মাত্র 50,000 টাকার মেশিন লাগিয়ে, সারা জীবন রাজার হালে ব্যবসা করুন, মাসে আয় 30,000 টাকা।

স্বল্প বিনিয়োগে বেশি লাভ পেতে এই ব্যবসা করতেই হবে।

আপনি কি স্বল্প বিনিয়োগে বেশি লাভযুক্ত ব্যবসা করার কথা ভাবছেন? তবে আজকের প্রতিবেদনটি আপনার পড়া অত্যন্ত জরুরি। এই প্রতিবেদনে আমরা যে ব্যাবসার কথা আলোচনা করবো তাতে বিনিয়োগ অত্যন্তই “স্বল্প” এবং লাভ প্রচুর।

Advertisement

মহামারীর পর অর্থনৈতিক অনিশ্চয়তায় ভুগছে অনেকেই। এই পরিস্থিতিতে চাকরির পাশাপাশি ছোটখাটো ব্যবসার কথা অনেকেই ভাবছেন। তবে ব্যবসার ক্ষেত্রে অনেকেরই প্রথম চিন্তা আসে বহুল অর্থ বিনিয়োগের।

সৃজনশীলতা মানুষের একটি অন্যতম গুন। এই গুনের ভিত্তিতে মানুষকে “সামাজিক জীব” বলা চলে। বহু মানুষের সৃজনশীলতার পরিচয় ফুটে ওঠে তাদের ব্যবহার্য সামগ্রীর উপর ভিত্তি করে। কখনো পোশাক, কখনো গহনা, কখনো জুতো, কখনো বা ঘরের অভ্যন্তরীন সামগ্রীর উপর ভিত্তি করে তাদের সৃজনশীলতার প্রকাশ পাওয়া যায়।
এই সৃজনশীলতাকে ভিত্তি করেই নতুন এক অভিনব ব্যাবসার কথা আজ আপনাদের বলবো। এই ব্যবসায় মাত্র ৫০,০০০ টাকা বিনিয়োগ করে দিনে কমপক্ষে ২,৫০০ টাকা রোজগার করতে পারবেন।

বর্তমান আধুনিক যুগে সবাই নিজেকে আধুনিকতার মোড়কে মুড়িয়ে রেখেছেন। শুধুমাত্র নিজেদের কেই নয় নিজেদের বাসস্থানকেও তারা আধুনিকভাবে তৈরি করেছেন। আধুনিকভাবে ডিজাইনার বাড়ি বানানোর সাথে সাথে তারা খুঁজছে বাড়ির ভিতরের বা আভ্যন্তরীণ সাজসজ্জা। CO2 দেওয়াল ঘড়ি এই রকম ই এক অন্যতম এবং অনবদ্য সাজসজ্জা্র উদাহরণ।

এই ধরনের ঘড়ি অনেকেই কাস্টমাইজ করতে চায়। এই ধরনের কাস্টমাইজ করতে আপনাকে মাত্র ৫০ হাজার টাকার লেজার কাটিং মেশিন দিয়ে ঘড়ি ডিজাইন করতে হবে। এতে আপনি মাত্র আড়াইশো টাকা খরচ করে এই ঘড়ি কাস্টমাইজ করে আপনি ৩০০০ টাকা ধার্য মূল্য রেখে এক একটি ঘড়ি বিক্রি করতে পারেন।

এই করি তৈরি করতে সময়ও লাগে একদমই অল্প। মাত্র ১০ মিনিটে আপনি ওই ঘড়ি কাটার লেজার কাটিং মেশিন দিয়ে এই ঘড়ি ডিজাইন করতে পারবেন। এক্ষেত্রে যদি আপনি একটি ঘড়ির জন্য ধার্য মূল্য রাখেন ৩০০০ টাকা, দিনে যদি আপনার কাছে পাঁচটি অর্ডার আসে তবে সারাদিনে ১৫০০০ টাকা রোজগার করা আপনার পক্ষে সহজ হয়ে যাবে। এ বিষয়ে আপনাদের কোন প্রশ্ন বা বক্তব্য থেকে থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন।
Written by Rajeswari Sur.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button