Duare Sarkar – আজ থেকে ফের চালু হল দুয়ারে সরকার, থাকছে নতুন 5টি প্রকল্পের সুবিধা, জানুন কীভাবে আবেদন করবেন?
Duare Sarkar – নতুন 5 প্রকল্প চালু হচ্ছে দুয়ারে সরকার উদ্যোগে, লাখ লাখ টাকার সুবিধা পেতে পারবেন সাধারণ মানুষ।
সরকারি প্রকল্প (Duare Sarkar) এর সংখ্যা একাধিক তবে সেগুলির নাগাল পেতে পেয়ে সাধারন মানুষের চটি ক্ষয় হয়ে নাজেহাল অবস্থা হয়। দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধানের জন্য টনক নড়েছে রাজ্য সরকারের, সেইস্বরুপ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য এনেছে দুয়ারে সরকার এর সুবিধা। ইতিমধ্যে, রাজ্যের একাধিক মানুষ দুয়ারে সরকারের ক্যাম্প থেকে একাধিক সুবিধা পেয়েছেন, তাই বেশির ভাগ মানুষ এই উদ্যোগ সম্পর্কে পরিচিত হয়েছেন। রাজ্যের বিভিন্ন জেলার একাধিক এলাকায় বসছে এই ক্যাম্প, যার ফলে সমস্ত এলাকাবাসী সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সরকারি সুবিধা গুলো পেয়ে থাকেন।
একুশের এর বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই পশ্চিমবঙ্গ সরকার এই দুয়ারে সরকার (Duare Sarkar) এর সুবিধা চালু করেছে এবং একাধিক ক্যাম্প ইতিমধ্যেই সরকারের দ্বারা পরিচালিত হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সেই মতোই, এবার 1 সেপ্টেম্বর চালু হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প। নতুনভাবে, রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাগুলো মানুষ এই ক্যাম্প থেকে পেয়ে যাবেন। এর সঙ্গে নতুন যোগ হিসেবে, আরও 5টি বিশেষ প্রকল্পের সুবিধা পাবে রাজ্যের মানুষ এই ক্যাম্পগুলি থেকে। প্রকল্পগুলির আবেদনে এতদিন মানুষের হয়রানির শেষ ছিল না, দুয়ারে সরকারের দৌলতে এবার প্রকল্প গুলির জন্য ছোটাছুটি করতে হবে না সাধারণ মানুষকে।
আজ থেকে বদলে যাচ্ছে এই 7 টি নিয়ম, না জানলে পদে পদে বিপদে পড়বেন।
নবান্নের নিজস্ব রিপোর্ট সূত্রে, আগামী 1 সেপ্টেম্বর শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প। চলবে 16 সেপ্টেম্বর পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের ব্যবধানে, ছুটির দিন এবং রবিবার বাদে বাকি সবদিন পরিষেবা পাবেন সাধারণ মানুষ। আগের ক্যাম্প (Duare Sarkar) গুলোয় যথাক্রমে কন্যাশ্রী, রুপশ্রী, স্বাস্থ্যস্বাথী, ঐক্যশ্রী ছাড়াও আরও 33 টি প্রকল্পের আবেদনের সুবিধা প্রদান হয়েছে। এবারও একইভাবে এই সকল প্রকল্পের সুবিধা এই ক্যাম্পে পাওয়া যাবে এবং সেইসঙ্গে পরিযায়ী শ্রমিক রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং বার্ধক্য ভাতা এর আবেদন সুবিধাও এই ক্যাম্প থেকে পাওয়া যাবে। 1 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর এর মধ্যে সকল আবেদন পত্র জমা নেওয়া হবে। আবেদনের সফলিকরণ শুরু হবে 18 সেপ্টেম্বর থেকে যা চলবে 30 সেপ্টেম্বর অব্ধি। এই দিনের ব্যবধানেই সকল আবেদনকারী ব্যক্তির প্রকল্পের সুবিধা নিশ্চিত করা হবে।
নতুন 5টি ভাতার মধ্যে বার্ধক্য ভাতার সুবিধা নিয়মমাফিক পাবেন 60 এর উর্দ্ধের মানুষরা। এই প্রকল্পের মাধ্যমে মাসিক পেনশনের সুবিধা প্রদান করা হয় বয়স্ক মানুষদের। আবেদন প্রক্রিয়ার পর সমস্ত নথিসমূহ বিচার করার পর সরকার আবেদনকারীর আবেদন সফলিকরন করবে। প্রত্যেক মাসে 1000 টাকা করে পেনশন পাবেন সকল সফল আবেদনকারী মানুষ।
অন্য একটি ভাতা হলো পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশন প্রক্রিয়া যা (Duare Sarkar) থেকেই সরাসরি আবেদন করা যাবে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের একটি ডাটাবেস নির্মাণ করবে। রেজিস্ট্রার্ড শ্রমিক এর আকস্মিক দুর্ঘটনায় অথবা অন্য রাজ্যে কাজ চলাকালীন মৃত্যু ঘটলে, শ্রমিকের পরিবার পেয়ে যাবে 2 লক্ষ টাকার আর্থিক সাহায্য। এছাড়াও দুর্ঘটনায় আহত হলে শ্রমিকরা আর্থিক সাহায্য পাবেন। অঙ্গহানি সহ অন্যান্য গুরুতর দুর্ঘটনায় আহত শ্রমিকরা 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবেন চিকিৎসার সুবিধার্থে।
পোষ্ট অফিসের 10 টি নতুন সঞ্চয় প্রকল্প। গরীব মানুষের কথা ভেবেই উচ্চ সুদ ও সাবসিডি ঘোষণা।