Coloured Notes – টাকায় রং লেগে গেছে? কি করবেন ভাবছেন? আর চিন্তা নেই! RBI এর এই নিয়ম জেনে নিন।
সবেমাত্র দোল উৎসব শেষ (Coloured Notes) হয়েছে। আর দোল মানেই রঙের উৎসব। চারিদিক রং বেরঙের আবির আর রঙে রাঙিয়ে ওঠার উৎসব। রঙের খেলায় বাচ্চা থেকে বয়স্ক সবাই মেতে ওঠে। আর বড়দের মধ্যে অনেকে এতটাই মেতে থাকে যে পকেটের টাকায় ভুলবশত রং লেগে যেতেই পারে। আর তারপরেই চিন্তা আসে কি করে এই টাকা ব্যাবহার করবেন। কারণ ছেড়া বা রঙ লাগা টাকা বাজারে নিতে চায়না কোনো ব্যাবসায়ী।
What if You Got Indian Coloured Notes RBI Rules
যেহেতু এটা তিনিও চালাতে পারবেন না। তখন আপনি এই রং নোট (Coloured Notes) নিয়ে সমস্যায় পড়ে যান। এমন অনেকের সাথেই হয়েছে বা হয়। তবে এই বিষয়ে RBI একটি ঘোষনা করেছেন। তবে ইচ্ছাকৃত ভাবে নোটে রং লাগানো উচিত নয়। RBI নির্দেশ অনুযায়ী নোট পরিষ্কার থাকাটাই উচিত।
তাই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ১৯৮৮ সালে “ক্লিন নোট পলিসি” নিয়ম কার্যকর করেছিল। RBI এর ১৯৩৪ এর আইনের ২৭ ধারা (Coloured Notes) অনুসারে, কোনো ভারতীয় নাগরিকই কোনো ভাবেই ভারতীয় নোটগুলিকে বিকৃত করতে পারবেন না। কিন্ত ভুলবশত যদি কোনো কারণে রং পরে যায় তাহলে কী উপায় করবেন আজকে সেই ব্যাপারেই জানাবো।
আপনার টাকায় যদি ভুলবশত রং লেগে (Coloured Notes) যায় তাহলে আপনি ব্যাংকে গিয়ে টাকা চেঞ্জ করতে পারবেন। এরজন্য আপনাকে কোনো মূল্য দিতে হবেনা। কিংবা সেই ব্যাংকে অ্যাকাউন্ট থাকাও জরুরি নয়। তবে জেনে রাখা ভালো, RBI এর নিয়ম বা RBI Rules অনুযায়ী ব্যাঙ্কে নোট বদল করার পর সেই নোটের অবস্থা বিচার করে তবেই টাকা ফেরত দেওয়া হয়।
এক্ষেত্রে উদাহরণ দিয়ে বলা যেতে পারে, ২,০০০ টাকার নোটের আকার ৮৮ বর্গ সেমি হলে, পুরো টাকাটাই পাওয়া যায়। কিন্তু যদি এই আকার ৪৪ বর্গ সেমি হয়, তাহলে অর্ধেক টাকাফেরত দেওয়া হয়। তাই যে কোনো উৎসব বা কিছুতে টাকা সঠিক জায়গায় যত্ন (Coloured Notes) করে রাখাটা উচিত।
জনপ্রিয় এই 5 ব্যাংককে জরিমানা দেওয়ার নির্দেশ দিলো RBI. আপনার এই ব্যাংকে একাউন্ট আছে?
কোনোভাবে যাতে টাকায় রং বা কালি না পড়ে। প্রয়োজনে রং খেলতে যাওয়ার (Coloured Notes) আগেই ফোন ও মানিব্যাগ প্লাস্টিকে মুড়িয়ে পকেটে নিন। রং মেখে টাকা না ধরে প্রয়োজনে গ্লাভস পরে টাকা বের করুন। সর্বোপরি সাবধানতা অবলম্বন করলে এইসব সমস্যা আটকানো যায়।
Written by Shampa Debnath.