Provident Fund – সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা, প্রভিডেন্ট ফান্ডের একাউন্টে আরও বেশি টাকা দেবে সরকার

Provident Fund: আমরা সকলেই জানি, দেশের সরকারি কর্মচারী ও বেসরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড বলে একটি ফান্ড থাকে। তবে এটি দুই ধরনের হয়। সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের নাম GPF। বেসরকারি কর্মচারীদের প্রফিডেন্ট ফান্ডের নাম ইমপ্লোয়িজ প্রভিডেন্ট ফান্ড বা EPF। কেন্দ্র সরকার প্রত্যেক ত্রৈমাসিক অন্তর অন্তর এই ফান্ডের উপর সুদের হার নির্দেশ করেন।

Advertisement

Provident Fund – প্রভিডেন্ট ফান্ড

প্রত্যেক বারের মতন এইবারও জুলাই মাসের বাজেট পরিবেশনের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন জুলাই থেকে সেপ্টেম্বর মাসের প্রভিডেন্ট ফান্ডের সুদের হার। সেই বাজেটে বলা হয়েছিল সরকারি কর্মীদের গচ্ছিত অর্থের ওপর জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসের জন্য ৭.১ শতাংশ হারেই সুদ দেবে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ এইবারের বাজেটেও এই ত্রৈমাসিক সুদের হার একই রাখা হলো।

Advertisement

এই নিয়ে ১৮ তম ত্রৈমাসিকে জিপিএফ এর উপর সুদের হার অপরিবর্তিত রইলো। যার ফলে সরকারি কর্মীদের লাভের অংক শূন্যই রইল। কিন্তু সরকারি কর্মীদের জিপিএফ এর সুদের হার নিয়ে একটি বড়সড় খুশির খবর এই যে সম্প্রতি ৬ই আগস্ট রাইটার্স বিল্ডিং এর অর্থ দপ্তরের অফিস থেকে আরেকটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। সে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই মাসিকের ৭.১ শতাংশ হারে জেনারেট ফান্ডে গচ্ছিত অর্থের সুদ পেতে চলেছেন সরকারি কর্মীরা।

যদিও এই বিষয় নিয়ে এর আগেও আরেকবার নোটিশ জারি হয়েছিল এবং সেই নোটিশে রাজ্যপালের স্বাক্ষরও ছিল কিন্তু তখন সেই ব্যাপারটি নিয়ে আর এগোনো হয়নি তবে এবার সরকারি কর্মীদের খুশির খবর এই যে এই প্রাপ্ত সুদ পেতে চলেছেন সরকারি কর্মীরা। প্রতিবছরই আগস্ট মাসে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের বাৎসরিক রিপোর্ট হাতের পান সরকারি কর্মীরা।

আরও পড়ুন, পোস্ট অফিস নাকি ব্যাংক? বর্তমানে বিনিয়োগের ক্ষেত্রে কোথায় সুদ ও লাভ বেশি?

এবং সেই রিপোর্টে উল্লেখিত থাকে জিপিএফে কত টাকা ওই সময়ে জমা পড়ল বা তোলা হয়েছে, মোট কত টাকা তহবিলে আছে প্রভৃতি। তবে এখন থেকে এই সমস্ত রিপোর্ট স্টেটমেন্ট সরকারি কর্মীরা আর হাতে নয়, অনলাইন মারফত পেয়ে যাবেন এবং অনলাইন এর মাধ্যমে সেই স্টেটমেন্ট ডাউনলোড করে প্রিন্ট করে নিজের কাছে রাখতে পারবেন। এরকম পরিবর্তন হওয়ার পরে সরকারি কর্মীদের অনেক কিছু সুবিধা হয়েছে।

তারা তাদের সময় মতন খুব দ্রুত অনলাইনের মাধ্যমে রিপোর্ট দেখে নিয়ে সফট কপি হিসেবে ডাউনলোড করে রেখেও দিতে পারবেন। যে সমস্ত রাজ্য সরকারি কর্মীরা ইতিমধ্যেই মোবাইল নম্বরসহ নির্দিষ্ট ফর্মে নাম নথিভুক্ত করেছেন তাঁরা এই সুবিধা পাবেন। নিজস্ব কোড ব্যবহার করে অনলাইনে স্টেটমেন্ট পাওয়া যাবে। তবে যেসব কর্মী এখনও নাম নথিভুক্ত করেননি তাঁদের সেই প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে প্রিন্সিপ্যাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল। এমন আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন এই পেজে।
Written by Shampa Debnath

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button