পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ (Dearness Allowance) সম্পর্কিত এক দারুন সুখবর। বহুদিন ধরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলাটি (WB DA Case) দেশের শীর্ষ আদালতে ঝুলে ছিল। গত ২০১৯ সালেরকলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেয়, ২০০৯ সালের ১ জুলাই থেকে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া ডিএ দিতে। কিন্তু যত দিন এগোয় এই মামলায় বিলম্ব চলতেই থাকে। তবে এবার অবশেষে শীর্ষ আদালত রাজ্য সরকারি কর্মীদের স্বার্থে গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত ঘোষণা করল।
West Bengal Dearness Allowance Case
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা (WB Government Employees) নিজেদের অবস্থানে স্পষ্ট ছিলেন। তাঁরা নিজেদের প্রাপ্য ডিএ-এর দাবি তুলেছিলেন। কলকাতা হাইকোর্ট তাঁদের পক্ষেই ছিল। কিন্তু, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন (SLP) দায়ের করে সুপ্রিম কোর্টে (Supreme Court). দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ১৬ মে ২০২৫ তারিখে সুপ্রিম কোর্টে ডিএ মামলার একটি গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়।
এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মামলাটি শুনানি পায় এবং সেটিকে “টপ অফ দ্য বোর্ড” হিসেবে গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ মামলাটিকে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করা হয়েছিল। সকাল ১১টা ১০ মিনিট নাগাদ শুনানি শুরু হয়।
ডিএ মামলার শুনানিতে কী সিদ্ধান্ত হল?
এদিন সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন এবং রাজ্যের অর্থনৈতিক দুরবস্থার বিষয়টি তুলে ধরেন। তিনি যুক্তি দেন, রাজ্য সরকারের পক্ষে এককালীন ভাবে এত বিশাল পরিমাণ অর্থ প্রদান করা সম্ভব নয়।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুখবর। রাজ্য সরকারি কর্মীদের আংশিক জয়
তবে এরপর অন্যদিকে, রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির আইনজীবীরা এই দাবি করেন যে, হাইকোর্টের রায় বাস্তবায়ন করা সংবিধান অনুযায়ী রাজ্য সরকারের দায়িত্ব। কর্মচারীদের দীর্ঘদিন ধরে প্রাপ্য থাকা অর্থ তারা না পেয়ে বঞ্চিত হচ্ছেন। বিচারপতিরা উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেন এবং রাজ্য সরকারকে নির্দেশ দেন আগামী চার সপ্তাহ -এর মধ্যে মোট বকেয়ার ২৫% অর্থ কর্মচারীদের প্রদান করতে হ ডিএ মামলায় জয় হল সরকারি কর্মীদের?
ডিএ মামলায় জয় হল সরকারি কর্মীদের?
খুব স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে। তারা বহুদিন ধরেই ডিএ-র দাবিতে আন্দোলন করে আসছেন এবং এই রায়কে তারা ন্যায্য পাওনার পথে এক বড় পদক্ষেপ বলে মনে করছেন। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশনায় বোঝা যাচ্ছে, আদালত রাজ্য সরকারের যুক্তি শোনার পাশাপাশি কর্মচারীদের ন্যায্য অধিকার রক্ষায়ও সচেষ্ট।
এখন রাজ্য সরকারের ওপর দায়িত্ব বর্তেছে, নির্ধারিত সময়ের মধ্যে অন্তত আংশিক অর্থ মিটিয়ে দিয়ে আদালতের নির্দেশ মান্য করার। মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে অনুষ্ঠিত হবে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। ফলে রাজ্য সরকারি কর্মচারীরা এখন আরও আশাবাদী হয়ে উঠেছেন যে, পূর্ণ বকেয়া ডিএ পাওয়ার পথ এবার সত্যিই সুগম হতে চলেছে।
আরও পড়ুন: অপেক্ষার অবসান! ডিএ বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের।
উপসংহার
এখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে অন্ততপক্ষে আংশিক অর্থ মিটিয়ে দিতে হবে। মামলার পরবর্তী শুনানি কয়েক মাস পরে। অগাস্ট মাসে এই মামলার পরবর্তী শুনানিটি অনুষ্ঠিত হবে। তবে আজকের সিদ্ধান্তের পর খুশি রাজ্য সরকারি কর্মীরা। বলছেন অবশেষে অপেক্ষার অবসান হলো।