Business Ideas – বাড়িতে বসে ব্যবসার সুবর্ণ সুযোগ, প্রতিমাসে হবে মোটা টাকা আয়, 2024 এর সেরা ব্যবসা
Business Ideas: বর্তমানে যে হারে দ্রব্যমূল্য দাম বৃদ্ধি পাচ্ছে তাতে পরিবারের একজনের আয়ের উপর নির্ভর করা কখনোই সম্ভবপর নয়। আর বর্তমানে দাম বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে যদি পারিবারিক খরচ সামলেও ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় করার হয় তার জন্য বাড়তি আয়ের খুবই প্রয়োজন। আর তার জন্য মহিলারা যদি বাড়িতে বসেই আয় করতে পারেন তার চেয়ে ভালো কিছু হয় না।
Business Ideas – ব্যবসা ধারণা
বর্তমানে অনেক মহিলা স্বনির্ভরশীল হতে পছন্দ করেন তাদের জন্য সবচেয়ে ভালো স্কোপ হল বাড়িতে বসেই ব্যবসা করে আত্মনির্ভরশীল হওয়া। বর্তমান প্রজন্মের একজন পুরুষের পাশাপাশি একজন নারীর সমান ভাবে দায়িত্বশীল এবং স্বনির্ভর হওয়া প্রয়োজন। এতে একজন নারী হিসেবে তার জন্য যেমন নিজের প্রতি সম্মান বেড়ে যায় তেমনি পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়া যায়।
বর্তমানে অনেক মহিলা বাইরে গিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তেমন আবার অনেক মহিলা বাইরে গিয়ে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করেন না তাদের জন্য এই বাড়িতে বসে ব্যবসা করে আয় করার সুযোগ রয়েছে। প্রতিবেদনে তেমনি বাড়িতে বসে দুই ধরনের ব্যবসা করে আপনি কিভাবে স্বনির্ভর হবেন এবং আয়ের সুযোগ পাবেন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো।
আপনিও যদি এরকমই একটি ব্যবসার সন্ধান করে থাকেন তাহলে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। আজকে যে ব্যবসা দুটোর কথা বলা হবে সেই ব্যবসা দুটোর মাধ্যমে আপনি মাসে ২৫ হাজার টাকার মতন আয় করতে পারবেন। যে সমস্ত মহিলারা ব্যবসা বা Business For Ladies করে স্বনির্ভর হতে চাইছেন তাদের জন্য দুটো খুব সহজ পদ্ধতিতে ব্যবসা হল ওয়েডিং প্ল্যানার বা ইভেন্ট ম্যানেজার এবং বাড়িতে বিউটি পার্লারের ব্যবসা।
যেকোনো একটা ব্যবসা বা Business শুরু করতে গেলেই একটা বিশেষ মূলধনের প্রয়োজন তবে আপনি যখন প্রথম শুরু করতে চাইবেন তখন আপনি চাইবেন কম মূলধনের বিনিয়োগ করে শুরু করতে আর এ দুটি ব্যবসা আপনি খুব কম মূলধন বিনিয়োগ করে শুরু করতে পারবেন আর এই ব্যবসা একবার দাঁড়িয়ে গেল আপনার যে আয় হবে সেই আয়ের টাকা দিয়েই আপনি ব্যবসাটাকে আরও বেশি বড় করে তুলতে পারবেন। বর্তমানে এই দুটি ব্যবসার চাহিদাও রয়েছে প্রচুর তাই আয় হওয়ার সম্ভাবনাও অনেকটাই।
ওয়েডিং প্ল্যানার বা ইভেন্ট ম্যানেজারের ব্যবসা
বর্তমানে যে সোশ্যাল ম্যারেজ গুলো হয় সেগুলি আর আগেকার মতন সাধারণ ছিমছাম ভাবে হয় না। অনেকটাই আরম্ভর পূর্ণভাবে সোশ্যাল ম্যারেজগুলো অনুষ্ঠিত হয়। আর এই সমস্ত সোশ্যাল ম্যারেজগুলো অনুষ্ঠানের জন্য দরকার পড়ে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে কারণ তারাই টাকার বিনিময়ে খুব সুন্দর ভাবে অনুষ্ঠানস্থলকে ডেকোরেট করে তোলে। আর তাদের ওপর সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিলে সেই কনে বা বর পক্ষের অনেকটাই ঝুঁকি কম থাকে।
