Ssc Case Update – সরকারি কর্মীদের অপেক্ষার অবসান, কলকাতা হাইকোর্টের বড় রায়

Ssc Case Update: রাজ্য সরকার একদিকে যেমন এসএসসি টেট নিয়োগ দুর্নীতি নিয়ে চাপের মুখে পড়েছে। এছাড়া ডিএ নিয়ে একের পর এক শুনানির ডেট পিছিয়ে যাচ্ছে এমন সময়ে অন্য একটি বিষয়ে কলকাতা হাইকোর্টের রায় রাজ্য সরকারের পক্ষে হলোনা। কলকাতা হাইকোর্টের রায়ে জয় হল রাজ্যের শিক্ষকদের। সম্প্রতি ব্রিজ কোর্স নিয়ে একটি মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে।

Advertisement

Ssc Case Update – এসএসসি নতুন আপডেট

কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই ব্রিজ কোর্স চালু করা হয়েছিল। এই কোর্স করা হত প্রধানত যাতে শিক্ষা ব্যবস্থায় আরেকটু উন্নয়ন করা যায় এবং শিক্ষকরা যাতে আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ করার কারিগর হতে পারে সেই সাথে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্যই এই কোর্স করানো হতো। যদিও অন্যান্য রাজ্যে এই কোর্স চালু হলেও পশ্চিমবঙ্গে এখনো অবধি কোর্স চালু করা হয়ে ওঠেনি।

Advertisement

ফলে পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষক শিক্ষিকারা প্রাথমিক শিক্ষা পর্ষদ কে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জানায় এবং তারা সেই বিজ্ঞপ্তিতে জানায় এই কোর্স না করেও কয়েক হাজার বিএড উত্তীর্ণ প্রাথমিক শিক্ষককে রাজ্য সরকার এ–ক্যাটাগরির শিক্ষক হিসেবে চিহ্নিত করেছে। তার ফলে সেই সমস্ত শিক্ষকরা উচ্চ স্কেলে বেতন পাচ্ছে। কিন্তু সরকার নিয়ম অনুযায়ী ব্রিজ কোর্স করা শিক্ষকরাই একমাত্র উচ্চ হারে বেতন পেতে পারবেন।

এই বিষয়টা নিয়েই রাজ্যের শিক্ষক শিক্ষিকারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সমস্ত ব্যাপার পর্যালোচনা করে কলকাতা হাইকোর্ট বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, ব্রিজ কোর্স না করা সত্ত্বেও যদি রাজ্য সরকার ৩,৪৪৬ জনকে এ স্কেল অনুযায়ী বেতন দিতে পারে, তাহলে মামলাকারীরা এই উচ্চহারে বেতন থেকে বঞ্চিত হবে কেন? তারাও সমপরিমাণ বেতন পাওয়ার যোগ্য।

কলকাতা হাইকোর্টের চাপে পড়ে রাজ্য সরকারের স্বীকার করে নেন প্রায় সাড়ে তিন হাজার শিক্ষক ব্রিজ কোর্স না করেও উচ্চ হারে বেতন পাচ্ছেন। এদিকে বিএড উত্তীর্ণ শিক্ষক শিক্ষিকারাও বক্তব্য রাখেন তাদের সমান যোগ্যতা সম্পন্ন শিক্ষক-শিক্ষিকারা যদি উচ্চ হার বেতন পেতে পারে তাহলে তারা কেন সেই বেতন থেকে বঞ্চিত থাকবে? একই যাত্রায় পৃথক ফল তো হতে পারেনা!

আরও পড়ুন, সরকারি কর্মীদের সুখবর, 18 মাসের ডিএ এরিয়ার পাওয়ার সম্ভাবনা

এরপরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করেন রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের পক্ষে। রায় অনুযায়ী বলা হয় এতদিন ধরে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ব্রিজ কোর্স না করেই উচ্চ আর বেতন পাচ্ছিলেন সেই বেতন ফেরত দেবে কিনা রাজ্যকে সেটা রাজ্য সরকারই ঠিক করবেন কিন্তু এতদিন ধরে সমান শিক্ষিত হয়েও যে সমস্ত শিক্ষক শিক্ষিকাটা উচ্চ আর বেতন থেকে বঞ্চিত হয়েছেন তাদেরকে এই বঞ্চনার হাত থেকে রক্ষা করতে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে সমান পরিমাণ বেতন দিতে হবে ।

কলকাতা হাইকোর্টের এই রায়ের ফলে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের অনেকে আশ্বস্ত হয়েছেন এবং কলকাতা হাইকোর্টের রায় তাদের পক্ষে হওয়ায় তারা অনেকটাই উচ্ছ্বসিত। তবে রাজ্য সরকার একদিকে ডিএ ও এসএসসি নিয়োগ চাপের মুখে পড়েছিলেন তার মধ্যে উপরি পাওনা হিসাবে কলকাতা হাইকোর্টের রায় রাজ্য সরকারের আরও অনেকটাই চাপ বাড়িয়ে দিল। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button