Personal Loan – হঠাৎ টাকার দরকার হলেই 5 মিনিটে টাকা দেবে এই 5টি ব্যাংক। কিভাবে আবেদন করবেন
প্রত্যেকটা ব্যক্তি যতই ইনকাম করুক না কেন অনেক আপদকালীন সময়ে ইনস্ট্যান্ট টাকার (Personal Loan) প্রয়োজন পড়ে। আর সেই মুহূর্তে একটা বিশাল অঙ্কের টাকা কোথাও থেকে পাওয়া সম্ভব হয়না। অনেকেই সেই অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েন। এমনকি প্রত্যেক ব্যক্তি যতই নিজের উপার্জনের কিছুটা অংশ ব্যাংকে ফিক্সড করুক না কেন একেক সময় আচমকা বিপদ ঘনিয়ে আসে মানুষের জীবনে। আর এই আচমকা বিপদে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো টাকা।
Top 5 Instant Personal Loan Interest Rate in India
বিপদের সময় আপনজনের থেকে টাকা পাওয়ার আশা না করাই শ্রেয়। কারণ আজকের যুগে টাকা ধার সহসা পাওয়া যায়না। আর কোনো বড়ো বিপদে অনেকগুলো টাকা একসাথে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। এই কারণেই অনেকে ঋণ বা Personal Loan নিয়ে থাকেন। এখন ঋণের ক্ষেত্রে আরও সুবিধা করে দিলো কিছু ব্যাংক। মাত্র ৫ মিনিটেই আপনি পেয়ে যাবেন টাকা।
আপনিও যদি ব্যাংক থেকে ঋণ বা Personal Loan নিতে চান তাহলে খুব সহজেই আবেদন করে ঋণ নিতে পারবেন। সুদের হার ও কম এবং ঋণ পরিশোধের মেয়াদ ও আপনার সুবিধার মধ্যেই থাকবে। আজকের প্রতিবেদন এমনই পাঁচ টি ব্যাংকের থেকে কিভাবে ঋণ পাবেন? কত টাকা পাবেন এবং তার সুদ কত সব তথ্য তুলে ধরবো আমরা। আপনিও যদি ঋণ নিতে চান ভালো করে পড়ুন সম্পূর্ন প্রতিবেদনটি।
বর্তমানে ভারতের এমন পাঁচটি ব্যাংক আছে যেখানে আপনি সহজেই Personal Loan বা ব্যক্তিগত ঋন পেতে পারেন। এছাড়াও আরও ব্যাংক রয়েছে যারা পারসোনাল লোন দিয়ে থাকে। তবে দেশের মধ্যে এই পাঁচটি ব্যাংক খুব জনপ্রিয়। তাই আজকে এই পাঁচটি ব্যাংকের ঋণ নিয়ে আলোচনা করা হলো।
- SBI Personal Loan
- HDFC Bank personal loan
- Bajaj Finserv Personal Loan
- ICICI Bank Personal Loan
- Kotak Mahindra Bank Personal Loan
SBI Personal Loan
এস বি আই হলো দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং প্রতিষ্ঠান। এই ব্যাংকের সাথে কোটি কোটি গ্রাহক যুক্ত। প্রচুর মানুষ এখানে টাকা সঞ্চয় করেন। বর্তমানে এই ব্যাংক খুবই বেশি সুদে ফিক্সড ডিপোজিট বিভিন্ন স্কিম করেছে। সেইসাথে Personal Loan বা ব্যক্তিগত ঋন এর ক্ষেত্রেও অনেক সুবিধা এনেছে।
ঋণের বিবরণ
এস বি আই গ্রাহকদের জন্য ২৫ হাজার টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত Personal Loan বা ব্যক্তিগত ঋন দিচ্ছে লোন পরিশোধের মেয়াদ থাকছে ৬ বছর। সুদের হার রয়েছে বার্ষিক ১০.১০ শতাংশ থেকে ১৪.৬০ শতাংশ পর্যন্ত। এছাড়া লোনের টাকার ১.৫ শতাংশ চার্জ কাটা হয় প্রসেসিং এর জন্য।
এস বি আই পারসোনাল লোন নিতে কিছু শর্ত হল বয়স হতে হবে ১৮ বছরের বেশি। ব্যক্তির মাসিক আয় থাকতে হবে ১৫ হাজার টাকার বেশি। তাহলেই আপনি আবেদন করতে পারবেন। আর আবেদনের ৫ মিনিটের মধ্যেই আপনার লোন স্যাংসন হয়ে যাবে।
HDFC Bank personal loan
HDFC Bank হলো একটি নামকরা ব্যাংকিং প্রতিষ্ঠান। বর্তমানে বহু কর্মী এই ব্যাংকের সাথে যেভাবে যুক্ত তেমনি অনেক গ্রাহক রয়েছে এই ব্যাংকের। এই ব্যাংক এর থেকেও আপনি Personal Loan বা ব্যক্তিগত ঋন নিতে পারেন। একবারে অনেকটাই লোন দিচ্ছে এই ব্যাংক। যেটা দিয়ে আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজন অনায়াসে মেটাতে পারবেন।
ঋণের বিবরণ
এই ব্যাংক সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত পার্সোনাল লোন দিয়ে থাকে। লোন পরিশোধের মেয়াদ হচ্ছে ৬ বছর। বার্ষিক সুদের হার ১১ শতাংশ হারে। এছাড়া প্রসেসিং চার্জ হিসাবে একটা টাকা কাটা হয় তার পরিমাণ সর্বোচ্চ ৪৯৯৯ টাকা। গ্রাহককে ১৮ বছরের বেশি বয়সী হতে হবে লোন নিতে হলে। এছাড়া ব্যক্তির মাসিক আয় ২৫ হাজার টাকা হতে হবে।