বর্তমানে পাত্র-পাত্রী পক্ষ ঠিক এমনটি ভাবেই গোটা বিয়ের দায়িত্ব সাজানো-গোছানো থেকে শুরু করে কিভাবে কি জিনিস রাখা হবে, কোনটা দরকার হবে সম্পূর্ণ দায়িত্ব ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে দেওয়া হয়। তারাই খুব দায়িত্বশীল ভাবে পুরো ব্যাপারটিকে কভার করে। এই যেমন ধরুন একটি বিবাহের অনুষ্ঠানে যা যা জিনিস প্রয়োজন এবং গোটা অনুষ্ঠানটি কীভাবে সুসম্পন্ন করা হবে, এই বিষয়ে দক্ষ হয় মহিলারাই। কারণ মহিলারাই সাজানো সাজানো গোছানোর দিকটা একটু ভালো করে বোঝেন।
তাই মহিলারা যদি ওয়েডিং প্ল্যানার বা ইভেন্ট ম্যানেজারের ব্যবসা শুরু করেন, তাহলে খুব পরিপাটিভাবে সমগ্র অনুষ্ঠানের দায়িত্ব নিতে পারবেন। এই ব্যবসাকে সঠিকভাব দাঁড় করাতে পারলে খুব সহজেই মাসে ২৫,০০০ টাকা থেক ৫০,০০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। সর্বপ্রথম এই ব্যবসার আপনি করছেন সেটা জানানোর জন্য অনলাইন বা অফলাইনে ব্যবসার প্রচার করতে হবে।
অর্ডার হাতে পেলে আপনাকে সেই ম্যারেজ ভ্যানুতে গিয়ে সুন্দরভাবে ডেকোরেট করতে হবে। সবচেয়ে বড় কথা শুধুমাত্র ব্যবসা শুরু করার বিজ্ঞাপন ছাড়া আর কোন টাকাই আপনাকে প্রথম দিকে খরচ করতে হবে না। একটি বিয়ে বাড়িকে সম্পূর্ণ সাজিয়ে তোলার পরে পাত্র বা পাত্রী পক্ষই আপনাকে যে টাকা দেবেন সেই টাকা দিয়েই আপনি নিজে রেখে বাকিটা আপনার সহকর্মীদের দিতে পারবেন। নিশ্চয়ই আপনি যে টাকা পাবেন তার থেকে লাভ রেখেই আপনি সহকর্মীদের দেবেন। এভাবে আপনার ব্যবসা ধীরে ধীরে বিস্তার লাভ করবে।
বাড়িতে বিউটি পার্লারের ব্যবসা
বর্তমানে বিউটি পার্লার কোর্সের সংখ্যা যেরকম বেড়ে গিয়েছে। বেশিরভাগ মেয়েরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এই কোর্সকে বেছে নিচ্ছেন জীবনে নিজের পায়ে দাঁড়ানোর প্রথম অবলম্বন হিসাবে।
বর্তমানে প্রত্যেকটি কণে তার জীবনের সবচেয়ে বিশেষ দিনে চায় একটু সবার থেকে অন্যরকম ভাবে নিজেকে তুলে ধরতে। আর তার জন্য দরকার হয় মেকআপ আর্টিস্টদের।
আর তাই এই মুহূর্তে সবচেয়ে বেশি লাভ হচ্ছে এই মেকআপ আর্টিস্টদের বা বিউটিশিয়ানদের। আপনি যদি ছোটবেলা থেকে সাজতে পছন্দ করেন বা সাজাতে পছন্দ করেন তাহলে এই কোর্সটি আপনি করতেই পারেন।
কোর্স সম্পূর্ণ করে আপনি নিজের বাড়িতেই একটি বিউটি পার্লার খুলে নিতে পারেন। প্রথমেই আপনাকে কোন পার্লার দিতে হবে না। শুরুর দিকে নিজের বাড়িতেই সাজান বা কণের বাড়িতে গিয়ে সাজান। ধীরে ধীরে প্রতিষ্ঠিত হলে একটি বিউটি পার্লার খুলতে পারেন।
আরও পড়ুন, এখন আর দিতে হবেনা ১০০০ টাকা, মাত্র ৫০০ টাকাতেই পেয়ে যাবেন রান্নার গ্যাস! বিস্তারিত জেনেনিন
এই ব্যবসা শুরু করতে গেলে আপনাকে মেকাপের জিনিস কিনতে কিছুটা খরচ করতে হবে তাই বলে রাখা ভালো ব্যবসা শুরু করার প্রথমে আপনাকে ১৫ থেকে ২০ হাজার টাকা হাতে নিয়ে শুরু করতে হবে। তবে বিয়ের মরশুমে আপনি যে পরিমাণ কাজ পাবেন হাতে তাতে আপনার মূলধন বিনিয়োগের থেকে লাভের অংক অনেকটাই উঠে আসবে। তাই আর দেরি না করে বিউটি কোর্স শিখে নিজের বাড়িতে আপনি বিউটি পার্লার খুলতেই পারেন। আর এই ব্যবসা (Business ideas For woman) থেকে লাভ করতে পারেন অনেক টাকা।
আজকেই প্রতিবেদনে যে দুটি ব্যবসা সম্পর্কে আলোকপাত করা হলো, আপনারা চাইলে এই দুটি ব্যবসা অনায়াসে বাড়িতে করতে পারে এবং বাড়িতে বসেই নিজে স্বনির্ভর হয়ে উঠতে পারবেন। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে এবং ফলো করে রাখতে পারেন যাতে সমস্ত দরকারি খবর সবার আগে আপনার কাছে যায়।
Written by Shampa Debnath.