পশ্চিমবঙ্গের বাসিন্দারা যে কোনো ব্যবসা শুরু করতে হলে তাঁদের ব্যবসা ও বাণিজ্য কার্যক্রমের জন্য Trade License বানিয়ে থাকেন। এটি একটি অতি প্রয়োজনীয় নথি। আপনি যদি কোন ব্যবসা পরিচালনা করতে চান, কিংবা ছাড় পেতে চান তবে এই লাইসেন্স দ্বারা সরকারি অনুমতি পাবেন ও উদ্যোক্তা হিসেবে বিভিন্ন সুবিধা পাবেন। এই লাইসেন্স বানানোর নিয়ম সম্পর্কে আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো।
What Is Panchayat Trade License?
Trade কথার অর্থ ব্যবসা আর License কথার অর্থ অনুমতিপত্র। অর্থাৎ এটি হলো ব্যবসা পরিচালনা করার জন্য একটি সরকারি অনুমতি পত্র। ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করলে আপনার সেই ব্যবসাকে বৈধ বলে ধরা হবে। কিন্তু ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করলে সেই ব্যবসাকে অবৈধ আখ্যা দেওয়া হয়ে থাকে।
একটা সময় ছিল যখন ব্যবসার লাইসেন্স পাওয়ার জন্য আবেদনকারীকে গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হতো। কিন্তু বর্তমানে প্রক্রিয়া অনেক বেশি সহজ হয়েছে। আপনি বাড়িতে বসে অনলাইনে ব্যবসার লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। অনলাইন থেকেই ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন। আবেদনের পর ৫ থেকে ৭ দিন মতো সময় লাগে। লাইসেন্স পাওয়ার পর অনলাইন থেকে সেটি ডাউনলোড করা সম্ভব।
Benefits Of Trade License In India
- ব্যাংক একাউন্ট খোলা: ব্যবসার লাইসেন্স দেখিয়ে আপনি আপনার দোকানের নামে ব্যবসায়িক বা কারেন্ট ব্যাংক একাউন্ট খুলতে পারেন।
- লোন পাওয়ার সুবিধা: আপনি যদি ব্যবসার জন্য লোন নিতে চান, তাহলে ব্যবসার লাইসেন্স একটি বাধ্যতামূলক প্রমাণপত্র রূপে কাজ করে। আপনাকে সুবিধা প্রদান করে থাকে।
- সরকারি নিয়ম: আপনার ব্যবসাকে বৈধ বলে ধরা হবে ও বিভিন্ন সরকারি নিয়ম মানে সহজ হবে।
- ব্যবসায়িক নথি স্বীকৃতি: আপনার সঙ্গে ট্রেড লাইসেন্স থাকলে সেটি একটি ব্যবসায়িক নথি হিসেবে স্বীকৃতি পাবে।
আরও পড়ুন: এই কাজ না করলে শ্রমশ্রী প্রকল্পের টাকা পাবেন না। নবান্নের বড় নির্দেশ
Documents required for making a Trade License
- আবেদনকারীর পরিচয়পত্র: আবেদনকারী ব্যক্তির পরিচয়পত্র হিসেবে প্রয়োজন হয় আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিংবা জব কার্ডের মধ্যে কোন একটি।
- মোবাইল নম্বর: এক্ষেত্রে আবেদনকারী ব্যক্তির মোবাইল নম্বর প্রয়োজন হবে।
- ব্যবসার জায়গার প্রমাণ: ব্যবসার স্থানের প্রয়োজন অনুসারে ভাড়া রশিদ, খতিয়ান কপি ও চুক্তিপত্রের কপি থাকা প্রয়োজন।
Application For Trade License In India
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- এরপর New Trade Registration এই অপশনে ক্লিক করতে হবে।
- এরপর সিলেক্ট করে নিন ‘Trade and O.N.C New’ এই অপশনটি।
- এরপর সঠিক তথ্য দিয়ে আপনার আবেদনপত্র ফিলাপ করে নিতে হবে।
- তারপর প্রয়োজনীয় নথিগুলি আপলোড করতে হবে।
- শর্তাবলী মেনে নিয়ে আপনার আবেদন সাবমিট করে দিন।
- আপনি একটি Acknowledgement Number পাবেন আপনার পেমেন্ট সম্পূর্ণ হলে ডাউনলোড করে নেওয়া যাবে ট্রেড লাইসেন্স।
- ৫-৭ দিনের মধ্যেই হয়তো আপনি আপনার ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন।
আরও পড়ুন: এই মাসেই বাতিল হবে পশ্চিমবঙ্গের লাখ লাখ রেশন কার্ড। আপনার কার্ড চালু রাখতে এই কাজটি আজই করে নিন
উপসংহার
আর এই পদ্ধতি অবলম্বন করে আপনি বাড়িতে বসেই লাইসেন্সের আবেদন জমা করতে পারবেন। এর জন্য আপনাকে প্রচুর ছোটাছুটি করতে হবে না। খুব সহজ পদ্ধতিতে আবেদন করা যায়। আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে অবশ্যই এই নথি বাধ্যতামূলক। তাই আর দেরি না করে শীঘ্রই বানিয়ে নিন এই লাইসেন্স। বিস্তারিত তথ্য অফিসিয়াল সাইটে পেয়ে যাবেন।