 2025 সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ গরম পড়ার আগে থেকেই গ্রীষ্মকালীন ছুটির দিন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

গরমের ছুটি বেড়ে গেল

শীত পেরিয়ে বসন্তকাল এসে গিয়েছে প্রায় কয়েক দিন হয়ে গেল। চৈত্র মাস পড়তেই সূর্যের তাপপ্রবাহ ধীরে ধীরে বাড়তে শুরু করবে। বেশ কয়েক বছর ধরে এপ্রিল, মে মাসে সূর্যের তাপপ্রবাহ এতটাই বেশি থাকে যে, বাড়ি থেকে বাইরে বেড়ানো দুষ্কর হয়ে যায়। বিশেষ করে স্কুল ছাত্র-ছাত্রীদের গরমের তীব্রতার মধ্যে 6-7 ঘন্টা ধরে স্কুলে পড়াশোনা করা দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রত্যেক বছর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ছুটির তালিকা তৈরি করার সময় যে কয়েকদিন গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেন, দেখা যায় গরমের তীব্রতার জন্য প্রত্যেক বছর গ্রীষ্মকালীন ছুটির দিন সংখ্যা বাড়ানো হয়।

জানা গিয়েছে, প্রাথমিক স্তরে গরমের ছুটির মেয়াদ কমানো হলেও মাধ্যমিক স্তরে গ্রীষ্মকালীন ছুটির দিন সংখ্যা বাড়ানো হয়েছে। প্রাথমিক স্তরে গ্রীষ্মকালীন ছুটির দিন বাড়ানো কেন হল না, এই নিয়ে অসন্তোষ প্রকাশ পেয়েছে শিক্ষক মহলে।

মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত

মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ২০২৫ সালের জন্য প্রাথমিকভাবে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল, সেই অনুযায়ী গরমের ছুটির দিন সংখ্যা ছিল ১১ দিন। ২০২৪ সালের খাতায় কলমে গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়েছিল ১০ দিন। যদিও পরে গরমের তীব্রতার জন্য আরো বাড়ানো হয়েছিল দিন সংখ্যা। খাতায়-কলমে ২০২৫ সালের গরমের ছুটির দিন একদিন আগের থেকেই বাড়ানো হয়েছে। পরবর্তী সময়ে গরমের তীব্রতা দেখে আরো বাড়ানো হবে গরমের ছুটি (Summer vacation) এমনটাই জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য সুখবর. DA ঘোষণা ছাড়াও দ্বিগুণ বেতন বৃদ্ধির সম্ভাবনা।

বিগত কয়েক বছরে যে হারে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল তার জন্যই অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছিল স্কুলগুলোতে। এই বছরও যদি বিগত বছরের মত তাপমাত্রার হার বৃদ্ধি পায় তাহলেও গরমের ছুটি বাড়ানো হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে 2025 সালের গরমের ছুটি শুরু হচ্ছে ১২ই মে থেকে এবং শেষ হচ্ছে ২৩শে মে।

ছুটি হলেও বিশেষ শর্ত

মধ্যশিক্ষা পর্ষদের তরফে এমন কিছু ছুটি দেওয়া হয়েছে, যেখানে ছুটির দিনগুলোতে পঠন-পাঠন না হলেও ছাত্র-ছাত্রীদের স্কুলের উপস্থিত থাকতে হবে। এই দিনগুলোকে ছুটি হিসেবে দেখানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীর কথায়, “এই দিনগুলি ছুটি হিসাবে না ধরে কার্যকরী দিন বা পালিত দিবস হিসেবে ঘোষণা করা হলে ভালো হয়”। এমনটাই দাবি তুলেছিলেন শিক্ষানুরোগী ঐক্যমঞ্চের সদস্যরা।

যদিও তাদের দাবি মধ্যশিক্ষা পর্ষদ এখনো মান্যতা দেননি এমনটাই জানিয়েছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী। তিনি আরোও জানান, মধ্যশিক্ষা পর্ষদের তরফে বার্ষিক ছুটির দিন সংখ্যা রয়েছে ৬৫ দিন। আগের মতন ৮৫ দিনের বার্ষিক ছুটি দেওয়া হলে বিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ অনুকূল থাকতো। বছরের মধ্যবর্তী সময়ে এসে অতিরিক্ত গরমের জন্য হঠাৎ করে স্কুল ছুটি দেওয়ার প্রয়োজন পড়তো না।

আরও পড়ুন, ওবিসি সার্টিফিকেট তালিকা থেকে বাদ দেওয়া হল 35 টি সম্প্রদায়ের নাম। নতুন তালিকা দেখে নিন।

সিলেবাস নিয়ে সিদ্ধান্ত

সিলেবাস অনুযায়ী শিক্ষক শিক্ষিকারা একটা প্যাটার্ন ধরে পড়ানো শুরু করেন, যাতে পরীক্ষার আগে সিলেবাস শেষ করতে পারেন। অতিরিক্ত গরমের জন্য মাঝপথে পঠন-পাঠন বন্ধ করে স্কুল ছুটি দেওয়া হলে শিক্ষক শিক্ষিকাদের পক্ষে সিলেবাস শেষ করা অনেকটাই সমস্যার হয়ে দাঁড়ায়। এইজন্য আগের নিয়ম অনুযায়ী যদি 85 দিনের বার্ষিক ছুটি করা হতো তাহলে এমন সমস্যা হয়তো অনেকটাই মিটে যেত।

যদিও মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এমনও কোনো ভাবনা বা সিদ্ধান্ত কার্যকর করা হবে কিনা এমনটাও জানা যায়নি। আপাতত প্রাথমিক ছুটির তালিকা অনুযায়ী গরমের ছুটি খাতায়-কলমে এই বছরের জন্য 11 দিন রাখা হয়েছে। এপ্রিল, মে মাসে গরমের তাপদাহের অবস্থা বুঝে অতিরিক্ত ছুটি দেওয়া হবে কিনা সেটা পরবর্তী সময় বিবেচনা সাপেক্ষ, তবে আগের বছরের তুলনায় এই বছরের গরমের ছুটি একদিন বরাদ্দ করা হয়েছে।