PM Shri School – শিক্ষার উন্নতির জন্য প্রতিটি ব্লকে ব্লকে তৈরি হবে VIP সরকারি স্কুল! কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প।

কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি শুরু করেছেন। এবারের কর্মসূচি (PM Shri School) স্কুল তৈরীকে কেন্দ্র করে। ভারতের জনসংখ্যা অনুযায়ী স্কুলের সংখ্যা যথেষ্ট নয়। এছাড়া প্রত্যন্ত গ্রামের দিকে অনেক দূরত্বের মধ্যে স্কুল থাকে। যেখানে গিয়ে পড়াশুনা করা খুব সমস্যার। তাই এই অসুবিধা দূর করার জন্য প্রধানমন্ত্রী নতুন স্কুল গঠনের সিদ্ধান্ত নিলেন। এই নতুন স্কুলগুলোর নাম PM Shri School তথা পিএমশ্রী স্কুল।

Advertisement

What is PM Shri School Scheme 2024?

কেন্দ্রীয় সরকারের তরফে একটি নির্দেশিকায় জানানো হয়েছে সারা দেশে এই PM Shri School তথা পিএমশ্রী স্কুল স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের ভবিষ্যত সুরক্ষিত করতে এই প্রকল্পের উদ্দেশ্য। যাতে কোনো শিশু দূরত্বের কারণে স্কুল যাওয়া থেকে বিরত না থাকে।

Advertisement

এই PM Shri School তথা পিএমশ্রী স্কুল প্রকল্প অনুসারে, আগামী দিনে দেশের প্রতিটি ব্লকে অন্ততপক্ষে একটি করে স্কুল খোলা হবে, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্রের খবরে। এক পরিসংখ্যানে উল্লিখিত তথ্য অনুসারে, খুব শীঘ্রই সমগ্র ভারতবর্ষে প্রায় ১৪ হাজার ৫০০ টি পিএমশ্রী স্কুল খোলা হবে।

এই নব নির্মিত PM Shri School তথা পিএমশ্রী স্কুলগুলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকবে বলে জানা যাচ্ছে। এই স্কুলগুলোতে উন্নত ও আধুনিক পদ্ধতিতে পঠনপাঠন করানো হবে। শুধু নতুন স্কুল তৈরি হবে সেটা নয়, দেশব্যাপী যে স্কুলগুলো রয়েছে সেগুলোকে পরিকাঠামো উন্নত করে আধুনিক পদ্ধতিতে পঠনপাঠন শুরু করে পিএমশ্রী স্কুলের আদলে তৈরি করা হবে।

PM Shri School তথা পিএমশ্রী স্কুলগুলোতে বিশেষত পড়াশুনার দিকটি নজর দেওয়া হবে। তাই কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, পিএমশ্রী স্কুলে স্মার্ট ক্লাসরুম, ল্যাব, অত্যাধুনিক লাইব্রেরী, খেলার মাঠ সহ আরো বিভিন্ন ধরনের শিক্ষা উপযোগী নিত্যনতুন উপকরণ রাখা হবে।

এমনকি শুধু পড়াশুনা নয় এই সমস্ত বিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীদের খেলাধূলার পাশাপশি অন্যান্য ক্রিয়াকলাপে বিশেষভাবে নজর দেওয়া হবে। এই PM Shri School তথা পিএমশ্রী স্কুলের ছাত্র ছাত্রীদের পড়ানোর জন্য শিক্ষকদেরও ট্রেনিং দেওয়া হবে।

সরকারের নতুন প্রকল্প লাখপতি দিদি যোজনায় আবেদন করলেই পাবেন একাধিক বিশেষ সুবিধা।

পড়া বোঝার জন্যশিশুদের ক্লাসরুমে রাখা হবে খেলনা সহ বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি, যা তাদের ছোটবেলা থেকেই যাতে শিশুদের বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে আগ্রহী হয় সেই দিকটা দেখা হবে। এরসাথে জৈব জীবনধারা এই বিষয়টি এই স্কুলের পাঠ্যক্রমের এক বিশেষ অংশ হতে চলেছে। যেটা শিক্ষার মানকে আরও উন্নত করবে বলে মনে করছেন শিক্ষা মহলের অনেকেই। এখন সবার মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে আপনার সন্তানকে এই স্কুলে ভর্তি করাবেন?

Lakshmir Bhandar - লক্ষ্মীর ভান্ডার

তার জন্য কি কোনো প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে? হ্যা ঠিকই, তেমনটাই শোনা যাচ্ছে স্কুলে ভর্তির জন্য একটা প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। তবে এখনো এই বিষয়ে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়নি। আগামীতে এই PM Shri School তথা পিএমশ্রী স্কুলের গুরুত্ত বাড়বে। আর এই স্কুলের পঠন পাঠন আপনার শিশুর ভবিষ্যত অনেকটাই সুরক্ষিত করবে।

এবার লক্ষ্মীর ভাণ্ডারে নতুন আবেদন করবেন? এই কাগজটি অবশ্যই লাগবে।

চারিদিকে যেভাবে বেসরকারি স্কুলের রমরমা চলছে। সরকারি স্কুলগুলো ছাত্র ছাত্রী বেশি নেই বললেই চলে তাই এই PM Shri School তথা পিএমশ্রী স্কুল চালু হলে এই স্কুলের প্রতি অভিভাবকের ঝোঁক বাড়বে। এই স্কুলের পঠন পাঠন, শিক্ষা পদ্ধতি অনেকটাই ভিন্নতা হওয়ায় আলাদা মাত্রা যোগ করবে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button