Farmer Pension Scheme – কৃষকদের জন্য সরকার নিয়ে আসলো নতুন এই স্কিম, এর মাধ্যমে তাদের 1000 টাকা করে দেওয়া হবে
Farmer Pension Scheme: রাজ্য সরকার ও কেন্দ্র সরকার পক্ষ থেকে সাধারণ জনসাধারণের জন্য অনেক রকম জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন তার মধ্যে কৃষকদের জন্য রয়েছে একাধিক প্রকল্প। খাদ্য উৎপাদনের প্রধান কারিগর হল এই কৃষক। কৃষকদের কৃষি কর্যের আরো উন্নতির জন্য রাজ্য সরকার থেকে ও কেন্দ্রীয় সরকার থেকে আর্থিক অনুদান দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে যেমন কৃষক দুজনে রয়েছে কি সব বন্ধু প্রকল্প তাতে কৃষকরা ৪০০০ টাকা করে পেয়ে থাকেন।
Farmer Pension Scheme – ফার্মার পেনশন স্কিম
এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনায় 6000 টাকা করে দেওয়া হয়। এবার রাজ্যের জন্য আরও একটি নতুন প্রকল্পের সূচনা হলো। এ সরকারি প্রকল্পের বা Govt Scheme নাম ফার্মার পেনশন স্কিম। প্রত্যেক মাসে কৃষকরা পেয়ে যাবেন ১০০০ টাকা তবে তার জন্য করতে হবে ফর্ম ফিলাপ। কিভাবে এই ফর্ম ফিলাপ করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, কারা এই প্রকল্প আবেদন করতে পারবেন এই সমস্ত কিছুই তথ্য জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে।
এই প্রকল্পের সমস্ত তথ্য বিস্তারিত জেনেনিন
প্রকল্পের আবেদন পদ্ধতি
ফার্মার পেনশন স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন ফর্ম ডাউনলোড করার লিংক। সেই ফর্মে আপনার সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন। ডাউনলোড করা ছাড়াও আপনি কৃষি দপ্তর থেকে এই ফর্ম নিয়ে আসতে পারেন। এটা যেহেতু ফার্মার পেনশন স্কিম তাই কৃষকদের ৬০ বছর বয়সের পর থেকে প্রত্যেক মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে। তা হলে আর দেরি না করে এই সুবিধা পেতে এখুনি আবেদন করে ফেলুন।
ফর্ম পূরণ করার নিয়ম
ফর্মে যে সমস্ত তথ্য দিয়ে পূরণ করবেন সেগুলি হল আপনার নাম, পিতার নাম, বয়স ও ঠিকানা, ভোটার কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার ও জমির তথ্য। ফর্মের দ্বিতীয় অংশে গ্রাম পঞ্চায়েত প্রধানের সই, ভূমি দপ্তরের রেভিনিউ অফিসারের সই , ব্লক উন্নয়ন আধিকারিক মহাশয়ের সই এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এর সই করাতে হবে। ফর্মের নির্দিষ্ট অংশে কৃষককে সই করতে হবে তারপর এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র যুক্ত করে কৃষি অফিসে জমা করবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- ভোটার কার্ডের জেরক্স
- আধার কার্ডের জেরক্স ।
- প্রতিবন্ধী সার্টিফিকেট জেরক্স ( যদি থাকে)
- কাস্ট সার্টিফিকেট জেরক্স (যদি থাকে)
- জমির রেকর্ড এর জেরক্স
- ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স
আবেদনের যোগ্যতা
১) এই প্রকল্প আবেদনের জন্য কৃষকের বয়স ন্যূনতম ৬০ বছর হতে হবে। শারীরিকভাবে অক্ষম হলে ৫৫ বছর হলে আবেদন করা যাবে।
২) এসব কে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়া অন্তত ১০ বছর ধরে স্থায়ী পশ্চিমবঙ্গে বাস করতে হবে।
৩) আপনার নিজের নামে জমি থাকলে ১ একর এর বেশি জমি থাকা চলবে না, আর আপনি যদি বর্গাদার হন তাহলে ২ একর এর বেশি জমি থাকা চলবে না । এছাড়াও ভূমিহীন ক্ষেতমজুর যারা তারাও আবেদন করতে পারবে অর্থাৎ জমি না থাকলেও আবেদন করা যাবে।
আরও পড়ুন, লক্ষ্মীর ভান্ডার এখন অতীত, রাজ্য সরকারের নতুন প্রকল্পে আবেদন মাত্র দেওয়া হবে ৫০০০ টাকা
৪) জীবনধারণের জন্য যাদের একমাত্র আয়ের উপার্জন এ কৃষি কাজ কিংবা যে সমস্ত কৃষকের নিকট আত্মীয় বা পরিজন কেউ দেখভাল করেন না তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
৫) রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অথবা তাদের দ্বারা পরিচালিত/ পোষিত কোন সংস্থা থেকে কোন প্রকার ভাতা বা আর্থিক সাহায্য পাননা । তাহলে আবেদন করতে পারবেন।
আবেদন ফর্ম ও ডকুমেন্ট এরপর আপনি আপনার স্থানীয় ব্লকের সহ কৃষি অধিকর্তা অথবা মহকুমা সহ কৃষি অধিকর্তা (প্রশাসন ) অথবা জেলার উপকৃষি অধিকর্তা (প্রশাসন) এর অফিসে জমা করতে হবে।
উপরে বর্ণিত যোগ্যতাগুলোর সাথে আপনার যোগ্যতা যদি মিলে যায় তাহলে আপনিও এই ফর্ম ডাউনলোড করে নিয়ে তা সঠিকভাবে পূরণ করে ডকুমেন্টসহ কৃষিদপ্তরে জমা করুন আর পেয়ে যান প্রত্যেক মাসে ১০০০ হাজার টাকা করে মাসিক অনুদানের সুবিধা। এমন আরো অন্যান্য প্রকল্পের সম্বন্ধে জানতে আমাদের এই পেজটি ফলো করে সাথে থাকুন।
Written by Shampa Debnath.