রাজ্যের কর্মীদের ১২০০০ টাকা বেতন বৃদ্ধি। মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা

রাজ্যের কর্মীদের মুখে হাসি ফুটিয়ে বেতন বৃদ্ধির (Salary Hike) ঘোষণা সামনে এল। সরকারি কর্মী -রা একত্রিত হয়ে বেতন বৃদ্ধির দাবি তুলছিলেন সেই কবে থেকে। তবে আগে না জানানো হলেও এবার সরকার বেতন বৃদ্ধির সিদ্ধান্ত জানিয়ে দিল।

WB Government Employees Salary Hike

সরকারি কর্মীদের মন রাখতে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।‌ সরকারের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই নাকি কর্মীদের বেতন বৃদ্ধি হবে। স্বাভাবিকভাবেই এই ঘোষণায় মুখে হাসি ফুটেছে সরকারি কর্মীদের। যা জানা যাচ্ছে, এক ধাক্কায় নাকি ১১,৯০০ টাকা বেতন বাড়তে চলেছে তাঁদের। আর তাই খুশির অন্ত রইল না তাঁদের।

রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ছে!

আসলে অপেক্ষার ফল মিষ্টি হল রাজ্যের সরকারি কর্মীদের জন্য। অবশেষে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। কেন্দ্রের তরফে বেতন বৃদ্ধির পর এবার পদক্ষেপ নিল রাজ্য সরকার। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তে সিলমোহর পড়েছে মন্ত্রীসভার বৈঠকে। রাজ্যে কর্মরত কিছু কর্মীর বেতন এবার এক ধাক্কায় প্রায় ১১,৯০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

কাদের বেতন বৃদ্ধি করা হল?

সম্প্রতি সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত জানিয়েছে হিমাচল প্রদেশ সরকার। তবে মনে রাখতে হবে, সমস্ত কর্মীর কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে না। বরং বিশেষ কিছু টেকনিক্যাল গ্রেডের রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। কাদের বেতন বাড়ল, কত টাকা বাড়ল, আসুন সেই বিষয়ে দেখে নেওয়া যাক।

রাজ্য সরকারের নতুন সিদ্ধান্তে বেতন বৃদ্ধি হল অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্টদের। এদের আগের বেতন ছিল ১৭,৮২০ টাকা। বর্তমান বেতন হয়েছে ২৫,০০০ টাকা। রেডিওগ্রাফার ও এক্স-রে টেকনিশিয়ানদেরও বেতন বৃদ্ধি হল। তাঁদের পূর্ব বেতন ছিল ১৩,১০০ টাকা। কিন্তু বর্তমান বেতন হল ২৫,০০০ টাকা। বেতন বৃদ্ধি হতে খুশির জোয়ার সরকারি কর্মী মহলে।

আরও পড়ুনঃ আজকের ডিএ মামলার আপডেট। পশ্চিমবঙ্গের কর্মীদের 50% ডিএ দেওয়ার নির্দেশ

কবে থেকে মিলবে বাড়তি বেতন?

এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, আগামী মাসের বেতনের সঙ্গেই বেতনের বাড়তি টাকা প্রদান করা হতে পারে। তবে এখনও পর্যন্ত এটা জানা যাচ্ছে না যে ঠিক কবে থেকে এই টাকা কর্মীদের অ্যাকাউন্টে জমা হবে। খুব সম্ভবত এই সম্পর্কিত বিজ্ঞপ্তি শীঘ্রই আসতে চলেছে।

সরকারি কর্মীদের অবসরের বয়স বৃদ্ধি

শুধুমাত্র কর্মীদের বেতন বৃদ্ধি হয়নি। পাশাপাশি, কর্মীদের অবসরের বয়স বৃদ্ধিও হয়েছে। এখনো পর্যন্ত কর্মীদের বর্তমান অবসরের বয়স হল ৫৮ বছর। কিন্তু প্রস্তাবিত অবসরের বয়স ৫৯ বছর করা হয়েছে। অর্থাৎ যদি প্রস্তাব চূড়ান্ত হয় তাহলে কর্মীরা আরও এক বছর কাজ করার সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ ডিএ বৃদ্ধির আগেই সরকারি কর্মীদের জন্য সুখবর। বেতন বাড়িয়ে দিল সরকার। খুশির জোয়ার কর্মী মহলে

উপসংহার

একদিকে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি আর অন্যদিকে তাঁদের অবসরের বয়স বৃদ্ধি দুদিক থেকেই উপকৃত হতে চলেছেন হিমাচল প্রদেশ রাজ্যের সরকারি কর্মীরা। অন্যদিকে বাংলার সরকারি কর্মীরা ডিএ দাবিতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ। কিছুদিন আগেই আদালতের তরফে সুখবর পেয়েছেন তাঁরা