Alcohol Price – সুরাপ্রেমীদের জন্য সুখবর, পুজোর আগেই ব্যাপক হারে কমতে চলেছে মদের দাম, দেখে নিন নতুন দামের লিস্ট।
Alcohol Price – কোন মদের দাম কতটা কমলো, জানুন বিস্তারিত।
অ্যালকোহল শরীরের পক্ষে ভালো না হলেও এখনও অ্যালকোহল পানীয় (Alcohol Price) হিসাবে জনপ্রিয়। বিশেষ করে পূজা বা উৎসবের অ্যালকোহল বিক্রির চাহিদা বেড়ে যায়। আর প্রতিনিয়ত প্রত্যেক জিনিসের দাম বেড়ে চলেছে। বিশেষ করে GST আসার পর। এবার দিল্লিতে ৫২ তম GST বৈঠক অনুষ্ঠিত হবে আগামী শনিবার।
সেখানে অনেক জিনিসের দাম নিয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে। সূত্রের খবর, অ্যালকোহলের দাম (Alcohol Price) নিয়ে কিছু কানাঘুষা শোনা যাচ্ছে। GST তে দাম কমানো হয়েছে অ্যালকোহলের। ফলে একদিকে মদ প্রস্তুতকারক ও অন্য lদিকে মদ বিক্রয়কারী ও তার সাথে ক্রেতারা লাভবান হবেন।
উৎসবের মরসুমে স্বস্তি ফিরলো বাঙালির হেঁসেলে, কমলো রান্নার গ্যাসের দাম, জানুন নতুন রেট।
সূত্রের খবর অনুযায়ী, গুরের দাম ২৮ শতাংশ GST থেকে কমিয়ে ৫ শতাংশ করে আনা হবে। আর ই এন এ ( এক্সটা নিউট্রাল অ্যালকোহল) এর ওপর যে কর প্রয়োগ করা হয় সেই নিয়েও আলোচনা করা হবে। মদ তৈরি করা হয় গুর, আখ ইত্যাদি রস বার করার সময় যে তরল থেকে তার সাথে আরও অনেক কিছু প্রক্রিয়ার মাধ্যমে। বিশেষ করে রাম এইভাবে তৈরি হয়। তাই গুড়ের দাম কমলে মদের দামেও পতন আসতে পারে।
এছাড়াও এই বৈঠকে আরকিছু জিনিসের দাম কমানো নিয়ে আলোচনা করা হবে। যেমন ইভি ব্যাটারি, বিমা কোম্পানি এবং মিলেটের জিএসটি হার নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বৈঠকে সভপতিত্ব করবেন। গেমিং, ঘোড়দৌড় এবং ক্যাসিনোতে ২৮ শতাংশ জিএসটি-র বিতর্কিত বিষয়টি নিয়েও আলোচনা করা হবে এই বৈঠকে।
আরেকটি বিশেষ তথ্য জানা যায় সূত্র মারফত, ফিটমেন্ট কমিটির সুপারিশ অনুযায়ী কোনও ব্যক্তি যদি প্রি প্যাকেজ বাজরা বিক্রি করেন তবে তাঁকে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। কিন্তু যদি এই শস্য থেকে আটা বের করে বিক্রি করা হয়, তবে ১২ শতাংশ জিএসটি দিতে হবে।
আবার এটাও শোনা যাচ্ছে মিলেট নিয়ে শূন্য বাজেটে বরাদ্দ করার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ GST বৈঠকে অনেক কিছু দ্রব্যের দামে পতনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেইসাথে অ্যালকোহলের দাম (Alcohol Price) কমলে অ্যালকোহল পানকারিরা অনেকটাই লাভবান হবেন।
Written by Shampa Debnath
যেসমস্ত টোটো আর রাস্তায় চলবে না। তালিকা দেখে নিন। রাস্তার পারমিট পেতে কি করতে হবে?