Bajaj Finserv Personal Loan
বাজাজ ফিনসার্ভ এর নাম অনেকেই শুনেছেন। এই ব্যাংক বেশ মোটা অঙ্কের Personal Loan বা ব্যক্তিগত ঋন দিয়ে থাকে। কোনো গ্যরেন্টার ছাড়াই লোন দিয়ে থাকে এই ব্যাংক।
ঋণের বিবরণ
বাজাজ ফিনসার্ভ ব্যাংক থেকে আপনি সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ পেতে পারেন। লোন পরিশোধের মেয়াদ ৬ বছর পর্যন্ত। বার্ষিক সুদের হার ১৩ শতাংশ হারে নেওয়া হয়। এছাড়া প্রসেসিং চার্জ হিসাবে ৪ শতাংশ নেওয়া হয়। লোন নিতে হলে আপনাকে ১৮ বছরের বেশি হতে হবে। মাসিক বেতন ২২ হাজার এর মতন হতে হবে। তবেই আপনি এই লোন পেতে পারেন।
ICICI Bank Personal Loan
ICICI Bank ও একটি নামকরা প্রাইভেট ব্যাংক। এই ব্যাংক ও আপনাকে Personal Loan বা ব্যক্তিগত ঋন দিয়ে থাকে।
ঋণের বিবরণ
এই ব্যাংক থেকে আপনি সবচেয়ে কম ৫০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। লোন পরিশোধের মেয়াদ রয়েছে ১ বছর থেকে ৬ বছর পর্যন্ত। সুদের হার রয়েছে ১০.৫০ শতাংশ। এছাড়া প্রসেসিং চার্জ হিসাবে ২.৫ শতাংশ কাটা হয়। লোন নিতে হলে আপনার বয়স ২৩ বছর থেকে ৫৮ বছর বয়স হতে হবে। মাসিক আয় হতে হবে অন্তত ৩০ হাজার টাকা। তাহলেই এই ব্যাংক থেকে লোন পেতে পারেন।
হঠাৎ টাকার দরকার হলেই 5 মিনিটে টাকা দেবে এই 5 টি ব্যাংক। কিভাবে আবেদন করবেন?
Kotak Mahindra Bank Personal Loan
kotak Mahindra ব্যাংকের নাম খুবই জনপ্রিয়। এই ব্যাংক ও Personal Loan বা ব্যক্তিগত ঋন দিয়ে থাকে।
ঋণের বিবরণ
৫০,০০০ থেকে ২৫ লাখ পর্যন্ত। পরিশোধের মেয়াদ রয়েছে ১ বছর থেকে ৫ বছর। বার্ষিক সুদের হার ১০.৯৯ শতাংশ। এছাড়া প্রসেসিং চার্জ কাটা হয় ৩ শতাংশ। লোন পেতে হলে গ্রাহকের বয়স ১৮ বছরের বেশি হতে হবে। নিজস্ব আয় থাকতে হবে যার মাসিক বেতন ৩০ হাজার টাকা থাকতে হবে।
এই নামকরা পাঁচটি ব্যাংক বর্তমানে ইনস্ট্যান্ট Personal Loan বা ব্যক্তিগত ঋন দিচ্ছে। আর এই লোন পেতে আপনি অফলাইন ও অনলাইন দুটিতেই আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করতে হলে যে ব্যাংক থেকে লোন নেবেন সেখানে আপনার একাউন্ট থাকতে হবে। আপনার নিকটবর্তী শাখায় গিয়ে ব্যাংক আধিকারিকদের সাথে আগে ভালো করে লোনের ব্যাপারে শুনে নিন।
তারপর তারা একটা ফ্রম দেবে। সেটা পূরণ করুন । সঙ্গে প্রয়োজনীয় নথি জমা দিন । যেমন পরিচয় ও ঠিকানার প্রমাণ Passport, Voter ID Card, Driving License, Aadhaar Card, আগের ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট, দুটি সর্বশেষ বেতন স্লিপ (Salary Slip), বর্তমান তারিখের বেতন শংসাপত্র সহ সর্বশেষ ফর্ম 16 শেষ ব্যবহারের প্রমাণ জমা করে দিন। আপনার যোগ্যতা ঠিক থাকলে খুব দ্রুত আপনার লোন স্যাংশন হয়ে যাবে।
অনলাইনে আবেদনের জন্য যে ব্যাংকে আপনার একাউন্ট রয়েছে তার ওয়েবসাইটে গিয়ে পেজ খুলে লোন এর পেজ এ এসে যে ফ্রম থাকবে সেটা পূরণ করে নথি সাবমিট করে দিন। তাহলেই আপনার লোন স্যাং হয়ে যাবে।
টাকার দরকার হলে, ফটাফট টাকা দিচ্ছে এই 5 টি ব্যাংক। ভারতের সেরা 5 পার্সোনাল লোন স্কিম।
তবে এই প্রতিবেদন শুধু দেওয়া আপনাদের জানিয়ে রাখার জন্য কোন কোন ব্যাংক Personal Loan বা ব্যক্তিগত ঋন দিচ্ছে। আপনি জেনে রাখলে বিপদকালিন সময় আপনার কাজে আসবে। তবে লোন নেওয়ার চেয়ে সবচেয়ে বড় চিন্তার কাজ সেটা পরিশোধ করা। আর তাই আগে নিজের যোগ্যতা বুঝে ব্যাংকের সব নিয়ম ভালো করে জেনে তবেই নিজ দায়িত্বে লোনের জন্য আবেদন করুন। এমন আরও গুরুত্তপূর্ণ খবরের জন্য এই পেজ ফলো করুন।
Written by Shampa Debnath.