বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) আরও ৩ শতাংশ বাড়ছে। আগে ডিএ ছিল ৫০ শতাংশ, যা এখন ৫৩ শতাংশে পৌঁছাবে। গত নভেম্বর ও ডিসেম্বর মাসের এআইসিপিআই (AICPI) সূচকের ভিত্তিতে এই বৃদ্ধি করা হয়েছে।
মহার্ঘ ভাতা বৃদ্ধির কারণ
এআইসিপিআই সূচক ২০২৪ সালের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত গড়ে ১৪৪.৫ পয়েন্টে ছিল। নভেম্বর ও ডিসেম্বরের তথ্য যোগ হলে, সূচকটি ১৪৫ পয়েন্টে পৌঁছায়। এর ভিত্তিতেই ডিএ ৩ শতাংশ বাড়ানো হয়েছে।
কার বেতন কত বাড়বে?
- ন্যূনতম বেতনধারী কর্মচারী:
- বেসিক বেতন: ₹১৮,০০০
- ডিএ বৃদ্ধি: ₹৫৪০
- মাঝারি স্তরের কর্মচারী:
- বেসিক বেতন: ₹৫৬,১০০
- ডিএ বৃদ্ধি: ₹১,৬৮৩
- সর্বোচ্চ বেতনধারী কর্মচারী:
- বেসিক বেতন: ₹২,৫০,০০০
- ডিএ বৃদ্ধি: ₹৭,৫০০
আরও পড়ুন, সরকারি কর্মচারীরা এককালীন 25 লাখ টাকা পাবেন। প্রস্তাব গেল অর্থ মন্ত্রকে
পেনশনভোগীদের সুবিধা:
পেনশনভোগীরাও ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন।
- সর্বনিম্ন পেনশনধারী: ₹২৭০ বৃদ্ধি
- সর্বোচ্চ পেনশনধারী: ₹৩,৭৫০ বৃদ্ধি
কেন মহার্ঘ ভাতা গুরুত্বপূর্ণ?
মহার্ঘ ভাতা কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে এবং জীবনযাত্রার ব্যয় সামলাতে সাহায্য করে। এই বাড়তি অর্থ কর্মচারীদের দৈনন্দিন খরচ ও সঞ্চয় বাড়াতে সহায়ক।
আরও পড়ুন, বাড়ির মেয়ে ও মহিলাদের ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে। মোদী সরকারের বড় ঘোষণা।
চূড়ান্ত ঘোষণা:
সরকার এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তবে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আশা করা হচ্ছে। এই বৃদ্ধি ২০২৫ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। এই বিষয়ে সরকার কি সিদ্ধান্ত নেই সেটাই এখন দেখার।