Shramashree Scheme: এই কাজ না করলে শ্রমশ্রী প্রকল্পের টাকা পাবেন না। নবান্নের বড় নির্দেশ

পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের স্বার্থে চালু করেছেন শ্রমশ্রী প্রকল্প (Shramashree Scheme). বিশেষ করে যে সকল শ্রমিকরা রাজ্যে ফিরে এসেছেন তাঁদের এই প্রকল্পের দ্বারা সহায়তা করা হবে।‌ তবে অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পেরও নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে। এই নিয়ম-কানুন না মানলে শ্রমশ্রী প্রকল্পের টাকা পাবেন না। মানতে হবে নবান্নের নির্দেশ। বিস্তারিত জানুন আজকের প্রতিবেদন থেকে।

West Bengal Shramashree Scheme 2025

কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকার শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল পরিযায়ী শ্রমিকদের সহায়তা করা। আর তার জন্য একাধিক সুযোগ-সুবিধাও পাবেন তাঁরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কৃষক, ব্যবসায়ী, শ্রমিক মহিলা, শিশু, ছাত্র-ছাত্রী সকলের জন্যই নানান ধরনের প্রকল্পের (Government Scheme) রূপায়ণ করেছেন। আর এবার তিনি আরম্ভ করলেন শ্রমশ্রী। যার দ্বারা প্রচুর পরিযায়ী শ্রমিক উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে।

শ্রমশ্রী প্রকল্প থেকে কী সুবিধা পাবেন?

রাজ্য সরকার সূত্রে খবর, শ্রমশ্রী স্কিমে বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা এক বছরের জন্য আর্থিক সাহায্য রূপে মাসে ৫০০০ টাকা পাবেন। অর্থাৎ একজন শ্রমিক বছরে সর্বাধিক ৬০ হাজার টাকা আর্থিক সাহায্য পাবেন। এই টাকা সরাসরি পাঠানো হবে উক্ত শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

শ্রমশ্রী নিয়ে সতর্ক হচ্ছে প্রশাসন

প্রতিবছর অনেক পরিযায়ী শ্রমিক, যারা ভিন্ন রাজ্যে কর্মরত ছিলেন পশ্চিমবঙ্গে ফিরে আসেন। রাজ্যে ফেরত আসা এই সকল পরিযায়ী শ্রমিক দের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছে নবান্ন। তবে অতীতে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে জালিয়াতির ঘটনা সামনে এসেছিল। এই প্রকল্পের ক্ষেত্রে যাতে তা না হয়, তাই আগের থেকেই সতর্ক প্রশাসন। মুখ্যসচিব মনোজ পন্থ জেলাশাসকদের জানালেন, যাঁরা এই প্রকল্পে আবেদন করেছেন সেই প্রত্যেক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁটিয়ে যাচাই করতে হবে।

আরও পড়ুন: নতুন প্রকল্পে সমস্ত মেয়েদের ১ লাখ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। কারা যোগ্য? কিভাবে আবেদন করবেন?

ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আবেদন জমা পড়েছে। মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে জমা পড়েছে সবচেয়ে বেশি আবেদন। তবে শ্রম দপ্তরের অনুমান, এই সবে শুরু আগামীতে গোটা রাজ্যের কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন। যার ফলে প্রশাসনের ওপর চাপ বাড়ছে।

নবান্নের তরফে নতুন নির্দেশ

এর মধ্যে নবান্ন সূত্রে খবর, যেহেতু শ্রমশ্রী প্রকল্পের টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে, তাই সমস্ত ভুয়ো আবেদন বন্ধ করার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন চালু হচ্ছে। আর জেলার শ্রম দপ্তরের এবং জেলা প্রশাসন একযোগে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইকরণের দায়িত্বে থাকবে। সবদিক থেকে চেষ্টা করা হচ্ছে যাতে প্রকল্পে দুর্নীতি আটকানো সম্ভব হয়। আশা করা হচ্ছে, শ্রমশ্রী প্রকল্পের টাকা সঠিক সময়ে যোগ্য উপভোক্তারা পেয়ে যাবেন।

আরও পড়ুন: পুজোর আগে ব্যবসা করতে টাকা দিচ্ছে সরকার। লাখপতি দিদি যোজনায় বিনা সুদে ঋণ পেতে আবেদন করুন

উপসংহার

আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে অনলাইনে চেক করতে পারেন। সমস্ত নিয়মাবলী মেনে সঠিক তথ্য উল্লেখ করে তবেই আবেদন করবেন। নচেৎ আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। সংশ্লিষ্ট বিষয়ে আরো ডিটেলস পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে।