Yuvashree Prakalpa – প্রতি মাসে 1500 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার, কারা কারা পাবেন এই সুবিধা? জানুন বিস্তারিত।
yuvashree prakalpa online apply 2024.
রাজ্য সরকারের অধীনে যে সমস্ত প্রকল্প (Yuvashree Prakalpa) রয়েছে, তার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী। তেমনি রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একটি বিশেষ প্রকল্প হলো বেকার ভাতা বা যুবশ্রী প্রকল্প। রাজ্যের যে কোনো জেলা থেকে বেকার যুবক যুবতীরা এই প্রকল্পে নাম নথিভূক্ত করতে পারবেন। তবে কোনো সরকারি কর্মচারী এই ভাতা পাবেন না। তবে কেই পড়াশুনা করতে থাকলে কিংবা অষ্টম পাশ করে পড়াশুনা ছেড়ে দিলেও এই ভাতা পাবার জন্য সে উপযুক্ত বলে ধরা হবে।
মাসে মাসে তার অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে ঢুকবে। স্বভাবতই বেকার যুবক যুবতীদের (Yuvashree Prakalpa) কাছে অনেকটাই আর্থিক সংস্থানের জায়গা এটি। অনেক পরিবার আছে যারা অর্থের অভাবে পড়াতে পারেনা। তাদের ক্ষেত্রেও এই ভাতা অনেকটাই কাজে লাগবে। এছাড়া যারা স্কলারশিপ বা অন্য কোনো প্রকল্পের সুবিধা পায় তারাও এই প্রকল্পে নাম নথিভূক্ত করতে পারবেন। আশা করা যায় রাজ্যের বেকার যুবক যুবতীদের কাছে এই প্রকল্প অনেকটাই আশানুরূপ ফল দেবে।
এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদন করবেন এই প্রকল্পে (Yuvashree Prakalpa) নাম নথিভূক্ত করার জন্য এবং কোন কোন ডকুমেন্ট লাগবে আবেদনের সময়। আসুন জেনে নেওয়া যাকঃ
১) নাম ও জন্ম তারিখের প্রমাণ পত্র।
২) বসবাসের প্রমাণপত্র।
৩) জাতিগত শংসাপত্র (যদি থাকে)
৪) প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)
৫) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র।
কিভাবে আবেদন করবেনঃ
১) প্রথমে আপনাকে Employment Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে
২) এরপর New Enrollment এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে T&C এ ক্লিক করে আবেদন ফর্ম পেজটিতে আসুন।
৪) সঠিক ভাবে নাম,ঠিকানা, বয়স ইত্যাদি উল্লেখ করে আবেদন ফর্মটি ফিলাপ করুন। আর ডকুমেন্টস গুলো 20KB থেকে 100KB এর মধ্যে PDF File এ Upload করুন Website এ।
৫) অবশেষে Final Submit করলেই আবেদন হয়ে যাবে, এরপর কিছুদিনের মধ্যে রেজিস্টার মোবাইল নাম্বারে Id & Password চলে আসবে। এছাড়াও Status Check অপশনে ক্লিক করে Status Check করতে পারবেন।
জানুয়ারী থেকে পশ্চিমবঙ্গের স্কুলে ভর্তির নতুন নিয়ম। শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি।
যদি আপনি এখনও এই প্রকল্পে (Yuvashree Prakalpa) নিজের নাম নথিভূক্ত করেননি তাহলে তারাতারি আবেদন ফ্রম ফিলাপ করুন। আর রাজ্য সরকারের এই বেকার ভাতার সুবিধা উপভোগ করুন।
Written by Shampa Debnath.