বর্তমানে প্রত্যেকটি ব্যক্তির হাতে হাতেই অ্যান্ড্রয়েড ফোন আর অ্যান্ড্রয়েড ফোন মানে নেট খরচা (Recharge Plan) প্রত্যেক মাসের জন্য নির্দিষ্ট। তবে প্রত্যেক ব্যক্তি চেষ্টা করে কোন কোম্পানিতে একটু কম টাকায় নেট প্ল্যান রয়েছে। বর্তমানে জিও এবং এয়ারটেল এই দুটি কোম্পানির নেট বেশি ব্যবহার করেন মানুষজন। তবে শোনা যাচ্ছে ৩ জুলাই ২০২৪ থেকে রিচার্জ প্ল্যান এর দাম বেড়ে যাচ্ছে। আর এই খবর শোনার পরেই মধ্যবিত্তদের পকেটের কথা একটু ভাবতেই হচ্ছে। কারণ এই দাম বৃদ্ধির বোঝা সাধারণ জনগণের উপরই প্রথম পড়ে।
2 GB Data Per Day Recharge Plan Jio vs Airtel
কত টাকা দাম বৃদ্ধি হচ্ছে
প্রতিদিন 2GB ডেটা যুক্ত প্ল্যানগুলির দাম আগের থেকে 100 টাকা বেড়ে গেছে। রিলায়েন্স জিও যে প্ল্যানের দাম ছিল 299 টাকা সেটার দাম 50 টাকা বাড়ানো হয়েছে। এই প্ল্যানটির বা Recharge Plan ভ্যালেডিটি ছিল 28 দিন এবং প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যেত। বর্তমানে একই সুবিধা আছে তবে প্ল্যানটির দাম 50 টাকা বাড়ানো হওয়ায় বর্তমান দাম হয়ে দাঁড়িয়েছে 349 টাকা।
আর এটি হচ্ছে jio সবচেয়ে কম দামের প্ল্যান। এর নিচে কোন প্ল্যান বর্তমানে থাকছে না। আর airtel ইউজার যারা রয়েছেন তাদের জন্য খুবই হতাশার খবর কারণ কোম্পানির কোন রিচার্জ প্ল্যান বা Recharge Plan কম দামের মধ্যে নেই যেটি ভ্যালিডিটি 28 দিন থাকবে এবং 2 জিবি ডেটা পাওয়া যাবে। মধ্যবিত্তদের মাথায় হাত আরও কত টাকা দিতে হবে?
Jio নাকি Airtel
Airtel এর কাছে এমন কোনো প্ল্যান নেই এবং Jio-এর সবচেয়ে কম দামের প্ল্যানটি বা Recharge Plan প্রতিদিন 2GB ডেটার সুবিধা দেয় যার দাম 349 টাকা হয়ে গেছে। রিলায়েন্স জিওর যে প্ল্যানটি দুই মাসের ভ্যালেডিটি ছিল যার দাম পড়তো 533 টাকা, সেই প্ল্যানটি ৩রা জুলাই থেকে 96 টাকা বাড়ানো হয়েছে। তাই বর্তমানের প্ল্যানের বা Recharge Plan দাম 629 টাকা হয়েছে।
অন্যদিকে এয়ারটেল ইউজার যারা ছিলেন যারা দু মাসের জন্য রিচার্জ করলে ২ জিবি ডেটা পেতেন সেই প্ল্যানের দাম ছিল 549 টাকা। বর্তমানে সেই প্ল্যানের দাম বেড়ে যাওয়ায় হয়েছে 649 টাকা। উভয় কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের বা Recharge Plan দাম 96 টাকা বাড়িয়েছে। কিন্তু আপনি যদি 56 দিনের জন্য প্রতিদিন 2GB ডেটা চান, তাহলে Airtel এর তুলনায় Jio এর প্ল্যানের দাম 20 টাকা কম হবে।
আপনি যদি 84 দিনের ভ্যালিডিটি যুক্ত প্ল্যান নিয়ে থাকেন তারও দাম বাড়ানো হয়েছে। Reliance Jio ট্যারিফ প্ল্যানের দাম আগে যেখানে 719 টাকা ছিল, সেটা এখন বেড়ে 859 টাকা হয়েছে অর্থাৎ এখন থেকে একই সুবিধা পেতে আপনাকে 140 টাকা বেশি দিতে হবে। 84 দিনের ভ্যালিডিটি যুক্ত Airtel রিচার্জ প্ল্যানে কোম্পানিটি তার ট্যারিফ রেট 140 টাকা বাড়িয়েছে।
যেখানে আগে Airtel ইউজার 84 দিনের জন্য প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করতে 839 টাকা দিতে হত, সেখানে এখন গ্রাহকদের 979 টাকা দিতে হবে। এখানেও দেখা যাচ্ছে 84 দিনের ভ্যালিডিটি নিয়ে 2 জিবি ডেটা সহ Jio প্ল্যানটির দাম Airtel এর প্ল্যানের তুলনায় 120 টাকা কম। উভয় অপারেটরই তাদের রিচার্জ প্ল্যানের দাম 140 টাকা বাড়িয়েছে তাও Jio গ্রাহকদের Airtel ইউজারদের থেকে কম টাকা দিতে হবে।
আরও পড়ুন, নতুন প্রকল্পে যন্ত্রপাতি কেনার জন্য টাকা দিচ্ছে সরকার। আবেদন করুন এইভাবে
জিও কোম্পানির যদি আপনি সারা বছরের জন্য রিচার্জ সুবিধা পেতে চান এবং তার সাথে 2 জিবি ডেটাও পেতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 3599 টাকা। তবে এখানে একটা সুবিধা আপনাদের প্রত্যেকদিন 2জিবি নয় তার বদলে প্রতিদিন 2.5GB ডেটা পাওয়া যাবে। অন্যদিকে জিও কোম্পানিতে কোন বার্ষিক প্ল্যানের সুবিধা নেই তবুও বলা যায় জিও গ্রাহকদের খরচ কম এয়ারটেল গ্রাহকদের থেকে।
আসলে, যে টাকায় Airtel গ্রাহকরা 365 দিনের জন্য প্রতিদিন 2GB পাবেন, Jio ইউজাররা 2.5GB ডেটার সুবিধা নিতে পারবেন। ৩ জুলাই থেকে যে হারে রিচার্জ দাম বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষের পকেটে ভালই চাপ পড়বে বোঝাই যাচ্ছে। তবুও এয়ারটেল গ্রাহক এর থেকে জিও গ্রাহকদের কিছুটা হলেও কম চাপ পড়বে। কিন্তু বর্তমানে ফোন ছাড়া বা নেট ছাড়া একমুহুর্ত চলা সম্ভব নয়। তাই এই দাম বৃদ্ধিকে মেনে নিতেই হবে এছাড়া কোনো উপায় নেই গ্রাহকদের কাছে।
Written by Shampa Debnath.