SBI Diposit Scheme একবার টাকা রেখে প্রতিমাসে টাকা পান।

SBI Diposit Scheme এর মাধ্যমে এককালীন টাকা রেখে নির্দিষ্ট পরিমাণ টাকা রোজগার করার জন্য এই স্কিম সর্বোপরি। SBI – State Bank Of India ভারতের প্রথম সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক। আজ থেকে ৬৭ বছর আগে ১ লা জুলাই ১৯৫৫ সালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই ব্যাংকের স্থাপনা করা হয়েছিল। দেশের প্রতি পরিবারের যে কোন এক জনের এই ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউণ্ট আছে।

Advertisement

SBI Diposit Scheme এ কিভাবে টাকা রাখবেন দেখুন।

বর্তমানে এক সরকারি পরিসংখ্যান অনুসারে ষ্টেট ব্যাংকের ৪৫ কোটি গ্রাহক আছে। বর্তমানে আমাদের দেশের নাগরিকরা নিজেদের শেষ জীবনের পুঁজি জমা করার জন্য এক নিরাপদ স্থান চান। আর ব্যাংক বা পোস্ট অফিসকে আমরা সকলে বিনিয়োগের নিরাপদ আশ্রয় হিসাবে চিনি, আর সেই ব্যাংক যদি SBI হয় তাহলে আর কথা নেই। SBI Diposit Scheme এর মাধ্যমে এক বারে টাকা জমা করে প্রতিমাসে টাকা পেতে পারেন।

Advertisement

Post Office National Savings Certificate স্কিমে টাকা হবে দ্বিগুণ এবং আকর্ষণীয় রিটার্ন।

SBI Diposit Scheme এর বৈশিষ্ট্যঃ-
১. ১২০ মাসের জন্য এক বারে বেশি টাকা জমা রাখতে পারবেন।
২. নুন্যতম ১০০০ টাকা থেকে এই স্কিমে আপনি অ্যাকাউণ্ট খুলতে পারবেন।
৩. এর স্কিমে সর্বচ্চো টাকা রাখার কোন লিমিট নেই।
৪. এই স্কিমে ১৫ লক্ষ টাকার বেশি জমা করলে সময়ের আগে টাকা তুলতে পারবেন।
৫. জমা রাশির ৭৫% পর্যন্ত টাকার ঋণ আপনারা নিতে পারবেন প্রয়োজন পড়লে।
৬. এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে এই অ্যাকাউণ্ট ট্রান্সফার করতে পারবেন।

SBI Diposit Scheme এর যোগ্যতাঃ-
১. এই স্কিমে অ্যাকাউণ্ট খুলতে গেলে আপনাকে মূলরূপে ভারতীয় নাগরিক হতে হবে।
২. আধার কার্ড থাকতে হবে।
৩. একক বা যৌথ অ্যাকাউণ্ট আপনারা খুলতে পারবেন।
৪. এই স্কিমের মাধ্যমে আপনি প্রতিমাসে, তিন মাস বাদে বা বছরে একবারে টাকা তুলতে পারবেন।

SBI Diposit Scheme কত পরিমাণ সুদ আপনি পাবেনঃ-
১. ৭ – ৪৫ দিনের জন্য সাধারণ নাগরিকদের ২.৯০% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৩.৪০%।
২. ১ – ২ বছরের মধ্যে ৫% ও প্রবীণ নাগরিকদের জন্য ৫.৫০%।
৩. ২ – ৩ বছরের মধ্যে ৫.১০% সাধারণ নাগরিকদের ও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৫.৬০%।
৪. ৩ – ৫ বছরের জন্য ৫.৩০% ও প্রবীণ নাগরিকদের জন্য ৫.৮০%।
৫. ৫ – ১০ বছরের জন্য ৫.৪০% ও প্রবীণ নাগরিকদের জন্য ৬.২০%।

এই সরকারি স্কিমে মাসিক 200 টাকা জমা করেই প্রতিমাসে পান নগদ 50000 টাকা।

আরও বিস্তারিত তথ্যের জন্য আপনার নিকটের যে কোন ষ্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে পারেন। এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন। সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button