এই বছর বাদ গেছে অনেক নাম, ভোটার লিস্টে আপনার নাম আছে তো? দেখে নিন।
ভোটার লিস্টে আপনার নাম উঠেছে কিনা দেখে নিতে হবে এই উপায়ে। ভারতকে বিশ্বের বৃহত্তম গনতন্ত্র বলা হয়। আর এই গণতন্ত্রের মূল উৎসব হচ্ছে ভোট গ্রহণ। ভোট গ্রহণ উৎসবে অংশগ্রহণ করতে হলে আমাদের দেশে সকলের ভোটার লিস্টে নাম ওঠা বাধ্যতামূলক। ১৮ বছরের ওপরে সকলেই ভোটার কার্ডে আবেদন করার যোগ্য।
কিভাবে ভোটার লিস্টে নিজের নাম দেখবেন জেনে নিন।
ECI – Election Commission Of India র তরফে এই ভোটার কার্ড জারি করা হয়। বর্তমানে এই ভোটার কার্ডকে EPIC – Electric Photo Identity Card বলে চিনি। ২০২৩ সালের সর্বশেষ ভোটার লিস্ট প্রকাশিত করা হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে মোট ৭ কোটি ৫২ লক্ষ ৩৭৭ জন এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৮২ লক্ষ ৩৬ হাজার ৫০৭ এবং মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৯ লক্ষ ৭০ হাজার।
পঞ্চায়েত ভোটের আগে ভোটার কার্ড এর আবেদনের নতুন পদ্ধতি সম্পর্কে জেনে নিন।
কিছু ভুলের জন্য ৪ লক্ষ ১৫ হাজার এর বেশি লোকের নাম ওঠেনি বলে জানিয়েছে। পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে ১৩ লক্ষ ৩৩ হাজার ২৫১ জন নতুন ভোটার যোগ হয়েছে। মোট ভোটারের ১.২৫% বৃদ্ধি পেয়েছে আগের বারের তুলনায়। এই নতুন তালিকা প্রকাশের কিছুদিনের মধ্যেই সারা রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত ভোট।
আর এই ভোটের আগে রাজ্যের সকল বুথে ও অফিসে নতুন লিস্ট লাগানো থাকবে। এছাড়াও আপনি নিজের বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে ভোটার লিস্ট দেখবেন জেনে নিন।
অনলাইনে ভোটার লিস্ট দেখার পদ্ধতিঃ-
১. আপনাকে যে কোন ওয়েব ব্রাউজার খুলে নিতে হবে।
২. www.ceowestbengal.nic.in এই ওয়েবসাইটে যেতে হবে।
৩. এর পরে আপনাকে ভোটার লিস্ট অপশনে ক্লিক করবেন।
৪. আপনাকে নিজের জেলার নাম ঠিক করে নিতে হবে।
RATION CARD : বাড়িতে বসেই অনলাইনে মাত্র 5 মিনিটে APL কার্ড থেকে করে নিন BPL কার্ড, জানুন কিভাবে?
৫. নিজের বিধানসভার নাম ও নম্বর লিখে দিতে হবে।
৬. এই কাজ করলে আপনার কাছাকাছি ভোট গ্রহণ কেন্দ্রের তালিকা দেখতে পারবেন।
৭. পরে আপনি এর চূড়ান্ত তালিকা দেখতে পারবেন।
৮. আপনি চাইলে pdf ডাউনলোড করে নিতে পারবেন।
এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে শেয়ার ও সাবসক্রাইব করুন সঙ্গে থাকুন এই ধরণের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।