আপনি কি শিক্ষক নিয়োগের পরীক্ষায় (SSC Exam) বসতে চান? তাহলে এই নিয়মগুলি অতি অবশ্যই আপনাকে মানতে হবে। আপনি যদি মনস্থির করে থাকেন এসএসসির পরীক্ষায় (SSC Exam) ভালো রেজাল্ট করবেন, তাহলে নির্দিষ্ট কিছু নিয়ম আপনাকে মেনে চলতেই হবে। দীর্ঘ সময় ধরে পরীক্ষার প্রস্তুতি নেন, তাহলে পরীক্ষা (SSC Exam) দিতে যাওয়ার আগে এই প্রতিবেদন পড়ে নিন। আপনার জন্য জরুরী তথ্য এখানে আলোচনা করা হয়েছে।
Rules For SSC Exam In West Bengal
আপনারা জানেন, গত রবিবার অর্থাৎ ৭ সেপ্টেম্বর এসএসসি নতুন করে নবম-দশমের পরীক্ষা (SSC Exam) নিয়েছিল। আবার পরীক্ষা আছে আজ অর্থাৎ রবিবার ১৪ সেপ্টেম্বর। আর এবার মোট ২ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন একাদশ-দ্বাদশের। বাংলার পাশাপাশি থাকছেন ভিনরাজ্য থেকে আগত পরীক্ষার্থীরাও। তবে পরীক্ষায় (SSC Exam) বসার আগে পরীক্ষার্থীদের ঠিক কী কী করতে হবে জেনে নিন কি বলছে স্কুল সার্ভিস কমিশনের নিয়ম।
এসএসসি নিয়োগ পরীক্ষার সময়সীমা
আজ দুপুর বারোটা থেকে পরীক্ষা (SSC Exam) শুরু হবে। তাই পরীক্ষা শুরু হওয়ার আগেই পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে পরীক্ষা কেন্দ্রে। এই পরীক্ষা শেষ হবে দুপুর দেড়টা নাগাদ। তবে বিশেষভাবে সক্ষমদের জন্য দুপুর দু’টোয় পরীক্ষা (SSC Exam) শেষ হবে। আপনারা যারা পরীক্ষায় বসবেন, কমিশনের নির্দেশ মেনে চলুন।
কী কী নির্দেশ দিয়েছে SSC?
পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট নিয়ম জারি করেছে এসএসসি (SSC Exam). কী কী বলা হয়েছে, সঠিকভাবে জেনে নিন।
১) পরীক্ষায় আগত প্রত্যেক পরীক্ষার্থীকে স্বচ্ছ পেন নিয়ে আসতে হবে। স্বচ্ছ পেন বলতে বলা হচ্ছে এমন পেন যার ভিতর থেকে রিফিল দেখা যাবে। পরীক্ষার্থী দের তেমন পেন নিয়ে পরীক্ষায় বসতে হবে। নির্দেশ দেওয়া হয়েছে যে, আপনারা যদি একান্তই এই ধরনের পেন না পান, তাহলে চিন্তা নেই, কারণ পরীক্ষাকেন্দ্রেই কমিশনের পক্ষ থেকে এই পেন রাখার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: রাজ্যের কর্মীদের ১২০০০ টাকা বেতন বৃদ্ধি। মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা
২) কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে, কোন পরীক্ষার্থী যেন মূল্যবান জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে না আসেন। কারণ, একাধিক সেন্টারে ক্লোক রুম নেই। ক্লোর্ক রুম অর্থাৎ এমন একটি নির্দিষ্ট স্থান যেখানে পরীক্ষার্থীরা তাঁদের পোশাক,ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র সাময়িকভাবে জমা রাখতে পারেন।
৩) এছাড়া, মনে রাখতে হবে দেহ তল্লাশির সময় পরীক্ষার্থীদের সঙ্গে অ্যাডমিট কার্ড থাকা অতি আবশ্যক ও বাঞ্ছনীয়। যদি পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডের ছবি অস্পষ্ট হয়, তবে উক্ত পরীক্ষার্থীকে সরকারি পরিচ্ছেদের পত্র ও তার প্রতিলিপি সঙ্গে রাখতে হবে।
আরও পড়ুন: গুগল ও লিংকডইনের এই 5টি বিনামূল্যে AI কোর্স করে রাখুন। ভবিষ্যতে চাকরির অভাব হবে না
উপসংহার
দুর্নীতির অভিযোগে পুরো প্যানেল বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষা নিচ্ছে কমিশন। একাদশ দ্বাদশে মোট শূন্যপদের সংখ্যা ১২ হাজার ৫১৪ টি। আর পরীক্ষায় বসছেন মোট ২ লক্ষ ৪৬ হাজার জন পরীক্ষার্থী। পরীক্ষা নেওয়া হবে ৪৭৮ টি পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা নির্বিঘ্নে হবে বলে আশা করা হচ্ছে।